স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মোনাকোর কাছে হারের পর নিজের দোষ স্বীকার করলেন বার্সা গোলকিপার 

টের স্টেগেন। ছবি : সংগৃহীত
টের স্টেগেন। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন কাতালানের ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হারের পর তার হতাশা প্রকাশ করেছেন। ২০২৪-২৫ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাত্র ১১ মিনিটের মাথায় বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া লাল কার্ড দেখার পর ম্যাচের গতি নাটকীয়ভাবে মোনাকোর পক্ষে চলে যায়, এবং বার্সেলোনাকে বাকি ৮০ মিনিট দশ জন নিয়ে খেলতে হয়।

‘আমরা সেই পরিস্থিতিতে ভালোভাবে যোগাযোগ করতে পারিনি,’ গার্সিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে টের স্টেগেন বলেন। ‘আমি এরিকের জন্য খারাপ বোধ করছি কারণ এটি তাকে কঠিন অবস্থায় ফেলে দেয়। প্রায় পুরো ম্যাচ একজন কম নিয়ে খেলাটা ছিল বিশাল চ্যালেঞ্জ। এটি এমন কিছু যা ঘটনার কথা নয়, কিন্তু ফুটবলে এমনই হয়। পরাজয়টি আরও বেদনাদায়ক কারণ আমরা দশজন নিয়ে ভালোভাবেই লড়াই করেছি।’

গার্সিয়ার লাল কার্ডের পর বার্সেলোনা ম্যাচজুড়ে ভারসাম্য রক্ষা করতে সংগ্রাম করছিল, তবে টের স্টেগেন দলের প্রতিরোধ ক্ষমতার প্রশংসা করেন। দশজন নিয়েও বার্সা মোনাকোর আক্রমণ মোকাবিলা এবং একটি ইতিবাচক ফলের জন্য লড়াই করছিল। ‘দ্বিতীয়ার্ধে, আমরা অন্তত একটি পয়েন্ট পাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। আমরা জানতাম মোনাকো তাদের বাড়তি খেলোয়াড়ের সুবিধা নিয়ে আরও চাপ দেবে, কিন্তু আমরা জায়গাগুলো বন্ধ করতে কঠোর পরিশ্রম করেছি,’ জার্মান গোলরক্ষক বলেন।

বার্সেলোনার রক্ষণাত্মক প্রচেষ্টা সত্ত্বেও, টের স্টেগেন মোনাকোর দ্বিতীয় গোলটি বিশেষভাবে অন্যায় মনে করেছিলেন। ‘তাদের দ্বিতীয় গোলটি একটি লং বল থেকে আসে এবং ম্যাচের প্রবাহের সঙ্গে তা মানানসই ছিল না। সেই মুহূর্তে এটি অযৌক্তিক ছিল, কারণ আমরা রক্ষণে ভালভাবে মোকাবিলা করছিলাম,’ তিনি যোগ করেন।

টের স্টেগেন অবশ্য বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের সুযোগ সম্পর্কে আশাবাদী, দলের পরবর্তী হোম ম্যাচগুলোর গুরুত্বের দিকে মনোনিবেশ করছেন। ‘আমাদের এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে এবং সামনে তাকাতে হবে। এখন লক্ষ্য হল আমাদের পরবর্তী হোম ম্যাচটি জিতে প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানো।’

মোনাকোতে পরাজয়টি অবশ্য বার্সেলোনার ইউরোপীয় প্রচারের জন্য একটি হতাশাজনক সূচনা ছিল, এবং গ্রুপ পর্যায়ে সামনে কঠিন ম্যাচগুলি থাকায়, দলটির উপর দ্রুত ঘুরে দাঁড়ানোর চাপ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

চট্টগ্রামে প্লাস্টিকের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

১০

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

১১

বিএফইউজে নির্বাহী কমিটির সভা / নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি

১২

সুরাহা না হলে রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে : হাদি

১৩

দরপত্র ছাড়াই কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ বিক্রির অভিযোগ

১৪

ফ্লোটিলার জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু

১৫

ভারতকে ট্রফি না দেওয়ায় জাতীয় সম্মাননা পাচ্ছেন মহসিন নকভি

১৬

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

১৭

মা ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি

১৮

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর কারাগারে

১৯

জামায়াত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় : শফিকুর রহমান

২০
X