স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মুসলিম সতীর্থের সম্মানে সমকামী সমর্থনসূচক জ্যাকেট পরেনি ম্যানইউ

নুসাইর মজরাউই। ছবি : সংগৃহীত
নুসাইর মজরাউই। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেড সম্প্রতি সমকামী সম্প্রদায়কে সমর্থন জানাতে একটি বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছিল। তবে দলের মুসলিম ডিফেন্ডার নুসাইর মজরাউই তার ধর্মীয় বিশ্বাসের কারণে এতে অংশ নিতে অসম্মতি জানালে পুরো দল মিলে উদ্যোগটি বাতিল করার সিদ্ধান্ত নেয়।

রোববার (০১ ডিসেম্বর) ওল্ড ট্রাফোর্ডে এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের আগে ইউনাইটেড খেলোয়াড়দের একটি বিশেষ অ্যাডিডাস জ্যাকেট পরার কথা ছিল। তবে মজরাউই ধর্মীয় কারণে এটি পরতে অস্বীকৃতি জানান। বিষয়টি যাতে মজরাউইকে আলাদা করে না দেখায়, সেজন্য ইউনাইটেড ড্রেসিং রুম সিদ্ধান্ত নেয়, কেউই ওই জ্যাকেট পরবে না।

কিন্তু এই সিদ্ধান্তে স্পন্সর অ্যাডিডাসও ঘটনায় "হতাশ" বলে জানায়।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এই সপ্তাহান্তে রেইনবো লেসেস ক্যাম্পেইনের মাধ্যমে লজবিটিকিউ+ সম্প্রদায়ের প্রতি সমর্থন জানায়। এর আগে ইউনাইটেড এমন উদ্যোগে অংশ নিয়ে তাদের কাস্টমাইজড কিট পরেছে। দলের তারকা ব্রুনো ফার্নান্দেজ, জনি ইভানস এবং হ্যারি ম্যাগুইরও এর আগে অন্তর্ভুক্তির বিষয়ে কথা বলেছেন। তবে এবার সতীর্থর প্রতি সম্মান জানিয়ে এমন উদ্যোগ থেকে সরে এল ম্যানইউ।

ইউনাইটেডের লজবিটিকিউ+ ফ্যান গ্রুপ রেইনবো ডেভিলস এক বিবৃতিতে জানায় ‘আমরা এই খেলোয়াড়ের মতামতকে সম্মান করি। তবে তিনি দলকে এমন পরিস্থিতিতে ফেলেছেন, যেখানে অন্যরা তাদের জ্যাকেট পরতে পারেনি। এটি ক্লাবের এমন খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যারা তাদের যৌনতা নিয়ে সংগ্রাম করছেন। আমরা ইউনাইটেডের সঙ্গে কাজ চালিয়ে যাব যেন সবাই নিজেকে ওল্ড ট্রাফোর্ডে নিরাপদ এবং স্বাগত মনে করে।’

ইউনাইটেড এক বিবৃতিতে বলেছে ‘ম্যানচেস্টার ইউনাইটেড সব পটভূমির সমর্থকদের স্বাগত জানায়, যার মধ্যে লজবিটিকিউ+ সম্প্রদায়ের সদস্যরাও রয়েছেন। আমরা বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যা আমরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রকাশ করি। আমরা রেইনবো ডেভিলস সাপোর্টার্স ক্লাব এবং আমাদের লজবিটিকিউ+ ভক্তদের উদযাপন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে একাধিক প্রচারণার মাধ্যমে কাজ করে যাচ্ছি।’

রেইনবো লেসেস ক্যাম্পেইন ইতোমধ্যে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছে। ইপসুইচ টাউনের অধিনায়ক স্যাম মরসি সম্প্রতি ধর্মীয় বিশ্বাসের কারণে রেইনবো আর্মব্যান্ড পরতে অস্বীকৃতি জানিয়েছেন। ক্রিস্টাল প্যালেস অধিনায়ক মার্ক গুইহি তার রেইনবো আর্মব্যান্ডে ‘যিশু আপনাকে ভালোবাসেন’ লেখার জন্য এফএ-এর কাছ থেকে শুনানির অপেক্ষায় রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

১০

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১২

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১৩

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৪

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১৫

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১৬

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৭

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৮

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৯

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

২০
X