স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগে ৫০তম গোলের পরও এমবাপ্পেকে নিয়ে চিন্তায় মাদ্রিদ

ইনজুরিতে পড়েছেন এমবাপ্পে। ছবি : সংগৃহীত
ইনজুরিতে পড়েছেন এমবাপ্পে। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আটালান্টার বিপক্ষে প্রথমার্ধেই দুর্দান্ত এক গোল করে ৫০তম চ্যাম্পিয়নস লিগ গোলের অসাধারণ কীর্তি গড়েন। তবে এরপর তিনি দুঃসংবাদ পান ৩৫তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন এমবাপ্পে।

ম্যাচের সময় কোনো সংঘর্ষ ছাড়াই তার বাঁ ঊরুতে অস্বস্তি অনুভব করেন এমবাপ্পে। যদিও তিনি নিজে হাঁটতে সক্ষম ছিলেন, তবু তাকে বদলি হিসেবে তুলে নেওয়া হয়। তার জায়গায় রদ্রিগো মাঠে নামেন। ক্লাব সূত্রে জানা গেছে, এমবাপ্পে বুধবার বিস্তারিত পরীক্ষার মাধ্যমে তার ইনজুরির অবস্থা নির্ধারণ করবেন।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পের বাঁ ঊরুতে অস্বস্তি ছিল। এটা গুরুতর নয় বলেই মনে হচ্ছে, তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি স্প্রিন্ট নিতে পারছিলেন না, তাই তাকে তুলে নিতে হলো।’

এমবাপ্পের ইনজুরির কারণে ম্যাচের একটি হতাশাজনক দিক থাকলেও, তার প্রথমার্ধের গোলটি ছিল অসাধারণ। ব্রাহিম দিয়াজের কাছ থেকে একটি নিখুঁত পাস পেয়ে, বাম পায়ের নিখুঁত নিয়ন্ত্রণে বল থামিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে দূরের পোস্টে বল পাঠান তিনি। এই গোলটি তাকে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে চতুর্থ দ্রুততম ৫০ গোলের মালিক বানিয়েছে। তিনি এই কীর্তি গড়েছেন মাত্র ৭৯ ম্যাচে।

এ তালিকার শীর্ষে রয়েছেন রুড ভ্যান নিস্টলরয় (৬২ ম্যাচ), লিওনেল মেসি (৬৬ ম্যাচ) এবং রবার্ট লেওয়ানডস্কি (৭৭ ম্যাচ)। এমবাপ্পে এখনও অনেক দূরে থাকলেও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার মুকুট এখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে, যার গোল সংখ্যা ১৪০। তার পরে রয়েছেন লিওনেল মেসি, যিনি করেছেন ১২৯ গোল।

রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহামের গোলের সুবাদে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতেছে।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘এই জয়টি দলের মনোবল বাড়াবে। আমরা ধীরে ধীরে খেলোয়াড়দের ফিরে পাচ্ছি। ভিনি এবং রড্রিগো আজ খেলেছে, ক্যামাভিঙ্গাও ফিরবে। এখন আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের শীর্ষ আটে উঠে যাওয়া। বাকি দুটি ম্যাচ জেতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

রিয়াল মাদ্রিদের এই জয় তাদের লীগ পর্যায়ে তৃতীয় হলেও, তারা এখনো প্লে-অফ অবস্থানে রয়েছে এবং টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার জন্য তাদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের বন্দরে বোমা হামলার ব্যাখ্যা দিল সৌদি আরব

কবরে খেজুর গাছের ডাল বা অন্য গাছের ডাল গেড়ে দেওয়া কি শরিয়তসম্মত?

তুরস্কজুড়ে ব্যাপক অভিযানে গ্রেপ্তার ১২৫

১৭০ টাকার জন্য ভাতিজিকে পিটিয়ে হত্যা

ভারতে বিপুল বিস্ফোরকবোঝাই গাড়ি জব্দ

ডিএনসির বিশেষ অভিযানে অবৈধ মদসহ গ্রেপ্তার ১

খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অঘোষিত বৈঠক

দিপু দাসের মরদেহ গাছে ঝুলানো সেই যুবক গ্রেপ্তার

দেশে এমন জানাজা আগে কেউ দেখেনি 

দিনে-দুপুরে বাড়ির ভেতর ঢুকে পড়ল বাঘ

১০

নতুন বছর সবার আগে বরণ করল যেসব দেশ

১১

আরব আমিরাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি সৌদির

১২

বছরের শুরুতে চাঁদপুরে বই পাচ্ছে না ৪৫ শতাংশ শিক্ষার্থী

১৩

চট্টগ্রামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

১৪

দীপিকার পাশে দাঁড়ালেন কাল্কি কোয়েচলিন

১৫

রাস্তায় ফেলে যাওয়া সেই ২ শিশুর বাবা আটক

১৬

খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার

১৭

নিরাপত্তার প্রশ্নে স্থগিত এ আর রহমানের কনসার্ট

১৮

নিজ হাতে খালেদা জিয়াকে শায়িত করলেন তারেক রহমান

১৯

জানুয়ারির ১ তারিখকেই কেন বছরের প্রথম দিন ধরা হয়, জানলে অবাক হবেন

২০
X