স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক সতীর্থই মেসির কোচ হচ্ছেন

মাশচেরানো ও মেসি। ছবি : সংগৃহীত
মাশচেরানো ও মেসি। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দল এবং বার্সেলোনায় লিওনেল মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাশচেরানোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ইন্টার মায়ামি।

ইন্টার মায়ামির কোচ হিসেবে টাটা মার্টিনো তার পদ থেকে সরে দাঁড়ানোর পরপরই মাশচেরানোর নাম শোনা যাচ্ছে। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে প্যারিস অলিম্পিক ২০২৪-এ নেতৃত্ব দেওয়ার পর এটি মাশচেরানোর প্রথম বড় ক্লাব পর্যায়ের চাকরি হতে চলেছে।

সার্জিও লুইস মার্লো প্রথম এই খবর প্রকাশ করেন যে, মাশচেরানো মায়ামির নতুন কোচ হতে চলেছেন। পরে ইএসপিএন নিশ্চিত করে, দুই পক্ষের মধ্যে চুক্তি প্রক্রিয়া চলছে। যদিও ইন্টার মায়ামি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ইতালিয়ান বিখ্যাত জার্নালিস্ট ফ্যাব্রিজিও রোমানো এরপর জানিয়েছেন মেজর লিগ সকারের ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছেন আর্জেন্টাইন সাবেক ডিফেন্ডার। আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্টিনো দায়িত্ব ছাড়ায় শূন্য ছিল ইন্টার মায়ামির প্রধান কোচের পদ। বার্সেলোনায় মার্টিনোর অধীনে খেলেছেন মেসি ও মাশচেরানো। সাবেক এ সতীর্থের অধীনেই এবার ইন্টার মায়ামিতে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। ২০২১ সালের ডিসেম্বরে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ নিযুক্ত হয়েছিলেন মাশচেরানো। এ কোচের অধীনেই প্যারিস অলিম্পিক খেলেছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা।

টাটা মার্টিনো ইন্টার মায়ামি থেকে সরে দাঁড়ান ২০২৪ এমএলএস প্লে-অফে বড় পরাজয়ের পর। রেকর্ড পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জয়ের পরও, দলটি আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নেয়।

অন্যদিকে, প্যারিস অলিম্পিকে মাশচেরানো আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে কোয়ার্টার ফাইনালে তুললেও, সেখানে তারা ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে যায়। এ পারফরম্যান্সের জন্য তাকে ব্যাপক সমালোচনা সহ্য করতে হয়।

মায়ামির মালিক জর্জে মাস জানিয়েছেন, নতুন কোচ নির্বাচনের ক্ষেত্রে মেসির মতামত নেওয়া হয়েছে। মেসি দলের উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু সুপারিশ দিয়েছেন। যদিও মাশচেরানোকে নিয়োগের বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করা হয়নি, তবে মেসির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এই নিয়োগের সম্ভাবনাকে বাড়িয়েছে।

মায়ামির মালিকপক্ষ জানিয়েছে, কোচের নাম শিগগিরই ঘোষণা করা হবে। যদি মাশচেরানোকে নিয়োগ দেওয়া হয়, তবে তার প্রথম চ্যালেঞ্জ হবে দলকে এমএলএস কাপ জয়ের দিকে নিয়ে যাওয়া এবং লিওনেল মেসি, সার্জিও বুসকেটসের মতো তারকাদের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করা।

সাবেক এ ডিফেন্ডার খেলোয়াড়ি ক্যারিয়ার শুরু করেছিলেন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট দিয়ে। পরবর্তীতে নাম লেখান ব্রাজিলের ক্লাব কারিন্থিয়াসে। ওয়েস্টহ্যাম ইউনাইটেড দিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ারের ইংলিশ অধ্যায়। সেখান থেকে নাম লেখান লিভারপুলে। পরে যোগদেন বার্সেলোনায়। খেলোয়াড়ি ক্যারিয়ারের উজ্জ্বল অধ্যায় ছিল কাতালান ক্লাবটি। স্বদেশি ক্লাব এস্তোদিয়ান্তেস দিয়ে ২০২০ সালে খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করেন মাঝমাঠ এবং রক্ষণভাগে খেলার দক্ষতাসম্পন্ন মাশচেরানো। বর্ণিল ক্যারিয়ারে ২০১১ সালে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনার হয়ে ঢাকায় এসেছিলেন সাবেক এ ফুটবলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

৫ ভারতীয় নাগরিককে অপহরণ

ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের শঙ্কা, সতর্কতা জারি

চলন্ত গাড়িতে গুলি করে এমপিকে হত্যা

মানবিক করিডোর দেশের জন্য অমানবিক হতে পারে : রাশেদ প্রধান

জবি ছাত্রীর আত্মহত্যা, প্রেমিক কারাগারে

মে দিবস / বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা

লর্ডসে হবে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল

রবীন্দ্রনাথের সেই বিরল প্রজাতির ‘উদয়পদ্ম’ ফুটেছে টাঙ্গাইলে

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বিএনপি নেতার

১০

ইতিহাসের ভয়াবহতম বিপদে ইসরায়েল, আন্তর্জাতিক সহায়তার আহ্বান

১১

ইয়ামালকে যে চ্যালেঞ্জ দিলেন ফ্লিক

১২

সবকিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য ছায়ার মতো : শাকিব

১৩

পাকিস্তানে ব্যাপক গোলাগুলি, ৩ পুলিশ নিহত

১৪

বিএনপির শ্রমিক সমাবেশ চলছে

১৫

‘শ্রমিকের ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত সংগ্রাম চলবে’

১৬

নারীর ঘর থেকে পুলিশ সদস্য আটক

১৭

লক্ষ্মীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

১৮

নারীবিষয়ক কমিশনের প্রস্তাব নিয়ে বক্তব্যে জামায়াতে আমিরের দুঃখ প্রকাশ

১৯

পাবিপ্রবির লেকে মাছ ধরার উৎসব, মিলল ২০ কেজির গ্রাস কার্প

২০
X