স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক সতীর্থই মেসির কোচ হচ্ছেন

মাশচেরানো ও মেসি। ছবি : সংগৃহীত
মাশচেরানো ও মেসি। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দল এবং বার্সেলোনায় লিওনেল মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাশচেরানোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ইন্টার মায়ামি।

ইন্টার মায়ামির কোচ হিসেবে টাটা মার্টিনো তার পদ থেকে সরে দাঁড়ানোর পরপরই মাশচেরানোর নাম শোনা যাচ্ছে। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে প্যারিস অলিম্পিক ২০২৪-এ নেতৃত্ব দেওয়ার পর এটি মাশচেরানোর প্রথম বড় ক্লাব পর্যায়ের চাকরি হতে চলেছে।

সার্জিও লুইস মার্লো প্রথম এই খবর প্রকাশ করেন যে, মাশচেরানো মায়ামির নতুন কোচ হতে চলেছেন। পরে ইএসপিএন নিশ্চিত করে, দুই পক্ষের মধ্যে চুক্তি প্রক্রিয়া চলছে। যদিও ইন্টার মায়ামি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ইতালিয়ান বিখ্যাত জার্নালিস্ট ফ্যাব্রিজিও রোমানো এরপর জানিয়েছেন মেজর লিগ সকারের ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছেন আর্জেন্টাইন সাবেক ডিফেন্ডার। আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্টিনো দায়িত্ব ছাড়ায় শূন্য ছিল ইন্টার মায়ামির প্রধান কোচের পদ। বার্সেলোনায় মার্টিনোর অধীনে খেলেছেন মেসি ও মাশচেরানো। সাবেক এ সতীর্থের অধীনেই এবার ইন্টার মায়ামিতে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। ২০২১ সালের ডিসেম্বরে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ নিযুক্ত হয়েছিলেন মাশচেরানো। এ কোচের অধীনেই প্যারিস অলিম্পিক খেলেছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা।

টাটা মার্টিনো ইন্টার মায়ামি থেকে সরে দাঁড়ান ২০২৪ এমএলএস প্লে-অফে বড় পরাজয়ের পর। রেকর্ড পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জয়ের পরও, দলটি আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নেয়।

অন্যদিকে, প্যারিস অলিম্পিকে মাশচেরানো আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে কোয়ার্টার ফাইনালে তুললেও, সেখানে তারা ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে যায়। এ পারফরম্যান্সের জন্য তাকে ব্যাপক সমালোচনা সহ্য করতে হয়।

মায়ামির মালিক জর্জে মাস জানিয়েছেন, নতুন কোচ নির্বাচনের ক্ষেত্রে মেসির মতামত নেওয়া হয়েছে। মেসি দলের উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু সুপারিশ দিয়েছেন। যদিও মাশচেরানোকে নিয়োগের বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করা হয়নি, তবে মেসির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এই নিয়োগের সম্ভাবনাকে বাড়িয়েছে।

মায়ামির মালিকপক্ষ জানিয়েছে, কোচের নাম শিগগিরই ঘোষণা করা হবে। যদি মাশচেরানোকে নিয়োগ দেওয়া হয়, তবে তার প্রথম চ্যালেঞ্জ হবে দলকে এমএলএস কাপ জয়ের দিকে নিয়ে যাওয়া এবং লিওনেল মেসি, সার্জিও বুসকেটসের মতো তারকাদের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করা।

সাবেক এ ডিফেন্ডার খেলোয়াড়ি ক্যারিয়ার শুরু করেছিলেন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট দিয়ে। পরবর্তীতে নাম লেখান ব্রাজিলের ক্লাব কারিন্থিয়াসে। ওয়েস্টহ্যাম ইউনাইটেড দিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ারের ইংলিশ অধ্যায়। সেখান থেকে নাম লেখান লিভারপুলে। পরে যোগদেন বার্সেলোনায়। খেলোয়াড়ি ক্যারিয়ারের উজ্জ্বল অধ্যায় ছিল কাতালান ক্লাবটি। স্বদেশি ক্লাব এস্তোদিয়ান্তেস দিয়ে ২০২০ সালে খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করেন মাঝমাঠ এবং রক্ষণভাগে খেলার দক্ষতাসম্পন্ন মাশচেরানো। বর্ণিল ক্যারিয়ারে ২০১১ সালে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনার হয়ে ঢাকায় এসেছিলেন সাবেক এ ফুটবলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির মালিককে থাপ্পড় দিয়ে ডাকাত — ‘ঘরে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’

হাঁসের মাংস থেকে দূরে থাকবেন যারা

ধানমন্ডি ৩২ নম্বরে এসে যুবকের ভিডিও কল, আ.লীগ সন্দেহে গণপিটুনি

আগস্টের প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৮ কোটি ৮০ লাখ ডলার 

জন্মাষ্টমীর শোভাযাত্রা : চট্টগ্রামে যেসব সড়কে চলতে মানা

টেকসই শান্তি প্রতিষ্ঠায় কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিলউদ্দিনের

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীরনগরে নতুন মোড়কে ফিরছে ‘পোষ্য কোটা’

‘যারা স্বাধীন দেশ চায়নি, তাদের এখন বড় গলা’

পাথর লুটের পর ঘুম ভাঙল সবার, এখন পর্যন্ত উদ্ধার কত

১০

রূপায়ণ সিটি উত্তরা-বায়োজিন কসমেসিউটিক্যালের মধ্যে সমঝোতা স্বাক্ষর

১১

অঝোরে কাঁদলেন শহীদ সাগরের বাবা

১২

ভয়ংকর আসামিদের পুলিশ আটক করে, বিচারকরা জামিন দিয়ে দেন : আবু হানিফ 

১৩

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষকের শাস্তির দাবি

১৪

শিক্ষকের সঙ্গে গোসলে নেমে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

১৫

জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা শনিবার, সনাতনীদের ১০ দফা দাবি

১৬

সিলেটে চার লেন মহাসড়ক প্রকল্প বন্ধে সেলিম উদ্দিনের উদ্বেগ

১৭

গোপন বৈঠক / প্রধান আসামির দায় স্বীকার, রিমান্ডে আরও দুই ছাত্রলীগ নেতা

১৮

সাঈদীর স্মরণে লেখা আজহারীর ফেসবুক পোস্ট ‘ভাইরাল’

১৯

গোলাম আবু জাকারিয়ার ‘হ্যারল্ড জনস মেডেল’ অর্জন

২০
X