

বিসিবির ক্রিকেট কনফারেন্স অনুষ্ঠানে ফুটবল ও ফুটবলারদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে কঠোর সমালোচনার মুখে পড়েন আসিফ আকবর। তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
সেই চিঠিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে আসিফের এমন মন্তব্যের ব্যাখ্যা চেয়েছিল বাফুফে। শনিবার (১৫ নভেম্বর) বিসিবি বাফুফের সেই চিঠির জবাব দিয়েছে।
বিসিবি সভাপতি আমিনুলের স্বাক্ষরিত চিঠিতে আসিফের সেই বক্তব্যের খানিকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেই চিঠিতে আসিফকে পরিচয় দেওয়া হয়েছে কাউন্সিলর হিসেবে।
চিঠিতে বিসিবি সভাপতি লিখেছেন, কোনো ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলন করে না। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদানকৃত বক্তব্যটি সম্পূর্ণ তার (আসিফের) ব্যক্তিগত অভিব্যক্তি এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসেবে গ্রহণ করা সংগত হবে না।
ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফের মন্তব্যে দুঃখপ্রকাশ করেছে বিসিবি। চিঠিতে দুঃখপ্রকাশ করে বিসিবি সভাপতি লেখেন, যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।
মন্তব্য করুন