স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ ম্যাচে উত্তেজনার ঝড়!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ছবি : সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ছবি : সংগৃহীত

৩৬-দলীয় নতুন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটের লিগ পর্ব এখন চূড়ান্ত পর্যায়ে। নাটকীয়তা, উত্তেজনা আর রুদ্ধশ্বাস সমীকরণ—সব মিলিয়ে শেষ রাউন্ডের আগে ফুটবলপ্রেমীদের মনে উন্মাদনা তুঙ্গে! তবে আজ রাতের শেষ রাউন্ডে অপেক্ষা করছে নানা চমক। যার মধ্যে বাজানো হতে পারে বেশ কিছু দলের বিদায় ঘণ্টা।

এর মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে থাকতে পারে বিশ্বের অন্যতম সেরা দুই দল ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) বিদায় ঘণ্টা বাজতে পারে। এখনও নকআউটে যাওয়ার নিশ্চয়তা পায়নি এই দুই দল। আগে হলে হয়তো তারা সহজেই পরের রাউন্ডে যেত, কিন্তু নতুন ফরম্যাটে এবার তাদের লড়াইটা কঠিন হয়ে গেছে!

এখন প্রশ্ন একটাই—কোন দল কিভাবে শেষ ষোলোতে যাবে? কে পড়বে প্লে-অফে? আর কারা ছিটকে পড়বে চ্যাম্পিয়ন্স লিগ থেকে?

নকআউটে যাওয়ার ফরম্যাট

নতুন চ্যাম্পিয়ন্স লিগে ৩৬টি দল একটিই লিগ টেবিলে প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে প্রতিটি দল মোট ৮টি ম্যাচ খেলে।

শীর্ষ ৮ দল (১-৮): সরাসরি শেষ ষোলোতে যাবে।

৯-২৪ নম্বর দলগুলো: নকআউট প্লে-অফে খেলবে।

২৫-৩৬ নম্বর দলগুলো: পর্যাপ্ত পয়েন্ট সংগ্রহ করতে না পারলে ছিটকে পড়বে।

পূর্বের নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-পর্বের তৃতীয় স্থানে থাকা দলগুলো ইউরোপা লিগে চলে যেত। কিন্তু এবার কেউই ইউরোপা লিগে নামতে পারবে না। অর্থাৎ, যারা বাদ পড়বে, তারা সরাসরি ইউরোপিয়ান ফুটবল থেকে ছিটকে যাবে!

শেষ ম্যাচের আগে দলগুলোর অবস্থা

নিশ্চিতভাবে শেষ ষোলোতে থাকা দল

লিভারপুল (২১ পয়েন্ট) – নিশ্চিত শীর্ষ দুইয়ে, শেষ ম্যাচে প্রতিপক্ষ পিএসভি।

বার্সেলোনা (১৮ পয়েন্ট) – ইতিমধ্যেই নিশ্চিত করেছে টপ-৮। শেষ ম্যাচে আতালান্তার মুখোমুখি হবে।

প্লে-অফ নিশ্চিত করা দল (৯-২৪)

এই দলগুলোর ন্যূনতম প্লে-অফ খেলা নিশ্চিত, তবে কেউ কেউ এখনো টপ-৮-এ জায়গা করে নিতে পারে। আজকে রাতের ম্যাচের ওপর তাদের ভাগ্য নির্ভর করছে।

আর্সেনাল (১৬ পয়েন্ট) বনাম জিরোনা

ইন্টার মিলান (১৬) বনাম মোনাকো

অ্যাটলেটিকো মাদ্রিদ (১৫) বনাম সালজবুর্গ

এসি মিলান (১৫) বনাম দিনামো জাগরেব

বায়ার লেভারকুসেন (১৩) বনাম স্পার্টা প্রাগ

অ্যাস্টন ভিলা (১৩) বনাম সেল্টিক

মোনাকো (১৩) বনাম ইন্টার মিলান

ফেয়েনুর্ড (১৩) বনাম লিল

লিল (১৩) বনাম ফেয়েনুর্ড

ব্রেস্ট (১৩) বনাম রিয়াল মাদ্রিদ

বিপদের মুখে থাকা দল

(এরা হয় প্লে-অফে যাবে, নয়তো ছিটকে পড়বে)

