স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দুর্দান্ত হ্যাটট্রিকে আবেগাপ্লুত মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলে আর্জেন্টিনার বিশাল জয়ের ম্যাচে তিনটি গোল এবং দুইটি অ্যাসিস্ট করে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। বুধবার (১৬ অক্টোবর) মনুমেন্টাল স্টেডিয়ামে এই দুর্দান্ত পারফরম্যান্সের পর মেসি জানালেন, আর্জেন্টিনার মানুষের ভালোবাসা তাকে কতটা প্রেরণা দেয় এবং তিনি যতদিন ফিট থাকবেন, ততদিন দলের নেতৃত্ব দেবেন বলে ইঙ্গিত দিলেন।

মেসি বলেন, ‘এখানে এসে মানুষের ভালোবাসা পাওয়া, যখন তারা আমার নাম চিৎকার করে—এটা সত্যিই অসাধারণ। আমরা অনেক বছর ধরে যা উপভোগ করছি এবং মানুষের সঙ্গে আমাদের যে সম্পর্ক গড়ে উঠেছে, তা সত্যিই অসাধারণ। আর্জেন্টিনায় খেলতে আমরা সবাই ভালোবাসি এবং আজকের জয়ে আমরা সবাই খুশি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি ভবিষ্যতের কোনো সময়সীমা ঠিক করিনি। আমি শুধু এই মুহূর্তগুলো উপভোগ করতে চাই। আমি জানি এগুলো আমার শেষ কয়েকটি ম্যাচ হতে পারে। এখন আমার মৌসুম শেষ করতে হবে এবং আগামী বছর নতুন করে প্রস্তুতি নিতে হবে। গত বছর ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাইনি, ক্লাবের প্রয়োজনের কারণে অনেক ভ্রমণ করতে হয়েছিল। তাই আমি নিজের যত্ন নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কখনও কখনও সেটা আরও খারাপ হয়ে যায়।’

মেসি তার বক্তব্যে বলেন, ‘আমি এখন যা করছি তা আমাকে প্রেরণা জোগায়—এই মুহূর্তগুলো উপভোগ করা, যেখানে আমি খুশি এবং আমার সতীর্থদের সঙ্গে সময় কাটানো। আমার বয়স যতই হোক না কেন, যখন আমি এখানে থাকি তখন নিজেকে ছোট বাচ্চার মতো মনে হয়, কারণ আমি এখানে অনেক আনন্দ পাই। যতদিন ভালো অনুভব করব এবং দলের জন্য অবদান রাখতে পারব, ততদিন খেলা চালিয়ে যাব।’

মেসি আর্জেন্টিনা দলের তরুণ খেলোয়াড়দের প্রশংসা করতে কখনও ভুল করেননি। তিনি উল্লেখ করেন, ‘জাতীয় দল দীর্ঘদিন ধরে এইভাবে খেলছে। আমাদের অনেক খেলোয়াড় আছে যারা দুর্দান্ত খেলছে এবং প্রতিভাবান। দুর্ভাগ্যবশত (ভ্যালেন্টিন) কার্বোনি চোট পেয়েছে এবং আমাদের সাথে তার শুরুটা ভালো ছিল। আজ নিকো পাজ তার অভিষেক করেছে। ওর অনেক গুণ আছে, ও খুবই প্রতিভাবান এবং খেলার সঙ্গে দারুণভাবে মানিয়ে নিচ্ছে।’

নিকো পাজ সম্পর্কে মেসি মজার ছলে বলেন, ‘আমি যখন খেলা শুরু করেছি, তখন তার জন্মই হয়নি! এটা সত্যিই পাগলাটে। তবে ওর বয়স যাই হোক না কেন, ওর মাথা অনেক পরিণত এবং দারুণ প্রতিভা। আশা করি সে আরও ভালো করবে এবং আমরা তাকে সাহায্য করতে পারব।’

২০০৯ সালে লা পাজে আর্জেন্টিনার বিপক্ষে ৬-১ গোলে বলিভিয়ার জয়ের কথা উল্লেখ করলে মেসি বলেন, ‘এটা অনেক আগের কথা, আমাদের জন্য কঠিন সময় ছিল এবং ফলাফলও কঠিন ছিল। তবে আমরা সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। সেই সময়টা কঠিন ছিল, কিন্তু আমরা তা মোকাবিলা করতে পেরেছিলাম।’

এই জয়ে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারও প্রমাণ করল কেন তারা বিশ্ব ফুটবলে অন্যতম সেরা দল, আর মেসি নিজে তার অসাধারণ দক্ষতা এবং দলের প্রতি ভালোবাসার মাধ্যমে ফুটবলপ্রেমীদের মন জয় করে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে তিনশ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

১০

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

১১

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১২

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৩

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

১৪

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৫

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

১৬

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

১৭

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

১৮

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

১৯

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

২০
X