একদিন বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে বিপিএলের সিলেট পর্ব। দিনের প্রথম ম্যাচেই মাঠে নামছে এবারের আসরে এখন পর্যন্ত জয়ের দেখা না পাওয়া সিলেট স্ট্রাইকার্স। তাদের প্রতিপক্ষ এবারের আসরে ইতিমধ্যে ৩টি জয় তুলে নেওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
বিপিএলের আগের আসরে ফাইনাল খেলা সিলেট স্ট্রাইকার্স এবারের বিপিএলে এখন পর্যন্ত একটি জয়ও নিতে পারেনি। ঢাকার পর ঘরের মাঠ সিলেটেও হেরেছে তারা। তাই মাশরাফীর দলের কাছে এই ম্যাচটি জেতা খুব গুরুত্বপূর্ণ।
অন্যদিকে ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। যার ফলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে বন্দরনগরের দলটি। আজকের ম্যাচ জিতে তাই জয়ের ধারা অব্যাহত রাখতে চায় শুভাগত হোমের দল।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রায়ান বার্ল, আরিফুল হক, জাকির হাসান, সামিত প্যাটেল, হ্যারি ট্যাক্টর, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), দুশান হেমন্থ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আভিস্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস (উইকেটরক্ষক), সৈকত আলী, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।
মন্তব্য করুন