স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরির ১২ ঘণ্টা পরেই কার্ভাহালের সঙ্গে রিয়ালের ‍চুক্তি নবায়ন

দানি কার্ভাহাল। ছবি : সংগৃহীত
দানি কার্ভাহাল। ছবি : সংগৃহীত

শনিবার (৫ অক্টোবর) রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে সেই জয় আসে বেশ কড়া মূল্যের মধ্য দিয়ে। ২-০ গোলের জয়ের ম্যাচে ইনজুরিতে পড়ে প্রায় ১০ মাসের জন্য ছিটকে গেছেন রিয়াল অধিনায়ক দানি কার্ভাহাল। তবে ইনজুরিতে পড়া অধিনায়ককে নিয়ে এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদ তাদের দীর্ঘদিনের সেবক দানি কার্ভাহালের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে, যদিও এই সিদ্ধান্তের মাত্র ১২ ঘণ্টা আগেই কার্ভাহাল এসিএল (অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট) ইনজুরির শিকার হন।

শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-০ ব্যবধানে জয়ী ম্যাচে কার্ভাহাল গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়েন। কিন্তু রিয়াল মাদ্রিদ সেই ইনজুরির ধাক্কা সামলেও দ্রুততার সঙ্গে তার চুক্তি নবায়নের ঘোষণা দেয়। স্প্যানিশ ডিফেন্ডারের আগের চুক্তি ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও, মাদ্রিদ সিদ্ধান্ত নিয়েছে তাকে আরও এক বছর ধরে রাখার।

ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করছে, দানি কার্ভাহালের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে, যা তাকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ক্লাবে ধরে রাখবে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাকে আবার মাঠে দেখার জন্য অপেক্ষা করছি।’

২০১৩ সালে প্রথম দলে অভিষেক হওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের হয়ে ৪২৭টি ম্যাচে খেলা কার্ভাহাল ক্লাবের সাফল্যমণ্ডিত যুগের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি রিয়ালে ২৬টি শিরোপা জিতেছে, যার মধ্যে রয়েছে একাধিক লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ক্লাবের প্রতি তার অবদানকে সম্মান জানিয়ে মাদ্রিদ ইনজুরির সময়েও তার সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

কার্ভাহাল নিজেই জানিয়েছেন যে, ইনজুরির কারণে তার অস্ত্রোপচার করতে হবে এবং তিনি কয়েক মাসের মধ্যেই মাঠে ফেরার আশায় আছেন। তবে তার নির্দিষ্ট ফেরার সময় এখনও নিশ্চিত নয়। রিয়াল মাদ্রিদ আশা করছে, এই দুঃসময়ে কার্ভাহালের পাশে থেকে তাকে দ্রুত সুস্থ করে তুলতে পারবে এবং মাঠে তার অভাব পূরণ করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল কখন লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

ট্রাক্টর উল্টে একই পরিবারের ৩ নারী নিহত

প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল ২ কোটি টাকার স্বর্ণ

পুকুরে ভাসছিল গলা ও পা বাঁধা বৃদ্ধার মরদেহ

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

ইউআইইউর শিক্ষকের বাংলাদেশ ব্যাংক’র সেমিনারে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন

দম্পতির সিগারেট খাওয়ার ছবি ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদাবাজি

বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর প্রস্তুতি

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলা

১০

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক 

১১

শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক ও দপ্তরি

১২

সিল্কি, শাইনি আর হেলদি চুল পেতে ঘরোয়া টিপস

১৩

আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

১৪

বিশ্বকাপ ড্রয়ের আগে যে বার্তা দিলেন মেসি

১৫

আজ সারা দেশ কাঁদছে, মাদ্রাসার এতিম শিশুরাও দোয়া করছে : রিজভী 

১৬

নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি

১৭

বিপিএলে পাকিস্তানি তারকাদের উপস্থিতি নিয়ে শঙ্কা

১৮

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাই

২০
X