

আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই আসরে অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নামবে ভারত। বৈশ্বিক আসরে কারা খেলবে ভারতের হয়ে সেই প্রশ্ন অনেকেরই। এ নিয়ে আভাস দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রশ্ন উঠছে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল কেমন হবে? এ ব্যাপারে বড় আভাস দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গত মাসে অস্ট্রেলিয়ায় ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। এরপর ৯ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে সূর্যকুমাররা। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ২১ জানুয়ারি থেকে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের।
দেশটির গণমাধ্যমের দাবি, নিউজিল্যান্ড সিরিজের জন্য যে দল ঘোষণা করা হবে তারাই থাকবে বিশ্বকাপ দলে। কেবল ইনজুরি হলে বিশ্বকাপ দলে পরিবর্তন আনা হতে পারে। অন্যথায়, নিউজিল্যান্ড সিরিজের দলকেই বিশ্বকাপে দেখা যাবে ভারতের জার্সিতে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র ১০ টি-টোয়েন্টি বাকি। তাই চোটের কারণে যদি কেউ বাদ না পড়ে, তাহলে দলে খুব বেশি পরিবর্তন দেখা যাবে না। নিউজিল্যান্ড সিরিজের দল থেকে পরিবর্তন আনা হবে না।’
মন্তব্য করুন