বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৪:২৯ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার জার্সিতে মেসির কততম ফাইনাল এটি?

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার চূড়ান্ত লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। বাংলাদেশ সময় আগামী সোমবার (১৫ জুলাই) সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুদল।

আর্জেন্টিনার জার্সিতে এটি লিওনেল মেসির দশম ফাইনাল। এর একটি অবশ্য যুবদলের হয়ে। এর আগের নয় ফাইনালে দুটি বড় টুর্নামেন্টের শিরোপা জয়ের কীর্তি রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। সব মিলিয়ে জয় পাঁচটি আর বাকি চারটি হেরেছেন তিনি। হারের চারটি আবার বড় টুর্নামেন্টের ফাইনাল।

যুব বিশ্বকাপ ফাইনাল: আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রথম ফাইনাল ২০০৫ সালের যুব বিশ্বকাপে। ফাইনালে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে আলবিসেলেস্তারা। ফাইনালে দুটি গোল করেছিলেন মেসি। ছয় গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং আসরের সেরা খেলোয়াড়, দুটো পুরস্কারই জেতেন মেসি।

২০০৭ কোপা আমেরিকা ফাইনাল: দু'বছর পর জাতীয় দলের জার্সিতে প্রথম ফাইনাল খেলেন মেসি। পুরো ম্যাচে আধিপত্য ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। ভেনিজুয়েলা হওয়া সেই আসরের ফাইনালে ৩-০ গোলে জিতে শিরোপা উৎসব করে ব্রাজিল।

২০০৮ বেইজিং অলিম্পিক ফাইনাল: পরের বছর বেইজিং অলিম্পিকে সোনা জেতে আর্জেন্টিনা। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মেসি। যুব বিশ্বকাপের মতো ফাইনালে প্রতিপক্ষ নাইজেরিয়া। তার অ্যাসিস্টে গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ২১ বছর বয়সে তার মাথায় উঠে অলিম্পিক চ্যাম্পিয়নে মুকুট।

২০১৪ বিশ্বকাপ ফাইনাল: এরপর কেটে গেছে ৫ বছর। মেসির প্রথম বিশ্বকাপ ফাইনাল। আলেজান্দ্রো সাবেলার অধীনে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে মারিও গোটজের গোলে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় মেসি ও আর্জেন্টিনার।

২০১৫ কোপা আমেরিকা ফাইনাল: এক বছর না যেতেই আবার দুঃখজনক পুনরাবৃত্তি আর্জেন্টিনা ও মেসির। পেনাল্টি শুট আউটের চিলি কাছে হেরে এবারও জেতা হলো না আর্ন্তজাতিক ট্রফি।

২০১৬ কোপা আমেরিকা ফাইনাল: আবারও চিলি ট্রাজেডি। কোপা আমেরিকা শতবর্ষ আসর বসে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবারো পেনাল্টি শুট আউটে স্বপ্নভঙ্গ হয় মেসি এবং আর্জেন্টিনার। হতাশায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে মেসি বলেছিলেন, 'পরপর চারটি ফাইনাল হারলাম, এটা (শিরোপা) আমার জন্য নয়।’

২০২১ কোপা আমেরিকা ফাইনাল: অনেক নাটকীতার পর মেসি আবারো ফেরেন জাতীয় দলের জার্সিতে। কোভিড মহামারীর কারণে ২০২০ সালের কোপা হয় ২০২১ সালে ব্রাজিলে স্বল্প পরিসরে। অবশেষে এখানে পূরণ হয় স্বপ্নের প্রথম ধাপ। ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর আন্তর্জাতিক ট্রফি জেতে আর্জেন্টিনা। আর প্রথম শিরোপার স্বাদ পান মেসি।

২০২২ ফিনালেসিমা: ইউরো জয়ী ইতালি আর কোপা জয়ী আর্জেন্টিনাকে নিয়ে হয় লা ফিনালেসিমা। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই জয় পায় আর্জেন্টিনা।

২০২২ কাতার বিশ্বকাপ: ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জেতা হয়ে গিয়েছিল মেসির। তবে কিংবদন্তির খেতাব পেতে হলে বিশ্বকাপটা যে উঁচিয়ে ধরতে হবে এ আর্জেন্টাইনকে। এমন একটা অলিখিত শর্ত ছিল ফুটবল বিশ্লেষকদের।

কাতারে স্বপ্নে সেই সোনালী ট্রফি ধরা দেয় মেসির হাতে। ফাইনালে ফ্রান্সকে শুট আউটে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে জেতান বিশ্বকাপ। পেয়ে যান অমরত্বের খেতাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১০

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১১

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১২

কে এই তামিম রহমান?

১৩

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৪

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৫

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৬

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৭

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১৮

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১৯

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

২০
X