স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগে ৫০তম গোলের পরও এমবাপ্পেকে নিয়ে চিন্তায় মাদ্রিদ

ইনজুরিতে পড়েছেন এমবাপ্পে। ছবি : সংগৃহীত
ইনজুরিতে পড়েছেন এমবাপ্পে। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আটালান্টার বিপক্ষে প্রথমার্ধেই দুর্দান্ত এক গোল করে ৫০তম চ্যাম্পিয়নস লিগ গোলের অসাধারণ কীর্তি গড়েন। তবে এরপর তিনি দুঃসংবাদ পান ৩৫তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন এমবাপ্পে।

ম্যাচের সময় কোনো সংঘর্ষ ছাড়াই তার বাঁ ঊরুতে অস্বস্তি অনুভব করেন এমবাপ্পে। যদিও তিনি নিজে হাঁটতে সক্ষম ছিলেন, তবু তাকে বদলি হিসেবে তুলে নেওয়া হয়। তার জায়গায় রদ্রিগো মাঠে নামেন। ক্লাব সূত্রে জানা গেছে, এমবাপ্পে বুধবার বিস্তারিত পরীক্ষার মাধ্যমে তার ইনজুরির অবস্থা নির্ধারণ করবেন।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পের বাঁ ঊরুতে অস্বস্তি ছিল। এটা গুরুতর নয় বলেই মনে হচ্ছে, তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি স্প্রিন্ট নিতে পারছিলেন না, তাই তাকে তুলে নিতে হলো।’

এমবাপ্পের ইনজুরির কারণে ম্যাচের একটি হতাশাজনক দিক থাকলেও, তার প্রথমার্ধের গোলটি ছিল অসাধারণ। ব্রাহিম দিয়াজের কাছ থেকে একটি নিখুঁত পাস পেয়ে, বাম পায়ের নিখুঁত নিয়ন্ত্রণে বল থামিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে দূরের পোস্টে বল পাঠান তিনি। এই গোলটি তাকে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে চতুর্থ দ্রুততম ৫০ গোলের মালিক বানিয়েছে। তিনি এই কীর্তি গড়েছেন মাত্র ৭৯ ম্যাচে।

এ তালিকার শীর্ষে রয়েছেন রুড ভ্যান নিস্টলরয় (৬২ ম্যাচ), লিওনেল মেসি (৬৬ ম্যাচ) এবং রবার্ট লেওয়ানডস্কি (৭৭ ম্যাচ)। এমবাপ্পে এখনও অনেক দূরে থাকলেও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার মুকুট এখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে, যার গোল সংখ্যা ১৪০। তার পরে রয়েছেন লিওনেল মেসি, যিনি করেছেন ১২৯ গোল।

রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহামের গোলের সুবাদে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতেছে।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘এই জয়টি দলের মনোবল বাড়াবে। আমরা ধীরে ধীরে খেলোয়াড়দের ফিরে পাচ্ছি। ভিনি এবং রড্রিগো আজ খেলেছে, ক্যামাভিঙ্গাও ফিরবে। এখন আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের শীর্ষ আটে উঠে যাওয়া। বাকি দুটি ম্যাচ জেতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

রিয়াল মাদ্রিদের এই জয় তাদের লীগ পর্যায়ে তৃতীয় হলেও, তারা এখনো প্লে-অফ অবস্থানে রয়েছে এবং টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার জন্য তাদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১০

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১১

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১২

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১৩

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১৫

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১৬

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৭

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৮

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৯

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

২০
X