ঢাকার মিরপুর-১ এলাকায় এক ব্যক্তিকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের পর এবার মুখ খুললেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। সরাসরি সব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, ‘এটি একটি ষড়যন্ত্র, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’
অভিযোগ অনুযায়ী, তাসকিন আহমেদ রোববার (২৭ জুলাই) রাতে সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তিকে ফোনে ডেকে এনে মারধর করেন এবং হুমকি দেন। এই অভিযোগে ভুক্তভোগী সৌরভ মিরপুর মডেল থানায় একটি জিডি করেন। জানা গেছে, সৌরভ ও তাসকিনের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।
তবে এই অভিযোগ প্রকাশ্যে আসার পর আজ (সোমবার) দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাসকিন আহমেদ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আমি কাউকে মারধর করিনি বা হুমকিও দিইনি। আমাকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে।’
এদিকে ঘটনাটি সামনে আসার পর থেকেই তদন্ত শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে জানান, ‘আজ সকালে সংবাদটি মিডিয়ায় দেখেছি। আমাদের কর্মকর্তারাও বিষয়টি অবগত। তদন্ত চলছে। এটা যদি সত্যি হয়, তবে খুবই দুঃখজনক। তাসকিনের মতো আইকন ক্রিকেটারের জন্য এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’
পুলিশ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র আলোচনা। তাসকিনের একাংশ সমর্থন করছেন, আবার অনেকে ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করছেন।
উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে মাঠে নামেন এবং পারফরম্যান্সের জন্য প্রশংসাও কুড়ান। তবে মাঠের বাইরের এই বিতর্কে তার ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে।
বিসিবির তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের পরই স্পষ্ট হবে—এই অভিযোগের পেছনে সত্যতা কতটা এবং আদৌ তাসকিন দোষী কি না।
মন্তব্য করুন