স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

৩৫ বলে সোহানের সেঞ্চুরি, হেসেখেলে জিতল বাংলাদেশ

৩৫ বলে ‍শতক হাঁকান সোহান। ছবি : সংগৃহীত
৩৫ বলে ‍শতক হাঁকান সোহান। ছবি : সংগৃহীত

হাবিবুর রহমান সোহানের বিধ্বংসী শতকে এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। হংকংয়ের দেওয়া ১৬৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯ ওভার ও আট উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় টাইগাররা।

হংকং জাতীয় দলের বিপক্ষে রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন সোহান। এক সময় মনে হচ্ছিল স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেই দেবেন বাংলাদেশ ‘এ’ দলের এ ওপেনার। কিন্তু জিসানের বিদায়ের পর কিছুটা ধীর হয়ে আসে তার ব্যাটিং। তারপরও রেকর্ডবুকে ঠিকই জায়গা করে নিয়েছেন সোহান। বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এ ব্যাটার।

রান তাড়ায় নেমে ঝড় তোলেন সোহান। মাত্র ১৪ বলে পূর্ণ করেন অর্ধশতক। স্বীকৃত টি-টোয়েন্টিতে এর চেয়ে কম বলে অর্ধশতক নেই বাংলাদেশের আর কারোরই। মাত্র ২৫ বলেই ৮৮ রান পূর্ণ করে সোহান একপর্যায়ে ২৭ বলে সাহিল চৌহানের হাঁকানো স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে জিসান ও জাওয়াদ আবরার আউট হয়ে গেলে কিছুটা গতি হারায় সোহানের ইনিংস।

শতক হাঁকাতে শেষ পর্যন্ত সোহানকে খেলতে হয়েছে ৩৫ বল। সোহানের সেঞ্চুরির পর আর বেশিক্ষণ জয়ের জন্য অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। আকবর ঝড়ে সেই ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। কিঞ্চিত শাহ’র করা ১১তম ওভারের শেষ পাঁচ বলেই ছক্কা হাঁকান আকবর। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। সোহান ৩৫ বলে ৮ চার ও ১০ ছক্কায় ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন। আকবর ১৩ বলে ৬ ছক্কায় করেন ৪১ রান।

এর আগে, দোহায় টসে জিতে আগে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ওভারেই ওপেনার জিশান আলিকে ফেরান রিপন মন্ডল। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছে ইয়াসিম এবং বাবরের জুটি। ২২ বলে ৪০ রানের টর্নেডো ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ইয়াসিম। ৪৯ বলে ৬৩ রানের ইনিংস খেলে বিদায় নেন বাবর হায়াত।

শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন শিভ মাতুর এবং কিঞ্চিত শাহ। দুজনের টর্নেডো ব্যাটিংয়ে দেড়শ পার করে হংকং। মাতুর খেলেছেন ৮ বলে ১২ রানের ইনিংস। অন্যদিকে ৪ বলে ২০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন কিঞ্চিত। দুজনেই হয়েছেন রানআউট। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানের সংগ্রহ দাঁড় করায় হংকং। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন রিপন মন্ডল এবং এস এম মেহেরব হোসেন। ১ উইকেট নিয়েছেন আবদুল গাফফার সাকলাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, বাছাই প্রক্রিয়া যেভাবে

বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের

বিস্ফোরণে ৩০০ মিটার দূরে ছিটকে গেল পুলিশের দেহাংশ

পর্যটনে নতুন আকর্ষণ, শতবর্ষী প্যাডেল স্টিমার এখন প্রমোদতরী

ঐতিহ্য ফেরাতে সংস্কার হচ্ছে ঢাকার ৪৪ পুকুর-জলাশয়

গণধর্ষণের শিকার হয়ে থানায় নারী, ভিডিও ভাইরাল

সৎ মানুষদের রাজনীতিতে ক্যারিয়ার গড়ার আহ্বান জানালেন উপদেষ্টা

মাঝরাস্তায় বরের গাড়ি আটকে দিলেন সাবেক প্রেমিকা

বিষধর সাপের ফণা মুখে নিয়ে ঘটালেন অবাক কাণ্ড

কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

১০

বিভিন্ন পণ্যে কর ছাড়ের ঘোষণা ট্রাম্পের

১১

চাকরি ছেড়ে বিনামূল্যে মানুষের ঘরবাড়ি পরিষ্কার করছেন তরুণী

১২

৩৫ বলে সোহানের সেঞ্চুরি, হেসেখেলে জিতল বাংলাদেশ

১৩

ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা 

১৪

বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৫

হিরো আলম গ্রেপ্তার হওয়ায় যা বললেন রিয়ামনি

১৬

‘ইয়েস, ইটস নাও অফিসিয়াল’

১৭

সেতুতে চলে না যান, কৃষক শুকায় খড় আর ধান

১৮

বাংলাদেশ ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

১৯

ছয় মাসে যা খেয়ে ওজন কমালেন স্বস্তিকা

২০
X