

ভালোবাসার মানুষটি অন্য কারও জীবনসঙ্গী হতে চলেছেন। এমনটা দেখা সম্ভব হয়নি প্রেমিকার পক্ষে। তাই তিনি রাস্তার মাঝখানে অদ্ভুত এক কাণ্ড করে বসেন। তরুণী রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্রেমিকের গাড়ি আটকে দেন।
আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় একের পর এক গাড়ি যাচ্ছে। কিন্ত এক পাশে গাড়ি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা গাড়িটি বিয়ে উপলক্ষে সাজানো।
সেই গাড়ির একদম সামনে দাঁড়িয়ে আছেন শালোয়ার-কামিজ় পরা এক তরুণী। গাড়িটিকে এগোতে দিচ্ছেন না তিনি। গাড়িটি একটু একটু করে এগোতে থাকলেও সরে যাননি তিনি। অসহায়ভাবে গাড়ির সামনেই দাঁড়িয়ে থাকেন।
ভিডিওতে দাবি করা হয়েছে, যার বিয়ে হচ্ছে তিনি ওই তরুণীর সাবেক প্রেমিক। কিন্তু তরুণীর হৃদয় এখনো ওই তরুণের প্রেমেই মজে আছে। তাই প্রেমিকের বিয়ে হচ্ছে জেনে নিজেকে ধরে রাখতে পারেননি তরুণী। রাস্তার মাঝখানে গাড়ির সামনে এসে দাঁড়ান। ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন