স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:৩০ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

দুই ওপেনারের ব্যাটই বাংলাদেশকে ২৫০ পার করিয়েছে। ছবি : সংগৃহীত
দুই ওপেনারের ব্যাটই বাংলাদেশকে ২৫০ পার করিয়েছে। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে টানা দুই ম্যাচ হারের পর নিজেদের চতুর্থ ম্যাচে শিরোপার সবচেয়ে বড় প্রত্যাশী ভারতের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ওপেনারদের ভালো শুরুর ওপর ভর করে ভারতকে ২৫৭ রানের টার্গেট দিয়েছে লিটন-তামিমরা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জয় খুব দরকার টাইগারদের। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপেক্ষে বড় পরাজয়ের পর হট ফেভারিট রোহিত-কোহলিদের সাথে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের পরিবর্তে টস করতে নামা নাজমুল হোসেন শান্ত। দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ফিফটিতে আট উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ভারতের পক্ষে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র যাদেজা।

টস জিতে ব্যাটিং করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। শুরুটা ধীরগতির হলেও সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসে বাংলাদেশ। বিশেষ করে তানজিদ তামিম দারুণ কিছু বাউন্ডারি হাঁকান। আরেক প্রান্তে লিটনও খোলস ছেড়ে রান তুলায় মনযোগ বাড়ান। ফলে প্রথম পাওয়ার প্লে শেষে কোনো উইকেট না হারিয়েই ৬৩ রান তুলে ফেলে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকায় ভারতকে হারিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা। গত মাসে শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে টাইগারদের হয়ে অভিষেক হয় তানজিদ হাসান তামিমের। এশিয়া কাপের পর ভারত বিশ্বকাপেও টিকে যান তরুণ এই ওপেনার। প্রতিযোগিতায় প্রথম তিন ম্যাচে ব্যর্থ হলেও নিজের চতুর্থ ম্যাচে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন তামিম। ৪১ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ফিফটি পূরণ করেন তানজিদ তামিম। দলীয় ৯৩ রানে ব্যক্তিগত ৫১ রানে কুলদীপ যাদবের বলে আউট হন বাঁহাতি এই ওপেনার।

তামিম আউট হওয়ার পর ক্রিজে আসেন এই ম্যাচের জন্য টাইগার দলপতি শান্ত। অধিনায়ককে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা চালান লিটন। তবে তামিমের আউট পর বাংলাদেশের রান তোলার গতি অনেকটাই কমে যায় এবং টানা ডট বলে চাপ তৈরি হয় দুই ব্যাটারের ওপর। ধীরে খেলে থিতু হওয়ার পর অবশ্য উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৭ বলে ৮ রান।

শান্ত ফেরার পর ফিফটি তুলে নেন লিটন। কিউইদের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থতার পর পুনেতে এসে হোটেলে সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ান তিনি। সবমিলিয়ে খানিকটা বাড়তি চাপ নিয়েই আজ ভারতের বিপক্ষে মাঠে নামেন লিটন। তবে সেসব দূরে ঠেলে খেললেন দারুণ এক ইনিংস। সাবলীল ব্যাটিংয়ে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ১২তম ওয়ানডে ফিফটি ছুঁতে লিতন খেলেছেন ৬২ বল। তবে ফিফটির পর ৮২ বলে ৬৬ রান করে ফেরেন এই ওপেনার। জাদেজার বলে গিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। তবে লিটন ফেরার আগে উইকেটকিপার রাহুলের কাছে দারুণ এ্রক ক্যাচ দিয়ে ফেরেন চারে নামা মেহেদি হাসান মিরাজ।

দলীয় ১৩৭ রানে লিটনের আউটের পর তাওহীদ হৃদয় ও মুশফিক জুটি গড়ার চেষ্টা করেন তবে আবারো ব্যর্থ হৃদয়। উইকেটে আসার পর থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তাওহীদ হৃদয়। যতক্ষণ উইকেটে ছিলেন-রানের জন্য ছটফট করেছেন! ৩৫ বল খেলেও কোনো বাউন্ডারির দেখা পাননি। শেষ পর্যন্ত তাকে মুক্তি দিয়েছেন শার্দুল ঠাকুর! এই পেসারের খাটো লেন্থের বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে শুভমান গিলের হাতে ধরা পড়েন হৃদয়। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৬ রান।

মুশফিক আভাস দিয়েছিলেন বড় ইনিংসের। ব্যাকওয়ার্ড পয়েন্টে যাদেজার দুর্দান্ত ক্যাচে ফিরতে হয়েছে তাকে। ফেরার আগে করেছেন ৩৮ রান। মাঝে নাসুম চেষ্টা করেছিলেন বড় শট খেলতে। দুটি চারও আসে তার ব্যাট থেকে। ১৮ বলে ১৪ রান করে ফিরেছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

ভরসার প্রতীক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৩ চার এবং ৩ ছয়। তার ৪৬ রানের ইনিংস বাংলাদেশকে টেনে নিয়ে গিয়েছে ২৫০ পর্যন্ত। তবে বুমরাহর দুর্দান্ত এক ইয়র্কারে ফিরেন তিনি। ইনিংসের শেষ বলে শরীফুলের ছয়ে ২৫৬ রানে থামে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X