ম্যানচেস্টার সিটি (৮) বনাম ক্লাব ব্রুগে

পিএসজি (১০) বনাম স্টুটগার্ট

বেনফিকা (১০) বনাম জুভেন্টাস

স্পোর্টিং (১০) বনাম বোলোগ্না

দিনামো জাগরেব (৮) বনাম এসি মিলান

ম্যান সিটি ও দিনামো জাগরেবের জন্য কঠিন সমীকরণ:

ম্যান সিটি ও দিনামো যদি হারে, তাহলে তারা বাদ পড়ে যাবে।

ম্যান সিটি জিতলে প্লে-অফে উঠবে, তবে ব্রুগে বাদ পড়তে পারে।

পিএসজি, বেনফিকা, স্পোর্টিং—তারা সবাই যদি জিতে, তাহলে ম্যান সিটি ছিটকে যেতে পারে!

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া দলগুলো

ইতোমধ্যে ৯টি দল বাদ পড়েছে, তারা আর কোনোভাবেই নকআউটে যেতে পারবে না।

আরবি লাইপজিগ,বোলোগ্না,স্পার্টা প্রাগ,রেড স্টার বেলগ্রেড,স্টুর্ম গ্রাজ,আরবি সালজবুর্গ,স্লোভান ব্রাতিসলাভা,জিরোনা, ইয়ং বয়েজ

শেষ ম্যাচের আগে সম্ভাব্য নাটকীয়তা!

ম্যান সিটি-পিএসজি ছিটকে যেতে পারে: যদি সিটি ব্রুগের কাছে হেরে যায় এবং পিএসজি স্টুটগার্টের বিপক্ষে ড্র করে বা হারে, তবে দুই জায়ান্ট দলই বিদায় নিতে পারে!

লিভারপুল ও বার্সেলোনা শীর্ষ দুইতে থাকবে?

বার্সেলোনা আতালান্তার বিপক্ষে হারলে তারা দ্বিতীয় থেকে নিচে নেমে যেতে পারে, যা ভবিষ্যতে কঠিন নকআউট ব্র্যাকেট তৈরি করতে পারে।

শেষ মুহূর্তে কোন দল ঢুকে যাবে প্লে-অফে?

দিনামো জাগরেব যদি এসি মিলানকে হারাতে পারে, এবং অন্য ম্যাচগুলো তাদের পক্ষে যায়, তাহলে তারা অবিশ্বাস্যভাবে ২৪তম স্থানে উঠে আসতে পারে!

উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত আসছে!

শেষ রাউন্ডের ১৮টি ম্যাচ একসাথে হবে ২৯ জানুয়ারি (বাংলাদেশ সময় রাত ২টা)।

প্রত্যেকটি গোলই বদলে দিতে পারে টেবিলের সমীকরণ!

ম্যান সিটি টিকে থাকবে, নাকি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়বে?

পিএসজির ভাগ্যে কী অপেক্ষা করছে?

লিভারপুল, বার্সেলোনা, আর্সেনালরা কেমন প্রতিপক্ষ পাবে?

সব প্রশ্নের উত্তর মিলবে শীঘ্রই—প্রস্তুত থাকুন এক মহাবিস্ফোরণের জন্য!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

সেভেন রিংস সিমেন্টের ‘জেনে গড়ি, নিজের বাড়ি’ শীর্ষক সম্মেলন

ওসমানী হাসপাতালে ট্যাংকির ঢালাই ভেঙে কর্মী নিহত

জামিন পেলেন বাসদের সেই দুই নেতা

ঢাকা বিভাগেই থাকতে চান শরীয়তপুরবাসী

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির : সেলিমুজ্জামান

লালমনিরহাটে দুর্গাপূজার উদ্বোধন করলেন হাঙ্গেরি দূতাবাসের কনসাল 

চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উদযাপন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন

জুলাই সনদ বাস্তবায়নে অচলাবস্থা নিরসনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগ

১০

তারেক রহমান জানেন কীভাবে মানুষের কাছে যেতে হয় : মোস্তফা জামান

১১

স্থানীয় নাগরিক সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১২

কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন : শামা ওবায়েদ

১৩

প্লাস্টিক কারখানাসহ ছয়টি প্রতিষ্ঠান পুড়ে ছাই

১৪

গাজায় যুদ্ধ বন্ধে যে ২০ দফা প্রস্তাব দিলেন ট্রাম্প

১৫

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প!

১৬

নির্বাচনে কেন ‘বিলম্ব’, জানালেন অধ্যাপক ইউনূস

১৭

আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

১৮

নেপালের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ

১৯

গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল

২০
X