ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। হিমাচল প্রদেশের ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলাটি শুরু হবে।
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। বোলিং, ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখায় টাইগার ক্রিকেটাররা। প্রথম ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে সাকিবরা। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় দলে এসেছেন শেখ মাহেদী। বাকি টিম থাকছে অপরিবর্তিত।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে এক প্রকার ঝড়ের মতো উড়ে গেছে ইংলিশরা। ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের টার্গেট ৯ উইকেট হাতে রেখে জিতে নেয় কিউইরা। লজ্জার হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও কিউইদের কাছে পরাজিত একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। স্পিন অলরাউন্ডার মঈন আলীর জায়গায় দলে এসেছে পেস বোলার রিস টপলি।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড ম্যালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।
মন্তব্য করুন