স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পের ম্যাজিকে শীর্ষে রিয়াল, প্রশংসায় ভাসালেন আনচেলত্তি  

কিলিয়ান এমবাপ্পে।  ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে—একটি নাম, যা ফুটবলের সঙ্গে জাদুর মিশেল। লাস পালমাসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নিজের প্রতিভার আরেকটি উদাহরণ দিলেন এই ফরাসি তারকা। দুই গোলের পাশাপাশি দৃষ্টিনন্দন খেলা উপহার দিয়ে রিয়াল মাদ্রিদকে লা লিগার শীর্ষে তুলে আনলেন তিনি। এমন পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসালেন কোচ কার্লো আনচেলত্তি, যিনি এমবাপ্পেকে আখ্যা দিলেন ‘বিশ্বসেরা স্ট্রাইকার’ হিসেবে।

সান্তিয়াগো বার্নাব্যুয়ে ম্যাচের প্রথম মিনিটেই লাস পালমাসের ফাবিও সিলভার গোলে স্তব্ধ হয়েছিল রিয়াল সমর্থকরা। মাত্র ২৮ সেকেন্ডে পাওয়া সেই গোলটি ছিল লা লিগার ইতিহাসে রিয়ালের বিপক্ষে দ্বিতীয় দ্রুততম গোল। কিন্তু রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াতে দেরি করেনি।

রদ্রিগোকে ফাউল করার জন্য পেনাল্টি পায় রিয়াল, যা থেকে গোল করে সমতা ফেরান এমবাপ্পে। এরপর ব্রাহিম দিয়াজের গোলে এগিয়ে যায় রিয়াল। তিন মিনিট পর দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে, যিনি পুরো ম্যাচ জুড়ে ছিলেন প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য মূর্তিমান আতঙ্ক। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর চমৎকার এক গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১।

লাস পালমাসের বিপক্ষে দুই গোল করে এমবাপ্পে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক পেরিয়ে যান। এর মধ্যে ১৮টি রিয়াল মাদ্রিদের হয়ে, ২৭টি মোনাকোর হয়ে, এবং পিএসজির হয়ে করেছেন ২৫৬ গোল। তবে সংখ্যার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল তার মাঠে উপস্থিতি। তিনি শুধু গোল করেননি; প্রতিপক্ষের বক্সে সর্বোচ্চ ১২টি টাচ এবং ৫টি সুযোগ তৈরি করে মাঠ মাতিয়েছেন।

কোচ কার্লো আনচেলত্তি এমবাপ্পের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বলেন, ‘সে বিশ্বের সেরা সেন্টার ফরোয়ার্ড। তার গতি ও কৌশলগত দৌড় যখন সেন্টার পজিশনে ব্যবহার করা হয়, তখন তা প্রতিপক্ষের জন্য ভয়ানক হয়ে ওঠে।’

বার্সেলোনার বিপক্ষে সুপারকোপা দে এস্পানার ফাইনালে ৫-২ গোলে হার এবং কোপা দেল রের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে অতিরিক্ত সময়ে জয় এনে দিতে দলকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল। এমনকি সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের কাছ থেকে শুনতে হয়েছে দুয়োধ্বনি। তবে এই জয়ে রিয়াল সেই হতাশার জবাব দিয়েছে।

অ্যাথলেটিকো মাদ্রিদের লেগানেসের কাছে হারের সুযোগ কাজে লাগিয়ে রিয়াল লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করে। আনচেলত্তি বলেন, ‘সমালোচনা আমাদের জন্য একটা জাগরণ ছিল। এটা দুঃখজনক, কিন্তু অনুপ্রেরণাও দেয়। কঠিন সময়ে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে আমি সন্তুষ্ট।’

রিয়াল মাদ্রিদ আবারও শীর্ষে, আর কিলিয়ান এমবাপ্পে প্রমাণ করলেন, কেন তাকে আধুনিক ফুটবলের সেরা তারকাদের একজন বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদর্শিক চেতনার দিক থেকে আমরা সবার থেকে আলাদা : ছাত্রশিবির সভাপতি

পে-স্কেল বাস্তবায়ন হলে বাতিল হবে যেসব সুবিধা

যে কারণে গ্রেপ্তার হলো পর্ন তারকা যুগল

সাতলার নয়নাভিরাম লাল শাপলার বিল

যেখান থেকে গ্রেপ্তার হলেন আলোচিত সেই পর্ন তারকা যুগল

বিপিএলে অংশ নেবে না ফরচুন বরিশাল!

বিশ্বকাপ জয়ের সুযোগ হারানো যুবাদের যে বার্তা দিলেন মেসি

রানওয়ে থেকে কার্গো উড়োজাহাজ পড়ল সাগরে, নিহত ২

আলোচিত সেই বাংলাদেশি পর্ন তারকা যুগল গ্রেপ্তার

‘আমি হয়তো দুর্বল হয়েছিলাম, কিন্তু কখনো ভেঙে পড়িনি’

১০

মব সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলা

১১

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির সতর্কতামূলক নির্দেশনা

১২

প্রোটিয়াদের দ্বিতীয়বার হোয়াইটওয়াশের লক্ষ্য পাকিস্তানের

১৩

শিক্ষকদের আমরণ অনশন আজ, জোরালো হচ্ছে কর্মবিরতি

১৪

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ভারত আসছেন না রোনালদো!

১৫

ফটিকছড়িতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

সীমান্তে ভূতের ভয় দেখাচ্ছে থাইল্যান্ড, অভিযোগ কম্বোডিয়ার

১৭

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৮

প্রাণ গ্রুপে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও বিমা

১৯

ঋতুর পরিবর্তনে বাড়ছে বিভিন্ন রোগ, হাসপাতালে ভিড়

২০
X