স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মোনাকোর কাছে হারের পর নিজের দোষ স্বীকার করলেন বার্সা গোলকিপার 

টের স্টেগেন। ছবি : সংগৃহীত
টের স্টেগেন। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন কাতালানের ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হারের পর তার হতাশা প্রকাশ করেছেন। ২০২৪-২৫ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাত্র ১১ মিনিটের মাথায় বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া লাল কার্ড দেখার পর ম্যাচের গতি নাটকীয়ভাবে মোনাকোর পক্ষে চলে যায়, এবং বার্সেলোনাকে বাকি ৮০ মিনিট দশ জন নিয়ে খেলতে হয়।

‘আমরা সেই পরিস্থিতিতে ভালোভাবে যোগাযোগ করতে পারিনি,’ গার্সিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে টের স্টেগেন বলেন। ‘আমি এরিকের জন্য খারাপ বোধ করছি কারণ এটি তাকে কঠিন অবস্থায় ফেলে দেয়। প্রায় পুরো ম্যাচ একজন কম নিয়ে খেলাটা ছিল বিশাল চ্যালেঞ্জ। এটি এমন কিছু যা ঘটনার কথা নয়, কিন্তু ফুটবলে এমনই হয়। পরাজয়টি আরও বেদনাদায়ক কারণ আমরা দশজন নিয়ে ভালোভাবেই লড়াই করেছি।’

গার্সিয়ার লাল কার্ডের পর বার্সেলোনা ম্যাচজুড়ে ভারসাম্য রক্ষা করতে সংগ্রাম করছিল, তবে টের স্টেগেন দলের প্রতিরোধ ক্ষমতার প্রশংসা করেন। দশজন নিয়েও বার্সা মোনাকোর আক্রমণ মোকাবিলা এবং একটি ইতিবাচক ফলের জন্য লড়াই করছিল। ‘দ্বিতীয়ার্ধে, আমরা অন্তত একটি পয়েন্ট পাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। আমরা জানতাম মোনাকো তাদের বাড়তি খেলোয়াড়ের সুবিধা নিয়ে আরও চাপ দেবে, কিন্তু আমরা জায়গাগুলো বন্ধ করতে কঠোর পরিশ্রম করেছি,’ জার্মান গোলরক্ষক বলেন।

বার্সেলোনার রক্ষণাত্মক প্রচেষ্টা সত্ত্বেও, টের স্টেগেন মোনাকোর দ্বিতীয় গোলটি বিশেষভাবে অন্যায় মনে করেছিলেন। ‘তাদের দ্বিতীয় গোলটি একটি লং বল থেকে আসে এবং ম্যাচের প্রবাহের সঙ্গে তা মানানসই ছিল না। সেই মুহূর্তে এটি অযৌক্তিক ছিল, কারণ আমরা রক্ষণে ভালভাবে মোকাবিলা করছিলাম,’ তিনি যোগ করেন।

টের স্টেগেন অবশ্য বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের সুযোগ সম্পর্কে আশাবাদী, দলের পরবর্তী হোম ম্যাচগুলোর গুরুত্বের দিকে মনোনিবেশ করছেন। ‘আমাদের এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে এবং সামনে তাকাতে হবে। এখন লক্ষ্য হল আমাদের পরবর্তী হোম ম্যাচটি জিতে প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানো।’

মোনাকোতে পরাজয়টি অবশ্য বার্সেলোনার ইউরোপীয় প্রচারের জন্য একটি হতাশাজনক সূচনা ছিল, এবং গ্রুপ পর্যায়ে সামনে কঠিন ম্যাচগুলি থাকায়, দলটির উপর দ্রুত ঘুরে দাঁড়ানোর চাপ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দিনেই ২ ডিগ্রি কমলো নওগাঁর তাপমাত্রা

হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি টার্গেট করবে ইরান

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত রোববার

সঞ্চয়পত্রে মুনাফা কমলো

হাদি হত্যার বিচার দাবিতে আজ ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ফেনীতে ৬ দিনেও মেলেনি সূর্যের দেখা

তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা কত

বিপিএল ইতিহাসে এমন ঘটনা আগে দেখা যায়নি

আই ওয়াজ রিয়েলি শকড, হঠাৎ কেন এই কথা মাহমুদউল্লাহর

১০

প্রতিদিন গোসল করা কি সত্যিই জরুরি

১১

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৬-৪ ডিগ্রিতে

১২

প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময়ই ভূমিকম্প

১৩

ত্রয়োদশ সংসদ নির্বাচন / ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই আজ

১৪

মধ্যরাতে ঝরল ২ প্রাণ

১৫

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল

১৭

এনসিপির যে ১০ কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১৮

জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

২০
X