টনি ক্রুস আগেই ঘোষণা দিয়েছিলেন—ইউরোর পর বুটজোড়া তুলে রাখব। সেটা ক্লাব এবং জাতীয় দল দুই জায়গা থেকেই। জার্মান মিডফিল্ডারের বিদায়ে রিয়াল মাদ্রিদে ৮ নম্বর জার্সি ফাঁকা হয়েছে। সেটা গায়ে তুলবেন ফেদেরিকো ভালভার্দে।
ইতালির প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন, টনি ক্রুসের জার্সি উরুগুয়ে মিডফিল্ডার ফেদে ভালভার্দের পড়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ধারণা মাফিক রিয়াল মাদ্রিদে ৯ নম্বর জার্সি গায়ে তুলতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। লুকা মদরিচ রিয়ালে ১০ নম্বর জার্সি পরেন। ক্রোয়েশিয়ান বর্ষীয়ান ফুটবলারের সম্মানে ১০ নম্বর জার্সির অনুরোধ করেননি এমবাপ্পে—এমনটাই জানিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো।
প্যারিস সেইন্ট জার্মেইন থেকে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপ্পে। স্পেনের কাছে হেরে ফ্রান্সের ইউরো মিশন শেষ হওয়ার পর ছুটিতে যাচ্ছেন ২৫ বছর বয়সী তারকা এমবাপ্পে। ছুটি শেষে মাদ্রিদের জায়ান্টদের সঙ্গে নিজের প্রথম মৌসুম শুরুর দিকে মনোযোগ দেবেন স্পেনকে টানা দুটি বিশ্বকাপ ফাইনালে তোলা এমবাপ্পে।
মন্তব্য করুন