স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দুর্দান্ত হ্যাটট্রিকে আবেগাপ্লুত মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলে আর্জেন্টিনার বিশাল জয়ের ম্যাচে তিনটি গোল এবং দুইটি অ্যাসিস্ট করে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। বুধবার (১৬ অক্টোবর) মনুমেন্টাল স্টেডিয়ামে এই দুর্দান্ত পারফরম্যান্সের পর মেসি জানালেন, আর্জেন্টিনার মানুষের ভালোবাসা তাকে কতটা প্রেরণা দেয় এবং তিনি যতদিন ফিট থাকবেন, ততদিন দলের নেতৃত্ব দেবেন বলে ইঙ্গিত দিলেন।

মেসি বলেন, ‘এখানে এসে মানুষের ভালোবাসা পাওয়া, যখন তারা আমার নাম চিৎকার করে—এটা সত্যিই অসাধারণ। আমরা অনেক বছর ধরে যা উপভোগ করছি এবং মানুষের সঙ্গে আমাদের যে সম্পর্ক গড়ে উঠেছে, তা সত্যিই অসাধারণ। আর্জেন্টিনায় খেলতে আমরা সবাই ভালোবাসি এবং আজকের জয়ে আমরা সবাই খুশি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি ভবিষ্যতের কোনো সময়সীমা ঠিক করিনি। আমি শুধু এই মুহূর্তগুলো উপভোগ করতে চাই। আমি জানি এগুলো আমার শেষ কয়েকটি ম্যাচ হতে পারে। এখন আমার মৌসুম শেষ করতে হবে এবং আগামী বছর নতুন করে প্রস্তুতি নিতে হবে। গত বছর ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাইনি, ক্লাবের প্রয়োজনের কারণে অনেক ভ্রমণ করতে হয়েছিল। তাই আমি নিজের যত্ন নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কখনও কখনও সেটা আরও খারাপ হয়ে যায়।’

মেসি তার বক্তব্যে বলেন, ‘আমি এখন যা করছি তা আমাকে প্রেরণা জোগায়—এই মুহূর্তগুলো উপভোগ করা, যেখানে আমি খুশি এবং আমার সতীর্থদের সঙ্গে সময় কাটানো। আমার বয়স যতই হোক না কেন, যখন আমি এখানে থাকি তখন নিজেকে ছোট বাচ্চার মতো মনে হয়, কারণ আমি এখানে অনেক আনন্দ পাই। যতদিন ভালো অনুভব করব এবং দলের জন্য অবদান রাখতে পারব, ততদিন খেলা চালিয়ে যাব।’

মেসি আর্জেন্টিনা দলের তরুণ খেলোয়াড়দের প্রশংসা করতে কখনও ভুল করেননি। তিনি উল্লেখ করেন, ‘জাতীয় দল দীর্ঘদিন ধরে এইভাবে খেলছে। আমাদের অনেক খেলোয়াড় আছে যারা দুর্দান্ত খেলছে এবং প্রতিভাবান। দুর্ভাগ্যবশত (ভ্যালেন্টিন) কার্বোনি চোট পেয়েছে এবং আমাদের সাথে তার শুরুটা ভালো ছিল। আজ নিকো পাজ তার অভিষেক করেছে। ওর অনেক গুণ আছে, ও খুবই প্রতিভাবান এবং খেলার সঙ্গে দারুণভাবে মানিয়ে নিচ্ছে।’

নিকো পাজ সম্পর্কে মেসি মজার ছলে বলেন, ‘আমি যখন খেলা শুরু করেছি, তখন তার জন্মই হয়নি! এটা সত্যিই পাগলাটে। তবে ওর বয়স যাই হোক না কেন, ওর মাথা অনেক পরিণত এবং দারুণ প্রতিভা। আশা করি সে আরও ভালো করবে এবং আমরা তাকে সাহায্য করতে পারব।’

২০০৯ সালে লা পাজে আর্জেন্টিনার বিপক্ষে ৬-১ গোলে বলিভিয়ার জয়ের কথা উল্লেখ করলে মেসি বলেন, ‘এটা অনেক আগের কথা, আমাদের জন্য কঠিন সময় ছিল এবং ফলাফলও কঠিন ছিল। তবে আমরা সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। সেই সময়টা কঠিন ছিল, কিন্তু আমরা তা মোকাবিলা করতে পেরেছিলাম।’

এই জয়ে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারও প্রমাণ করল কেন তারা বিশ্ব ফুটবলে অন্যতম সেরা দল, আর মেসি নিজে তার অসাধারণ দক্ষতা এবং দলের প্রতি ভালোবাসার মাধ্যমে ফুটবলপ্রেমীদের মন জয় করে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় জনপ্রিয় গায়কের কারাদণ্ড

বিদ্যুৎ বিলের কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা, অতঃপর...

নালায় পড়ে শিশুর মৃত্যু, পরিবারকে দুষল তদন্ত কমিটি

বিশ্বরেকর্ড, এক ব্যাগ বিক্রি হলো ১০ মিলিয়ন ডলারে

শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

পাকিস্তানে অপহরণের পর ৯ বাসযাত্রীকে গুলি করে হত্যা

সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়েও দেশসেরা শামীমা 

ডেঙ্গু আক্রান্ত আরও ১৩৮ জন হাসপাতালে ভর্তি

মাহাথিরের শততম জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

কেইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

১০

পরমাণু আলোচনায় ফিরতে যে সব শর্ত দিল ইরান

১১

মা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের কারাদণ্ড

১২

১৬ জুলাই সরকারি ছুটি থাকবে কি?

১৩

আরও ১০ দিন ভারি বর্ষণের পূর্বাভাস 

১৪

‘তুমি আমার ভালোবাসা নিয়ে গেছ রেজওয়ান’ লিখে বেরোবি ছাত্রীর আত্মহত্যা

১৫

আ.লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল

১৬

অধ্যাপক আবুল বারকাত কারাগারে

১৭

শতভাগ পাসের সাফল্যে দারুস সুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসা

১৮

এরদোয়ানের বিরাট সাফল্য, কুর্দিস্থানের যোদ্ধাদের নতুন অধ্যায়ের সূচনা

১৯

একে স্কুল অ্যান্ড কলেজে ৯৪ শতাংশ পাস

২০
X