অবসর ভেঙে তামিম ইকবাল ফিরছেন—এই খবরে তার ভক্তরা আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন। এশিয়া কাপে তিনি ফিরবেন বলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আশা প্রকাশ করেছেন।
তামিম অবসরের সিদ্ধান্ত থেকে সরে আশায় খুশি তার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। খুশির অনুভূতি ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েও। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়, ইনশাআল্লাহ। তামিমের এ সিদ্ধান্তে নিশ্চয়ই তার এখনকার সতীর্থরাও খুশি। কারণ তামিমের অবসরের ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে মিস করবেন বলে লিখেছিলেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমরা।
এবার অবসরের সিদ্ধান্ত থেকে তামিম সরে আসার পর নিজের আনন্দের কথা জানিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিক। ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘এর চেয়ে ভালো খবর আর হতে পারত না। আমরা আবার মাঠে একসঙ্গে খেলব শুনে খুব আনন্দ হচ্ছে। ইনশাআল্লাহ, এটা আমাদের জন্য নতুন শুরু এবং একসঙ্গে মিলে নিকট ভবিষ্যতে আমরা বাংলাদেশের অসাধারণ সাফল্য বয়ে আনব।’
মন্তব্য করুন