স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৮:২৯ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মায়ামিতে যে জিনিসটি সবচেয়ে বেশি ভালো লেগেছে মেসিপত্নীর

মেসি ও তার স্ত্রী আন্তোনেল্লা। ছবি : সংগৃহীত
মেসি ও তার স্ত্রী আন্তোনেল্লা। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফুটবলার লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোক্কুজ্জো সম্প্রতি প্রকাশ করেছেন, ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে তাদের জীবনের সবচেয়ে বড় চমকটি কী ছিল? ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মেসি সাহসী সিদ্ধান্ত নিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) খেলার জন্য যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং ইন্টার মায়ামিতে যোগ দেন।

মেসি ইউরোপীয় ফুটবল ছেড়ে ২০২৩ সালের গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে এমএলএসে যোগ দেন। মায়ামিতে আসার পর থেকেই তিনি মাঠে এবং মাঠের বাইরে অসাধারণ প্রভাব ফেলেছেন। ইতোমধ্যে তিনি ইন্টার মায়ামির হয়ে দুটি ট্রফি জিতেছেন– লিগস কাপ এবং সাপোর্টার্স শিল্ড। এখন তার লক্ষ্য এমএলএস কাপ জয়।

সম্প্রতি মেসিপত্নী আন্তোনেলা হাউট লিভিংকে জানিয়েছেন, মায়ামিতে আসার পর সবচেয়ে বড় চমক ছিল তাদের উষ্ণ অভ্যর্থনা। তিনি বলেন, ‘মায়ামির সবচেয়ে ভালো যে জিনিসটি আমার পছন্দ, তা হলো এখানকার আবহাওয়া, মানুষ এবং প্রাকৃতিক দৃশ্য। সবকিছুই মনে হয় যেন আপনি একটি চিরন্তন গ্রীষ্মের মধ্যে বাস করছেন।’

‘আমাদের সবচেয়ে বড় চমক ছিল যখন আমরা মায়ামিতে আসলাম, আমরা যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি, তা প্রত্যাশার চেয়েও বেশি ছিল। সত্যিই খুব সহজ ছিল মানিয়ে নেওয়া এবং আমরা সবাই এ নিয়ে খুশি। আমাদের মূল উদ্বেগ ছিল বাচ্চারা নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে কি না, কিন্তু প্রথম দিন থেকেই তারা খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে।’

মেসি যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার পর থেকেই তিনি দ্রুত তার পরিবার নিয়ে মায়ামির পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছেন। এর আগে বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়ার অভিজ্ঞতা তাদের জন্য বেশ জটিল ছিল, কিন্তু মায়ামিতে জীবনযাপন তাদের জন্য অনেক সহজ হয়েছে।

মেসিও মায়ামি সম্পর্কে নিজের অভিব্যক্তি জানিয়েছিলেন, ‘আমি এখানে ফুটবল খেলতে এবং উপভোগ করতে এসেছি, কারণ এটি আমার জীবনের ভালোবাসা এবং আমি এই স্থানটি বেছে নিয়েছি কারণ এটি আমার এবং আমার পরিবারের জন্য সহজ হয়েছে।’

ডেভিড বেকহ্যাম, যিনি ইন্টার মিয়ামির সহ-মালিক, এই খবর শুনে খুবই খুশি যে মেসি এবং তার পরিবার মায়ামিতে খুশি। তিনি মেসিকে দলে আনতে অনেক পরিশ্রম করেছেন এবং এখন আশা করছেন যে, মেসি তার চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়াবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার জীবনে সালমান একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল: এলি আভরাম

মধ্যরাতে হঠাৎ মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার

ঘুম থেকে উঠে যে ৫ খাবার খেলেই বিপদ

সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ

এসিআই মোটরসে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

এক দিনে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, বইছে ঠান্ডা বাতাস

আজ কোথায় কোন কর্মসূচি

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ল সমুদ্রপাড়ের রিসোর্টে, ভিডিও ভাইরাল

ইতিহাসে আজকের এই দিনের স্মরণীয় ঘটনা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১০

১৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১১

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ, বাজারদর জেনে নিন

১২

গাজায় হামাসের বন্দুকধারীদের টহল

১৩

আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা ৩১ দফাতেই রয়েছে : কফিল উদ্দিন 

১৪

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

১৫

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

১৬

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

১৭

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

১৯

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

২০
X