স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মারধরের অভিযোগ নিয়ে ফেসবুকে মুখ খুললেন তাসকিন

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

নিজের বিরুদ্ধে ওঠা মারধর ও হুমকির অভিযোগের পর অবশেষে মুখ খুললেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি পুরো বিষয়টিকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

সাম্প্রতিক একটি ঘটনায় অভিযোগ উঠেছে, তাসকিন তার ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে এনে মারধর ও হুমকি দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অভ্যন্তরীণ তদন্তও শুরু করেছে।

তবে এসব ঘটনার প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করে তাসকিন ফেসবুকে লেখেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি- এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক নয়। বন্ধু ও আমার মধ্যে ইতোমধ্যে কথা হয়েছে। যা ঘটেছে, তা কখনোই এমন পর্যায়ে যাওয়ার কথা ছিল না।’

তিনি আরও বলেন, ‘শুধু একটা কথাই বলতে চাই, বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। এসব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আশা করি, আপনারা সত্যের পাশেই থাকবেন, কারণ সত্য কখনো মিথ্যা হয় না।’

তাসকিনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরপরই বিসিবির পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, বিষয়টি তারা মিডিয়ায় দেখেছেন এবং তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, ‘একজন আইকন ক্রিকেটারের এমন ঘটনায় জড়ানো কখনোই কাম্য নয়।’

মাত্র কয়েক দিন আগেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বল হাতে কার্যকর পারফরম্যান্স দেখিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন তাসকিন। তবে মাঠের বাইরের এই বিতর্ক তার পেশাদার ক্রিকেট জীবনের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।

এখন দেখার বিষয়, বিসিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে কী উঠে আসে এবং শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ৮ দিন ধরে আটকা সারবোঝাই জাহাজ

‘ইমিগ্রেশনে গিয়ে জানতে পারি বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে’

দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা 

জুলাই-সেপ্টেম্বর / বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদায় নতুন রেকর্ড

পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ পাঁয়তারা শাহিন গ্রেপ্তার

বৃষ্টির পর ঢাকার বাতাস আজ কেমন?

প্রাণ গেল মসজিদের ইমামের

২০২৬ সাল থেকে শরণার্থী প্রবেশে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র

বিমানে সর্বোচ্চ কতটি লাগেজ নেওয়া যায়, জানুন নিয়মগুলো

১০

এক টানে ১৫০ মণ ইলিশ, বিক্রি হলো কত

১১

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে যুক্তরাষ্ট্র

১২

ঘূর্ণিঝড় ‘মোন্থা’: বিকেলের মধ্যেই বৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৩

ঢাকায় ধরা পড়লেন যশোরের আ.লীগ নেতা

১৪

মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে চালু হচ্ছে নতুন পোশাক

১৫

বিএনপিতে যোগ দিলেন অব্যাহতি পাওয়া জাপা নেতা

১৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলার ক্রয় বড় বাধা বলে মনে করছে আইএমএফ

১৭

প্রস্রাবে অতিরিক্ত ফেনা কি কিডনি বিকল হওয়ার লক্ষণ?

১৮

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন হাফেজ রায়হান

১৯

উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, রাত্রিযাপন না করাসহ ১২টি নির্দেশনা মানতে হবে পর্যটকদের

২০
X