২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার কাছে হেরে যায় আর্জেন্টিনা। দীর্ঘ ১২ ম্যাচ পর হারের স্বাদ ভালোভাবে নেননি আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে শেষে মাঠ থেকে বের হওয়ার সময় টেলিভিশন ক্যামেরায় থাপ্পড় মারেন তিনি।
এতে খেপেছে কলম্বিয়া ক্রীড়া সাংবাদিক অ্যাসোসিয়েশন (অ্যাকর্ড)। ফিফা কাছে মার্তিনেজের বিরুদ্ধে শাস্তির দাবি করছেন সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচ শেষে ক্যামেরাম্যানের প্রতি আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ যে আক্রমণাত্মক আচরণ করেছেন, তা প্রবলভাবে প্রত্যাখ্যান করছে অ্যাকর্ড কলম্বিয়া। ক্যামেরাম্যানের যন্ত্রপাতি মাঠে ফেলে দেওয়া বাক্স্বাধীনতার প্রতি আক্রমণ, যা আমাদের সমিতির কাছে গ্রহণযোগ্য নয়। দেশের ক্রীড়া সাংবাদিকতার কর্তৃপক্ষ হিসেবে ফিফার কাছে এমিলিয়ানো মার্তিনেজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে অ্যাকর্ড। তিনি নতুন প্রজন্মের কাছে উদাহরণ দেওয়ার মতো কেউ নন।’
আর্জেন্টাইন গণমাধ্যমে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে কলম্বিয়ার মাঠে ২-১ গোলের হারের পর স্বাগতিক ফুটবলারদের সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়ছিলেন মার্তিনেজ। সে সময়ে কারাকল টিভি ও আরসিএন দেপোর্তেসের ক্যামেরাম্যান জনি জ্যাকসন তাকে ক্যামেরায় ধারণ করছিল। হঠাৎ ক্যামেরায় থাপ্পড় মেরে বসেন আর্জেন্টাইন গোলকিপার। এতে ক্যামেরাসহ মাটিতে পড়ে যান জ্যাকসন।
টিওয়াইসি স্পোর্টস তাদের প্রতিবেদনে বলে পেনাল্টির বিতর্কিত সিদ্ধান্তে কারণে অনেকটা ক্ষুব্ধ ছিলেন মার্তিনেজ। আর্জেন্টাইন গোলকিপারকে ভিডিও বার্তাও দিয়েছেন সেই ক্যামেরাম্যান জনি জ্যাকসন। তিনি বলেন, ‘দিবু (মার্তিনেজের ডাকনাম), আমি তোমাকে বলতে চাই, দুশ্চিন্তা করো না। জীবনে সবাই ম্যাচ হেরেছে। এই হারে তুমি হয়তো বেশি কষ্ট পেয়েছ, কিন্তু এসব ভুলে সামনে এগিয়ে যাও।’
এদিকে জনি জ্যাকসনের উদ্ধৃতি দিয়ে টিওয়াইসি স্পোর্টস জানায়, ‘শেষ বাঁশি বাজানোর পর ক্যামেরাম্যান হিসেবে মাঠে ঢুকে প্রতিক্রিয়া নেওয়াই ছিল আমার কাজ। মাঠে ঢুকে সেটাই করছিলাম। দিবুকে দেখলাম এক বদলি গোলকিপারের সঙ্গে হাত মেলাতে। তার কাছে এগিয়ে যেতেই আঘাত করে বসল! এতে খুব রাগ হয়েছিল। কারণ, তার মতো আমিও মাঠে নিজের কাজ করছিলাম। তার সঙ্গে কখনো ফুটবলও খেলিনি। তবে (সে আমার সঙ্গে এমন করলেও) কিছু বলিনি।’
No jodan con el Dibu... pic.twitter.com/RcCB8Tbt9j — TyC Sports (@TyCSports) September 10, 2024
মন্তব্য করুন