বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচিত পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভায় গঠন করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি। যদিও আপাতত এসব কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়েছে, পরে ধীরে ধীরে সদস্যদের যুক্ত করা হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নতুন বোর্ড হিসেবে আমরা দ্রুত কার্যক্রমে গতি আনতে চাই। তাই প্রথম ধাপে কমিটিগুলোর চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সদস্য বাড়ানো হবে।’
নতুন বোর্ডে দায়িত্ব বণ্টন অনুযায়ী—
- ওয়ার্কিং কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিল – আমিনুল ইসলাম বুলবুল
- ক্রিকেট অপারেশন্স – নাজমুল আবেদীন ফাহিম
- ফিন্যান্স কমিটি – মো. নাজমুল ইসলাম (ভাইস চেয়ারম্যান: আমজাদ হোসেন)
- ডিসিপ্লিনারি কমিটি – ফাইয়াজুর রহমান মিতু
- টুর্নামেন্ট কমিটি – আহসান ইকবাল
- বয়সভিত্তিক ক্রিকেট কমিটি – আসিফ আকবর
- গ্রাউন্ডস কমিটি – আমিনুল ইসলাম বুলবুল (ভাইস চেয়ারম্যান: রাহাত শামস)
- আম্পায়ার্স কমিটি – ইফতেখার রহমান
- মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল – মো. সাখাওয়াত হোসেন
- মেডিকেল কমিটি – মো. মনজুর আলম
- টেন্ডার অ্যান্ড পারচেইজ – হাসানুজ্জামান
- লজিস্টিক অ্যান্ড প্রটোকল – ইয়াসির মোহাম্মদ ফয়সাল
- সিকিউরিটি কমিটি – মেহরাব আলম চৌধুরি
- নারী ক্রিকেট কমিটি – আব্দুর রাজ্জাক
- অডিট কমিটি – মুখলেসুর রহমান খান
- বাংলাদেশ টাইগার্স – রাহাত শামস
- গেম ডেভলপমেন্ট কমিটি – ইশতিয়াক সাদেক
- সিসিডিএম (ঢাকা প্রিমিয়ার লিগ) – আদনান রহমান দীপন (সিনিয়র ভাইস চেয়ারম্যান: ফাইয়াজুর রহমান মিতু)
- ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেট কমিটি – মো. জুলফিকার আলী খান
- মিডিয়া কমিটি – আমজাদ হোসেন
- ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি – শানিয়ান তানিম
- হাই পারফরম্যান্স কমিটি – খালেদ মাসুদ পাইলট
- ওয়েলফেয়ার কমিটি – মোকসেদুল আলম বাবু
বোর্ড সূত্র জানিয়েছে, শিগগিরই এসব কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।