স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরির ১২ ঘণ্টা পরেই কার্ভাহালের সঙ্গে রিয়ালের ‍চুক্তি নবায়ন

দানি কার্ভাহাল। ছবি : সংগৃহীত
দানি কার্ভাহাল। ছবি : সংগৃহীত

শনিবার (৫ অক্টোবর) রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে সেই জয় আসে বেশ কড়া মূল্যের মধ্য দিয়ে। ২-০ গোলের জয়ের ম্যাচে ইনজুরিতে পড়ে প্রায় ১০ মাসের জন্য ছিটকে গেছেন রিয়াল অধিনায়ক দানি কার্ভাহাল। তবে ইনজুরিতে পড়া অধিনায়ককে নিয়ে এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদ তাদের দীর্ঘদিনের সেবক দানি কার্ভাহালের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে, যদিও এই সিদ্ধান্তের মাত্র ১২ ঘণ্টা আগেই কার্ভাহাল এসিএল (অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট) ইনজুরির শিকার হন।

শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-০ ব্যবধানে জয়ী ম্যাচে কার্ভাহাল গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়েন। কিন্তু রিয়াল মাদ্রিদ সেই ইনজুরির ধাক্কা সামলেও দ্রুততার সঙ্গে তার চুক্তি নবায়নের ঘোষণা দেয়। স্প্যানিশ ডিফেন্ডারের আগের চুক্তি ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও, মাদ্রিদ সিদ্ধান্ত নিয়েছে তাকে আরও এক বছর ধরে রাখার।

ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করছে, দানি কার্ভাহালের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে, যা তাকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ক্লাবে ধরে রাখবে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাকে আবার মাঠে দেখার জন্য অপেক্ষা করছি।’

২০১৩ সালে প্রথম দলে অভিষেক হওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের হয়ে ৪২৭টি ম্যাচে খেলা কার্ভাহাল ক্লাবের সাফল্যমণ্ডিত যুগের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি রিয়ালে ২৬টি শিরোপা জিতেছে, যার মধ্যে রয়েছে একাধিক লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ক্লাবের প্রতি তার অবদানকে সম্মান জানিয়ে মাদ্রিদ ইনজুরির সময়েও তার সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

কার্ভাহাল নিজেই জানিয়েছেন যে, ইনজুরির কারণে তার অস্ত্রোপচার করতে হবে এবং তিনি কয়েক মাসের মধ্যেই মাঠে ফেরার আশায় আছেন। তবে তার নির্দিষ্ট ফেরার সময় এখনও নিশ্চিত নয়। রিয়াল মাদ্রিদ আশা করছে, এই দুঃসময়ে কার্ভাহালের পাশে থেকে তাকে দ্রুত সুস্থ করে তুলতে পারবে এবং মাঠে তার অভাব পূরণ করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

৩৫ বছর পর আজ চাকসুর ভোট

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারলেন না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

১০

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

১১

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

১২

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৩

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১৪

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১৫

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১৬

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৭

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৮

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৯

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

২০
X