ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেতে যাচ্ছে শিরোপার অন্যতম হট ফেভারিট দল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে টস ভাগ্যকে অবশ্য পাশে পায়নি অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। টস হেরে প্রথম ম্যাচে আগে ব্যাট করতে হবে ২০২১ সালের চ্যাম্পিয়নদের।
বৃহস্পতিবার (০৬ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় বিশ্বকাপের দশম ম্যাচে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও ওমান। ম্যাচটিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওমান অধিনায়ক আকিব ইলিয়াস।
প্রথমে ব্যাট করতে যাওয়া অজিদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবছেন না অজি দলপতি মার্শ। প্রথম ম্যাচে জায়গ হয়নি অজিদের ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক প্যাট কামিন্সের।
অন্যদিকে ওমানের এটি আসরের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে লড়াই করেও সুপার ওভারে গিয়ে নামিবিয়ার কাছে হারতে হয়েছিল তাদের। দ্বিতীয় ম্যাচ আইসিসির এই সহযোগী দেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখাতে চায়। সেই ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে তারা।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, নাথান এলিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।
ওমান একাদশ
কাশপ প্রজাপতি, প্রতিক আথাভালে, আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশাম মাকসুদ, খালিদ খাইল, আয়ান খান, শোয়েব খান, মেহরান খান, শাকিল আহমেদ, কলিমুল্লাহ, বিলাল খান।
মন্তব্য করুন