স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

একই রাতে ধরাশায়ী চার লাতিন পরাশক্তি

ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের ফুটবলার। ছবি : সংগৃহীত
ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের ফুটবলার। ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন-কনমেবলের অধীনে ১০ দল। বিশ্বকাপ বাছাইয়ে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে ১০ দল একে অপরের মুখোমুখি হয় দুবার করে। ফলে প্রতিটি দলকে খেলতে হয় ১৮টি করে ম্যাচ। একই রাতে মুখোমুখি হয় ১০ দল, এতে ম্যাচ হয় ৫টি।

লাতিন সময় মঙ্গলবারের (১০ সেপ্টেম্বর) রাতটিও এর ব্যতিক্রম নয়। এতে রাতে হওয়া পাঁচ ম্যাচের চারটিতে ধরাশায়ী হয়েছে লাতিন আমেরিকা ফুটবল অঞ্চলের চার পরাশক্তি আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি ও উরুগুয়ে।

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল মেসিহীন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় কলম্বিয়া। এতে প্রতিশোধ নেওয়া হয় কোপা আমেরিকা কাপে ফাইনালে হারের। কলম্বিয়ানদের কাছে এ হারে থেমে যায় আর্জেন্টাইনদের টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার জয়যাত্রা। এ বছর এটি লিওনেল স্কালোনির শিষ্যদের প্রথম হার। আর স্কালোনির অধীনে ৭৯ ম্যাচে এটি আর্জেন্টিনার সপ্তম হার।

এরপর ধরাশায়ী হয়েছে লাতিন ফুটবলের আরেক পরাশক্তি ব্রাজিল। হারের কষ্টটা সমানভাবে উপলব্ধি করছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার পর প্রতিপক্ষের মাঠ থেকে হারের তিক্ত স্বাদ নিয়ে ফিরেছে ব্রাজিল।

আর্জেন্টাইনদের মতো প্রতিশোধের শিকার ব্রাজিলিয়ানরাও। কোপা আমেরিকায় গ্রুপপর্বের ম্যাচে সেলেসাওদের একমাত্র জয়টি এসেছিল প্যারাগুয়ের বিপক্ষে। তাও ৪-১ গোলের বড় ব্যবধানে।

এবার নিজেদের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে, সে হারের প্রতিশোধ নেয় প্যারাগুয়ে। এর আগে শেষবার আর্জেন্টিনা-ব্রাজিল একই রাতে হেরেছে গত বছর নভেম্বরে। ২০২৩ সালের উরুগুয়ের কাছে হেরে ছিল আর্জেন্টিনা। আর ব্রাজিলকে হারিয়ে ছিল কলম্বিয়া।

আর্জেন্টিনা-ব্রাজিলের মতো এ রাতে হেরেছে চিলি। সাবেক কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা বলিভিয়ার কাছে হেরেছে ২-১ গোলে। কনমেবলের দশ দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবার নিচে বলিভিয়া (৮৩তম)। ঘরের মাঠে ৪৯তম স্থানে থাকা চিলিকে ২-১ গোলে হারায় তারা।

একটা জায়গায় স্বস্তি উরুগুয়ের। আর্জেন্টিনা-ব্রাজিল ও চিলির মতো হারতে হয়নি মার্সেলো বিয়েলসার দলকে। প্রতিপক্ষের মাঠে ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে। আগের ম্যাচে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লুইস সুয়ারেজ।

এ ছাড়া নিষেধাজ্ঞার কারণে একাদশে নেই বেশ কয়েকজন তারকা ফুটবলার। এ অবস্থায় প্রতিপক্ষের মাঠে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করাকে বাজেভাবে দেখছেন না উরুগুয়ের সমর্থকরা। এ রাতে একমাত্র জয় পাওয়া দল ইকুয়েডর। পেরুকে ১-০ গোলে হারায় তারা।

সেপ্টেম্বরে আর কোনো ফিফা উইন্ডো নেই। আবার অক্টোবরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশ নেবে কনমেবলের দলগুলো। এই উইন্ডোতে পয়েন্ট টেবিলে বেশ রদবল হয়েছে।

অষ্টম রাউন্ড শেষে কলম্বিয়ার কাছে হারলেও ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে উঠে এসেছে কলম্বিয়া। এরপর যথাক্রমে রয়েছে- উরুগুয়ে (১৫), ইকুয়েডর (১১), ব্রাজিল (১০), ভেনেজুয়েলা (১০), প্যারাগুয়ে (৯), বলিভিয়া (৯), চিলি (৫) ও পেরু (৫)।

লাতিন মহাদেশের দশ দল থেকে বিশ্বকাপে সরাসরি খেলবে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয়টি। আর সপ্তম দলকে খেলতে হবে প্লে অফ ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী বিন্দু

দিনাজপুরে খালেদা জিয়াসহ ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মনোনয়নপত্র জমা দিলেন আল্লামা সাঈদীর দুই ছেলে

ঢাকা-৫ আসনের সাবেক এমপি প্রার্থী গ্রেপ্তার

তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিলভার সেলিম

মানুষের জীবনমানের উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য : মির্জা ফখরুল

খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন : ডা. জাহিদ

তিন ঘণ্টা ছিলেন দলীয় কার্যালয়ে / রিজভীর নেতৃত্বে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএনপি

বিএইউএস-নিকডু’র উদ্যোগে লাইভ অপারেটিভ ল্যাপারোস্কোপিক সার্জারি কর্মশালা

বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক : রবিউল আলম

১০

স্থগিত হলো প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা

১১

‘এ নির্বাচন করা আমার জন্য নয়, তোমাদের সবার জন্য’

১২

কনকনে শীতের রাতে রাস্তায় ভাইয়ের উষ্ণতা হয়ে উঠল বড় বোন

১৩

আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা

১৪

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

১৫

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা

১৬

তুলির আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৭

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১৮

অধিনায়ক পাল্টালেও হার এড়াতে পারল না নোয়াখালী

১৯

জকসু নির্বাচন / নিজ কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা : নির্বাচন কমিশন

২০
X