

সাধারণত অনেককেই খালি হাতে সাপ ধরতে দেখা যায়। তবে এবার এক ব্যক্তি হাত দিয়ে নয়, বরং মুখ দিয়ে ফনা তুলা বিষধর সাপ ধরে শূন্যে নাচিয়েছেন। যা দেখে রীতিমতো হতবাক হয়েছেন সাধারণ মানুষ। আলোচিত এ ঘটনা ঘটেছে ভারতে।
ইতোমধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাস্তায় পাশে একটি রকের সামনে বেশ কিছু মানুষ জড়ো হয়ে বসে আছেন। তাদের পাশে একটি সাপ।
প্রথমে সাপটিকে হাত দিয়ে ধরার চেষ্টা করেন এক ব্যক্তি। সাপটি তাকে একবার ছোবলও মারে। কিন্তু সাপটি পালানোর চেষ্টা করতেই কালো জামা-প্যান্ট ও গলায় মালা পরা ওই ব্যক্তি ঝুঁকে নিজের মুখ দিয়ে সাপটির ফণা ধরেন।
এই অবস্থাতেই তিনি সাপটিকে মুখে তুলে মাটি থেকে দাঁড়িয়ে যান। তখন সাপটি প্রাণপণে বাঁচার চেষ্টা করে। এরপর সাপটিকে মুখ থেকে নামিয়ে বস্তাবন্দি করেন ওই ব্যক্তি।
ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। ওই ব্যক্তির দুঃসাহস দেখে অবাকও হয়েছেন অনেকেই। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন- সম্ভবত ওই ব্যক্তি আগেই সাপটির বিষদাঁত ভেঙে ফেলেছেন। এজন্য তিনি এত সাহস দেখাতে পেরেছেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন