আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়রথ যেন থামছেই না! দুদিন আগেই টি-টোয়েন্টিতে আফগানদের সিনিয়র দলকে হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানের দল। এবার ইমার্জিং এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তান ‘এ’ দলকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল।
মঙ্গলবার কলম্বোর পিসারা ওভালে প্রথমে ব্যাট করতে নেমে মাহামুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে আফগানিস্তান ‘এ’ দলকে ৩০৯ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় বাংলাদেশ। ওপেনার রিয়াজ হাসান ও মিডল অর্ডার ব্যাটার বাহির শাহ’র ফিফটি সত্ত্বেও ২১ রানে পরাজয় বরণ করে আফগানিস্তান।
বাংলাদেশের দেওয়া ৩০৯ রানের বিশাল লক্ষ্যের জবাব দিতে নেমে ২৬ রানে ওপেনার জুবাইদ আকবরির উইকেট হারায় আফগানিস্তান। দ্বিতীয় উইকেটে রিয়াজ-নূর ৮৮ রানের জুটি গড়েন। আগের ম্যাচের নায়ক তানজিম হাসান সাকিব নূর আলী জাদরানকে (৪৪) ফিরিয়ে ধাক্কা দেন আফগান শিবিরে। দলীয় ১৪৮ রানের সময় সবথেকে গুরুত্বপূর্ণ উইকেট রিয়াজকে (৭৮) ফিরিয়ে বাংলাদেশের দিকে ম্যাচ ঝুলিয়ে দেন।
চতুর্থ উইকেটে অধিনায়ক শাহিদুল্লাহ ও বাহির শাহ’র ৬০ রানের জুটি আবারও আফগানদের ম্যাচে ফিরিয়ে আনে। বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান আফগান অধিনায়ককে (৪৪) ফিরিয়ে দেন। চার রানের ব্যবধানে উইকেটকিপার ইকরাম আলী খিলকে ফিরিয়ে আফগানদের ম্যাচ থেকে ছিটকে দেন পেসার সাকিব। বাহির শাহ ফিফটি তুলে নিলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ফলে ২৮৭ রানে থামে আফগানদের ইনিংস। বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এ ছাড়া রাকিবুল ও সৌম্য ২টি করে উইকেট তুলে নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে শুরুতেই তিন টপ অর্ডারকে হারায় বাংলাদেশ। তিনজনকেই শিকারে পরিণত করেন আফগান পেসার মোহাম্মদ সালিম। মাহামুদুল হাসান জয় ও জাকির হাসান চতুর্থ উইকেটে ১১৭ রানের জুটি গড়ে দলকে বিশাল সংগ্রহের পথে এগিয়ে নেন।
জাকির (৬২) বিদায় নিলে মাঠে নামেন অভিজ্ঞ সৌম্য সরকার। ৪২ বলে সমান তিন চার ও ছক্কায় (৪৮) করে আউট হন তিনি। তবে জয় মোহাম্মদ সালিমের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে নিজের সেঞ্চুরি পূরণ করেন। ১১৪ বলের মোকাবিলায় ১২ চার ও ২ ছক্কায় ১০০ রান করেন। শেষ দিকে মাত্র ১৯ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ৩০৮ বিশাল রানের সংগ্রহ এনে দেন শেখ মেহেদী। আফগান পেসার মোহাম্মদ সালিম ৬৫ রানের খরচে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন।
মন্তব্য করুন