স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:৩০ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

দুই ওপেনারের ব্যাটই বাংলাদেশকে ২৫০ পার করিয়েছে। ছবি : সংগৃহীত
দুই ওপেনারের ব্যাটই বাংলাদেশকে ২৫০ পার করিয়েছে। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে টানা দুই ম্যাচ হারের পর নিজেদের চতুর্থ ম্যাচে শিরোপার সবচেয়ে বড় প্রত্যাশী ভারতের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ওপেনারদের ভালো শুরুর ওপর ভর করে ভারতকে ২৫৭ রানের টার্গেট দিয়েছে লিটন-তামিমরা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জয় খুব দরকার টাইগারদের। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপেক্ষে বড় পরাজয়ের পর হট ফেভারিট রোহিত-কোহলিদের সাথে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের পরিবর্তে টস করতে নামা নাজমুল হোসেন শান্ত। দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ফিফটিতে আট উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ভারতের পক্ষে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র যাদেজা।

টস জিতে ব্যাটিং করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। শুরুটা ধীরগতির হলেও সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসে বাংলাদেশ। বিশেষ করে তানজিদ তামিম দারুণ কিছু বাউন্ডারি হাঁকান। আরেক প্রান্তে লিটনও খোলস ছেড়ে রান তুলায় মনযোগ বাড়ান। ফলে প্রথম পাওয়ার প্লে শেষে কোনো উইকেট না হারিয়েই ৬৩ রান তুলে ফেলে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকায় ভারতকে হারিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা। গত মাসে শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে টাইগারদের হয়ে অভিষেক হয় তানজিদ হাসান তামিমের। এশিয়া কাপের পর ভারত বিশ্বকাপেও টিকে যান তরুণ এই ওপেনার। প্রতিযোগিতায় প্রথম তিন ম্যাচে ব্যর্থ হলেও নিজের চতুর্থ ম্যাচে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন তামিম। ৪১ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ফিফটি পূরণ করেন তানজিদ তামিম। দলীয় ৯৩ রানে ব্যক্তিগত ৫১ রানে কুলদীপ যাদবের বলে আউট হন বাঁহাতি এই ওপেনার।

তামিম আউট হওয়ার পর ক্রিজে আসেন এই ম্যাচের জন্য টাইগার দলপতি শান্ত। অধিনায়ককে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা চালান লিটন। তবে তামিমের আউট পর বাংলাদেশের রান তোলার গতি অনেকটাই কমে যায় এবং টানা ডট বলে চাপ তৈরি হয় দুই ব্যাটারের ওপর। ধীরে খেলে থিতু হওয়ার পর অবশ্য উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৭ বলে ৮ রান।

শান্ত ফেরার পর ফিফটি তুলে নেন লিটন। কিউইদের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থতার পর পুনেতে এসে হোটেলে সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ান তিনি। সবমিলিয়ে খানিকটা বাড়তি চাপ নিয়েই আজ ভারতের বিপক্ষে মাঠে নামেন লিটন। তবে সেসব দূরে ঠেলে খেললেন দারুণ এক ইনিংস। সাবলীল ব্যাটিংয়ে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ১২তম ওয়ানডে ফিফটি ছুঁতে লিতন খেলেছেন ৬২ বল। তবে ফিফটির পর ৮২ বলে ৬৬ রান করে ফেরেন এই ওপেনার। জাদেজার বলে গিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। তবে লিটন ফেরার আগে উইকেটকিপার রাহুলের কাছে দারুণ এ্রক ক্যাচ দিয়ে ফেরেন চারে নামা মেহেদি হাসান মিরাজ।

দলীয় ১৩৭ রানে লিটনের আউটের পর তাওহীদ হৃদয় ও মুশফিক জুটি গড়ার চেষ্টা করেন তবে আবারো ব্যর্থ হৃদয়। উইকেটে আসার পর থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তাওহীদ হৃদয়। যতক্ষণ উইকেটে ছিলেন-রানের জন্য ছটফট করেছেন! ৩৫ বল খেলেও কোনো বাউন্ডারির দেখা পাননি। শেষ পর্যন্ত তাকে মুক্তি দিয়েছেন শার্দুল ঠাকুর! এই পেসারের খাটো লেন্থের বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে শুভমান গিলের হাতে ধরা পড়েন হৃদয়। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৬ রান।

মুশফিক আভাস দিয়েছিলেন বড় ইনিংসের। ব্যাকওয়ার্ড পয়েন্টে যাদেজার দুর্দান্ত ক্যাচে ফিরতে হয়েছে তাকে। ফেরার আগে করেছেন ৩৮ রান। মাঝে নাসুম চেষ্টা করেছিলেন বড় শট খেলতে। দুটি চারও আসে তার ব্যাট থেকে। ১৮ বলে ১৪ রান করে ফিরেছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

ভরসার প্রতীক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৩ চার এবং ৩ ছয়। তার ৪৬ রানের ইনিংস বাংলাদেশকে টেনে নিয়ে গিয়েছে ২৫০ পর্যন্ত। তবে বুমরাহর দুর্দান্ত এক ইয়র্কারে ফিরেন তিনি। ইনিংসের শেষ বলে শরীফুলের ছয়ে ২৫৬ রানে থামে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

০৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

১০

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

১১

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

১২

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১৩

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১৪

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১৫

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৬

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৭

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৯

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

২০
X