স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানইউর মালিক হলে ক্লাবের সমস্যার সমাধান করতেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে দলের ব্যর্থতার জন্য কোচকে দায়ী করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার মতে, সমস্যাটি ক্লাবের ভেতরে অনেক গভীরে।

‘সমস্যা কোচের নয়, আরও অনেক কিছু,’ বলেছেন রোনালদো। তিনি শুক্রবার দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে বক্তব্য রাখেন এবং উল্লেখ করেন, যদি তিনি ক্লাবের মালিক হতেন, তাহলে সমস্যাগুলো ঠিক করতেন।

রুবেন আমোরিম তার দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছেন। প্রিমিয়ার লিগে ইউনাইটেড তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে। এই পারফরম্যান্সের কারণে নিউক্যাসলের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগেই নিজের চাকরি নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন আমোরিম।

তবে রোনালদো বলছেন, ম্যান ইউনাইটেডের বর্তমান সমস্যার জন্য কোচকে দোষারোপ করা যায় না। ‘আমি দেড় বছর আগেও বলেছিলাম, এখনো বলছি—সমস্যা কোচ নয়। এটা ক্লাবের ভেতরেই আরও গভীরে। কোচ বদলালেও যদি মূল সমস্যা ঠিক না করা হয়, পরিস্থিতি বদলাবে না,’ বলেছেন তিনি।

রোনালদো তার বক্তব্যে ভবিষ্যতে কোনো বড় ক্লাবের মালিক হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি কোচ বা ক্লাবের প্রেসিডেন্ট হবো না। তবে হয়তো মালিক হতে পারি। এটা নির্ভর করছে সঠিক সময় আর সুযোগের ওপর।’

কোনো ক্লাবের মালিকানা নেওয়ার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি রহস্যময়ভাবে বলেন, ‘এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে এক বা একাধিক ক্লাবের কথা ভাবছি।’

রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন ২০২২ সালে, এরিক টেন হাগের সঙ্গে বিরোধ এবং বিতর্কিত টিভি সাক্ষাৎকারের পর। সেখানে তিনি গ্লেজার পরিবারের মালিকানার তীব্র সমালোচনা করেছিলেন।

বর্তমানে ইউনাইটেডের ফুটবল অপারেশনের দায়িত্বে আছেন স্যার জিম র‍্যাটক্লিফের ইনিয়োস গ্রুপ। তবে রোনালদোর মতে, ক্লাবের অভ্যন্তরীণ সমস্যাগুলো এখনো সমাধান হয়নি।

রোনালদো তার দেশি কোচ আমোরিমের প্রশংসা করে বলেন, ‘স্পোর্টিং লিসবনের হয়ে তিনি দারুণ কাজ করেছেন। তবে প্রিমিয়ার লিগ আলাদা। এখানে প্রতিযোগিতা অনেক বেশি। কিন্তু ঝড় কেটে গেলে সূর্য উঠবেই। আমি ইউনাইটেডের জন্য শুভকামনা জানাই, কারণ ক্লাবটি আমি এখনো ভালোবাসি।’

এই অনুষ্ঠানে রোনালদোকে ২০২৪ সালের সেরা মিডল ইস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি এই পুরস্কার পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্থ-বৃষ্টির ‘এই শহরে মেঘেরা একা’ 

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে ২৪ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

গবেষণা / টুথব্রাশ কতদিন পর বদলাবেন?

বিচ্ছেদের পথে নিকোল-আরবান

ইসরায়েলকে নিষিদ্ধ করতে মঈন আলীসহ ৫০ খেলোয়াড়ের চিঠি

আমিরে জামায়াতের সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, নিহত ৩ যুবকের মরদেহ হস্তান্তর 

চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ: এডিবি

নেই দুর্গোৎসবের আমেজ, ভেঙে গেল দীর্ঘদিনের ঐতিহ্য

বিশেষ হজ প্যাকেজ ঘোষণা

১০

ইলেকট্রিক কেটলি ব্যবহারে এই ৫ ভুল করবেন না যেন!

১১

ওয়ানডে বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও যত টাকা পাবে বাংলাদেশ

১২

চূড়ান্ত একগুঁয়েমির পরও আইসিসি কেন ভারতকে কিছু বলতে পারে না

১৩

হাইব্রিডে আগ্রহ কৃষকের, বিলুপ্তির পথে ২৭ প্রজাতির ধান 

১৪

এলডিসি উত্তরণ প্রস্তুতির নিরপেক্ষ মূল্যায়নে সহায়তা দেবে জাতিসংঘ

১৫

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে খামেনির উপদেষ্টার তাগিদ

১৬

জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান ‎

১৭

দূষিত বায়ুর শীর্ষ শহর লাহোর, ঢাকার অবস্থান কত?

১৮

ভারতকে ট্রফি দিতে শর্ত জুড়ে দিল পিসিবি সভাপতি

১৯

ঘর আছে মানুষ নেই, আশ্রয়ণ প্রকল্প যেন ‘ভূতের বাড়ি’

২০
X