বিপিএলের গ্রুপ পর্বের শেষ দিনে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। প্রতিযোগিতার প্লে-অফ খেলতে হলে জয়ের বিকল্প নেই তামিম ইকবালদের। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল।
এবারের আসরে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা। বরিশাল রয়েছে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে। চলমান প্রতিযোগিতায় ১১ ম্যাচের ৬টিতে জয় পেয়েছে তামিম বাহিনী। তাই প্লে-অফ খেলাটা অনেক সহজ বরিশালের। এলিমিনেটরের টিকিট যে তারা পাচ্ছে তা একরকম নিশ্চিতই। পয়েন্ট ও রান রেটে পিছিয়ে থাকা খুলনা টাইগার্সের বাদ পড়া একপ্রকার চূড়ান্ত হয়ে আছে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জাকের আলি, আন্দ্রে রাসেল, মঈন আলি, সুনীল নারাইন, রিশাদ হোসেন, মুশফিক হাসান, তানভীর ইসলাম ও ম্যাথু ফোর্ড।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মেয়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাকয় ও আকিফ জাভেদ।
মন্তব্য করুন