স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিন ঘটনার পর জাতীয় দলের জন্য আচরণবিধির কর্মশালা

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ সামনে আসার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠের বাইরের ঘটনায় সাধারণত আলোচনায় না থাকলেও, হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তাসকিন। যদিও তিনি অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন, তবুও বিসিবি বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। তদন্ত শেষে সত্যতা মিললে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বোর্ড।

তাসকিনের ঘটনা সামনে আসতেই বিসিবি ক্রিকেটারদের আচরণবিধি নিয়ে আরও কড়া হতে যাচ্ছে। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন, আগস্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি আচরণবিষয়ক কর্মশালার আয়োজন করা হবে।

তিনি বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আমরা আগস্টে একটি ছোট ওয়ার্কশপ করব। সেখানে মনে করিয়ে দেওয়া হবে—তারা কী করতে পারবে, আর কী পারবে না। ক্রিকেটাররা বহু তরুণের অনুকরণীয়। তাই তাদেরও দায়িত্ব রয়েছে, মাঠের বাইরেও যেন তারা সম্মান বজায় রাখেন।’

তাসকিনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মিঠু বলেন, ‘আগে দেখি অভিযোগটি আদৌ সত্য কি না। যেহেতু একটি সাধারণ ডায়েরি হয়েছে এবং পুলিশ তদন্ত করছে, এটি এখন আইনি বিষয়। তদন্তের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব।’

অভিযোগের বিষয়ে তাসকিন জানিয়েছেন, ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘এটা একটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল অন্য জনের। দুজনই আমার বন্ধু। কিন্তু সে (ভুক্তভোগী) আমার নামটি উল্লেখ করে ফেলেছে। আমার সঙ্গে তার কোনো ঝগড়াই হয়নি।’

এদিকে, মিরপুর মডেল থানায় সিফাতুর রহমান সৈকত নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ জমা দিয়েছেন তাসকিনের বিরুদ্ধে। তদন্ত চলছে, তবে এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

বিসিবির আচরণবিধির নতুন কর্মশালা এবং বিষয়টির প্রতি তাদের সতর্ক মনোভাব থেকে বোঝা যায়, ভবিষ্যতে ক্রিকেটারদের মাঠের বাইরের আচরণ নিয়েও আরও কড়াকড়ি আরোপ করতে চায় বোর্ড। এই উদ্যোগ কেবল ক্রিকেটারদের ভাবমূর্তি রক্ষায় নয়, ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনেও দায়িত্বশীলতা আনার একটি পদক্ষেপ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ৮ দিন ধরে আটকা সারবোঝাই জাহাজ

‘ইমিগ্রেশনে গিয়ে জানতে পারি বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে’

দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা 

জুলাই-সেপ্টেম্বর / বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদায় নতুন রেকর্ড

পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ পাঁয়তারা শাহিন গ্রেপ্তার

বৃষ্টির পর ঢাকার বাতাস আজ কেমন?

প্রাণ গেল মসজিদের ইমামের

২০২৬ সাল থেকে শরণার্থী প্রবেশে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র

বিমানে সর্বোচ্চ কতটি লাগেজ নেওয়া যায়, জানুন নিয়মগুলো

১০

এক টানে ১৫০ মণ ইলিশ, বিক্রি হলো কত

১১

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে যুক্তরাষ্ট্র

১২

ঘূর্ণিঝড় ‘মোন্থা’: বিকেলের মধ্যেই বৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৩

ঢাকায় ধরা পড়লেন যশোরের আ.লীগ নেতা

১৪

মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে চালু হচ্ছে নতুন পোশাক

১৫

বিএনপিতে যোগ দিলেন অব্যাহতি পাওয়া জাপা নেতা

১৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলার ক্রয় বড় বাধা বলে মনে করছে আইএমএফ

১৭

প্রস্রাবে অতিরিক্ত ফেনা কি কিডনি বিকল হওয়ার লক্ষণ?

১৮

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন হাফেজ রায়হান

১৯

উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, রাত্রিযাপন না করাসহ ১২টি নির্দেশনা মানতে হবে পর্যটকদের

২০
X