স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৫:০৮ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

গুজরাটকে হারিয়ে টানা দ্বিতীয় জয় মুস্তাফিজের চেন্নাইয়ের

আনন্দ উদ্‌যাপনে মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
আনন্দ উদ্‌যাপনে মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

গত আসরের ফাইনালের পুনরাবৃত্তিই বলা যায় আজকের আইপিএলের চেন্নাই ও গুজরাটের ম্যাচটিকে। গত আসরের চেন্নাই সুপার কিংস ব্যাট হাতে দুশর ওপরে রান করার পর বোলিংয়েও চেপে ধরে। যার ফলশ্রুতিতে টানা দ্বিতীয় জয় তুলে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

চেন্নাইয়ের গত ম্যাচে জয়ের নায়ক টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের শুরুটা ভালো না হলেও শেষ দিকে দুর্দান্ত খেলেছেন। মুস্তাফিজের সঙ্গে অন্য বোলাররা জ্বলে ওঠায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মুস্তাফিজের চেন্নাই।

মঙ্গলবার (২৬ মার্চ) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে গুজরাট টাইটানসকে ৬৩ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। টস হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই করে ২০৬ রান। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান পর্যন্ত যেতে পারে গত আসরের রানার্সআপ গুজরাট। এই ম্যাচে নিজের ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

চেন্নাইয়ের দেওয়া বড় টার্গেটে শুরুটা ভালো হয়নি গুজরাটের। পাওয়ারপ্লের মধ্যেই ২ ওপেনারকে হারায় তারা। শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহাকে সাজঘরে ফেরান পেসার দীপক চাহার।

এই ম্যাচে দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। আগের ম্যাচে নিজের প্রথম দুই ওভারে উইকেট পেলেও এদিন ভালো করতে পারেননি বাংলাদেশের তারকা পেসার। প্রথম দুই ওভারে ২৩ রান দিয়ে মেলেনি কোনো উইকেট।

মুস্তাফিজ না পারলেও চেন্নাইয়ের বাকি বোলারদের দৃঢ়তায় ম্যাচ ধোনির দলের নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। চতুর্থ উইকেটে ডেভিড মিলার এবং সাই সুদর্শন বড় জুটি গড়ার চেষ্টা করলেও সেটা হতে দেননি ভারতীয় পেসার তুষার দেশপান্ডে। মিলারকে ফেরানোর পর দ্রুত সময়ে আজমতউল্লাহ ওমরজাইকেও ফেরান তিনি।

চেন্নাই দলে মুস্তাফিজের বড় প্রতিদ্বন্দ্বী মাথিশা পাথিরানা এই ম্যাচ দিয়েই ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তবে ফেরাটা ভালো হয়েছে এই পেসারের। ৪ ওভারে ২৯ রান দিয়ে সাই সুদর্শনের গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন তিনি। গুজরাটের হয়ে সর্বোচ্চ ৩৭ রান এসেছে সুদর্শনের ব্যাট থেকে। মিলার এবং ঋদ্ধিমান করেছেন সমান ২১ রান। তবে এ ছাড়া কেউই ২০ রানের বেশি করতে পারেনি।

প্রথম স্পেলে ভালো করতে না পারলেও শেষ দিকে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ১৭তম ওভারে দুর্দান্ত স্লোয়ারে বিধ্বংসী হয়ে ওঠার আগেই ফেরান রশিদ খানকে। ওভারটিতে মাত্র ১ রান দেন তিনি। নিজের শেষ ওভার এবং ম্যাচের ১৯তম ওভারে এসেও অসাধারণ বোলিং করেছেন ফিজ। রাহুল টেওয়াটিয়াকে দারুণ এক কাটারে সাজঘরে ফিরিয়েছেন তিনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাচিন রবীন্দ্র এবং শিভম দুবের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ২০৬ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই। রবীন্দ্র আক্ষেপ নিয়ে আউট হলেও মারকুটে ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়েছেন শিভাম দুবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিতে সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

৪৮ ঘণ্টার মধ্যে ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

মহাসড়কে ডাকাতির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

সিরিজের সাফল্যের পর যা বললেন আরিয়ান

‘সর্বকালের সেরা’ বাছাই করলেন আলভারেজ — কারা আছেন তালিকায়?

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অক্টোবরে লঘুচাপ-নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, বৃষ্টি নিয়ে নতুন তথ্য

খাগড়াছড়ির অবরোধ পুরোপুরি প্রত্যাহার

ব্যাটে-বলে ঝলমলে সাকিব, আটলান্টার দাপুটে জয়

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরির সুযোগ

১০

বালু লুটে বিপর্যয়ের মুখে হাওরাঞ্চলের কৃষি ও পরিবেশ

১১

চমক রেখে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

১২

নিয়োগ দিচ্ছে আগোরা

১৩

বাগদান সারলেন বিজয়-রাশমিকা!

১৪

কেন মৌকে দেখে পালিয়ে যান পরীমণি?

১৫

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, কোনো রোগের লক্ষণ নয়তো

১৬

শিগগির শুরু হবে ঢাকা-পাবনা রেল চলাচল

১৭

জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৮ জন

১৮

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১৯

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

২০
X