ফিফা নারী বিশ্বকাপে ফরাসি নারীদের হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নাটকীয়তায় বিদ্যমান ২০টি শটের টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জিতে ফাইনালে উঠে যায় তাসমান পাড়ের দেশটি।
শনিবার (১২ আগস্ট) ব্রিসবেনের সানক্রপ স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়েও গোল করতে ব্যর্থ হয় দুদল। ফলে টাইব্রেকারে গোড়ানো ম্যাচে ৭-৬ গোলে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে অস্ট্রেলিয়ার মেয়েরা।
ফ্রান্সের মেয়েরা ম্যাচের প্রথমার্ধ ভালো খেললেও দ্বিতীয়ার্ধে দারুণ ফুটবল উপহার দেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে কোনো দলের ফুটবলাররা কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি। সকারু স্ট্রাইকার ম্যারি ফাওলার ম্যাচে সবথেকে বেশি গোলের সুযোগ নষ্ট করেছেন। ম্যাচের ৫৫ মিনিটের সময় বদলি খেলোয়াড় অধিনায়ক স্যামকের দারুণ সুযোগ হাতছাড়া করেন। তবে ফরাসি নারীদের ২১টি শটের বিপরীতে অস্ট্রেলিয়ার মেয়েরা ১৫টি শট নিয়েছে। গোলপোস্ট লক্ষ্য করে ফ্রান্সের ৫টির বিপরীতে ৪টি শট নিয়েছে তাসমান পাড়ের দেশটি।
উভয় দল অতিরিক্ত সময়েও গোল করতে ব্যর্থ হলে ভাগ্য নির্ধারণের জন্য টাইব্রেকারে গড়ায় ম্যাচ। নাটকীয় পেনাল্টি শুটআউটে ১০টি করে শট নিয়েছে দুদল। সেখানে সাতটি গোল করে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
টাইব্রেকারে প্রথম শট থেকে গোল করে অস্ট্রেলিয়ার কাইটলিন ফোর্ড। কিন্তু প্রথম শটে ফ্রান্সের সেলমা বাছা মিস করে বসেন। এরপর টানা তিন শটে ফ্রান্স গোল করলেও অস্ট্রেলিয়া দ্বিতীয় শট মিস করেন। প্রথম চার পেনাল্টি শেষে ৩-৩ ব্যবধানে সমতা থাকা দু’দলই পঞ্চম শটটি মিস করেন।
ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শটে বল জালে জড়ায় অস্ট্রেলিয়া ও ফ্রান্স। তবে নবম পেনাল্টি শটে আবারও মিস করে দুই দল। এবার দশম শটে অস্ট্রেলিয়ার কোর্টনি ভিনা গোল করলেও মিস করেন ফ্রান্সের ভিকি। এরই সঙ্গে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখায় অস্ট্রেলিয়ান মেয়েরা।
আগামী ১৫ আগস্ট ফিফা নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেন এবং সুইডেন মুখোমুখি হবে। আর ১৬ আগস্ট দ্বিতীয় সেমিতে ইংল্যান্ডের মেয়েদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়ার মেয়েরা।
মন্তব্য করুন