স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিন ঘটনার পর জাতীয় দলের জন্য আচরণবিধির কর্মশালা

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ সামনে আসার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠের বাইরের ঘটনায় সাধারণত আলোচনায় না থাকলেও, হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তাসকিন। যদিও তিনি অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন, তবুও বিসিবি বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। তদন্ত শেষে সত্যতা মিললে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বোর্ড।

তাসকিনের ঘটনা সামনে আসতেই বিসিবি ক্রিকেটারদের আচরণবিধি নিয়ে আরও কড়া হতে যাচ্ছে। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন, আগস্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি আচরণবিষয়ক কর্মশালার আয়োজন করা হবে।

তিনি বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আমরা আগস্টে একটি ছোট ওয়ার্কশপ করব। সেখানে মনে করিয়ে দেওয়া হবে—তারা কী করতে পারবে, আর কী পারবে না। ক্রিকেটাররা বহু তরুণের অনুকরণীয়। তাই তাদেরও দায়িত্ব রয়েছে, মাঠের বাইরেও যেন তারা সম্মান বজায় রাখেন।’

তাসকিনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মিঠু বলেন, ‘আগে দেখি অভিযোগটি আদৌ সত্য কি না। যেহেতু একটি সাধারণ ডায়েরি হয়েছে এবং পুলিশ তদন্ত করছে, এটি এখন আইনি বিষয়। তদন্তের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব।’

অভিযোগের বিষয়ে তাসকিন জানিয়েছেন, ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘এটা একটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল অন্য জনের। দুজনই আমার বন্ধু। কিন্তু সে (ভুক্তভোগী) আমার নামটি উল্লেখ করে ফেলেছে। আমার সঙ্গে তার কোনো ঝগড়াই হয়নি।’

এদিকে, মিরপুর মডেল থানায় সিফাতুর রহমান সৈকত নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ জমা দিয়েছেন তাসকিনের বিরুদ্ধে। তদন্ত চলছে, তবে এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

বিসিবির আচরণবিধির নতুন কর্মশালা এবং বিষয়টির প্রতি তাদের সতর্ক মনোভাব থেকে বোঝা যায়, ভবিষ্যতে ক্রিকেটারদের মাঠের বাইরের আচরণ নিয়েও আরও কড়াকড়ি আরোপ করতে চায় বোর্ড। এই উদ্যোগ কেবল ক্রিকেটারদের ভাবমূর্তি রক্ষায় নয়, ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনেও দায়িত্বশীলতা আনার একটি পদক্ষেপ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ থুবড়ে পড়ে আছে সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প

বৃষ্টি বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস

রেকর্ডের দ্বারপ্রান্তে তাসকিন-লিটন

নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই সুশীলা কার্কি

ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা কবে দায়িত্ব নেবেন, জানা গেল

শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

চুনারুঘাট থানার ওসি ক্লোজড

মায়ের সঙ্গে শপিংয়ে যান না অভিষেক বচ্চন

বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল, বড় দ্বিধায় সৌদি-আমিরাত

১০

যে খাবারগুলো সকালে এড়িয়ে যেতে বলছেন বিশেষজ্ঞরা

১১

দুপুরে ওসির ভোজসভায় অংশগ্রহণ , রাতে গ্রেপ্তার যুবলীগ নেতা

১২

শীর্ষ ১০ দলের মধ্যে সবার পেছনে বাংলাদেশ

১৩

ব্রেক আপের কত দিন পর নতুন করে সম্পর্কে যাওয়া উচিত

১৪

রহস্যময় নলকূপ থেকে ২৪ ঘণ্টা ঝরছে পানি

১৫

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে বেজে উঠল সাইরেন

১৬

ছাত্ররাজনীতি জনগণের স্বপ্নকেও প্রাধান্য দেবে, প্রত্যাশা রবের

১৭

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইয়ে কেমন থাকবে আবহাওয়া আর উইকেট?

১৮

কোচের এই শর্ত পূরণ করলেই বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত নেইমারের

১৯

সন্ধ্যা সাতটায় জাকসু নির্বাচনের ফল ঘোষণা : প্রধান নির্বাচন কমিশনার 

২০
X