স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মেসিভক্তদের জন্য মায়ামির কোচের উপহার

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে মাঠের বাইরে লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির মাঠে ফেরার প্রতীক্ষায় রয়েছে কোটি কোটি ভক্ত। সেই ভক্তদের সুখবর দিলেন তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির কোচ জিরার্দো মার্তিনো। সব কিছু ঠিক থাকলে এ সপ্তাহে মাঠে ফিরবেন মেসি।

গত ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ফোলা পা নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর এখন পর্যন্ত মাঠে ফেরা হয়নি আর্জেন্টাইন মহাতারকার।

দীর্ঘ দুই মাস পর তাকে নিয়ে সুখবর দিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্তিনো। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, পায়ের গোড়ালির চোট থেকে সেরে উঠেছেন মেসি। সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় রোববার (১৫ অক্টোরব) মায়ামির জার্সিতে মাঠে নামতে পারেন তিনি। এর আগেও এ ম্যাচে মেসির ফেরার কথা জানিয়ে ছিলেন মার্তিনো।

ইন্টার মায়ামির কোচ বলেন, ‘হ্যাঁ, মেসি ভালো আছে। সে অনুশীলন করেছে (শুক্রবার)। ম্যাচের পরিকল্পনায় সে আছে। (শনিবার) অনুশীলন শেষে আমরা ঠিক করব, তাকে নিয়ে কোন কৌশলে আমরা এগুবো। তবে এই ম্যাচের জন্য প্রস্তুত।’

মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মেসির দল ইন্টার মায়ামি। এর মধ্যে প্লে-অফও নিশ্চিত করেছে তারা। নিজেদের মাঠে রোববার ভোরে ফিলাডেলফিয়ার বিপক্ষে লড়বে মায়ামি।

এ ম্যাচ দিয়ে মেসির ফেরা নিয়ে মার্তিনো আরও যোগ করে বলেন, ‘বিশ্বসেরা খেলোয়াড়কে দলে ফিরে পাওয়া দারুণ ব্যাপার। আর এই দল এমনিতেই দারুণ ছন্দে আছে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে আমরা আনন্দিত।’

দুই মাসের এই চোটে মায়ামির জার্সিতে ১৩ ম্যাচ খেলা হয়নি মেসির। এমন কী বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার জার্সিতে খেলা হয়নি দুটি ম্যাচ। এ পরিস্থিতিতে মেসির চোট নিয়ে তৈরি হয় নানা শঙ্কা। বিশেষ করে বারবার চোটে পড়ায় তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে।

অবশ্য তার মাঠে ফেরার ঘোষণাটা মেসিভক্তদের জন্য বেশি স্বস্তির। যদিও দীর্ঘদিন চোটে থাকায় এ ম্যাচে কিছুটা অস্বস্তিতে থাকার কথা তার। আর ফিট মেসি আগের মতোই অপ্রতিরোধ্য। তাই ফুটবলপ্রেমীদের প্রত্যাশা বিশ্বকাপজয়ী মহাতারকাকে যেন দীর্ঘদিন মাঠে দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দলের প্রার্থী হয়ে লড়ছেন মামা-ভাগনে

নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে শান্তি ফেরাব : মির্জা ফখরুল

বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ

নির্বাচনে বিএনপিকে দুটি চ্যালেঞ্জ নিতে হচ্ছে : রবিউল আলম

ভোট চাইলেন জামায়াত আমিরের স্ত্রী

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনা নিয়ে নতুন তথ্য

নাগরিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতি ইশরাকের

প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর

আরও ১১ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

১০

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

১১

রবিনের ধানের শীষেই আস্থা সাধারণ ভোটারদের 

১২

হাদি হত্যা / ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ফের রিমান্ডে 

১৩

বেকার সমস্যা সমাধানে বৃহৎ পরিকল্পনা নিয়ে মাঠে বিএনপি : মিন্টু

১৪

ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের

১৫

পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে নতুন পরিকল্পনা উত্তর কোরিয়ার

১৬

‘ঈশ্বরের আশীর্বাদ পাওয়া এক জাদুকর মেসি’

১৭

সোহেল হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

১৮

আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা ৮-এ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

১৯

নিজ দলের প্রার্থীকেই অবাঞ্ছিত ঘোষণা গণঅধিকারের নেতাকর্মীদের

২০
X