রুদ্ধশ্বাস ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার নারী ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। স্প্যানিশ অধিনায়ক ওলগা কারমোনার একমাত্র গোলে বিশ্বজয় করেছে লা রোজা মেয়েরা। তবে দলগত শিরোপার সঙ্গে টুর্নামেন্টের একাধিক ব্যক্তিগত সেরার পুরস্কারও জিতেছে স্প্যানিশ মেয়েরা।
গোল্ডেন বল
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ফুটবল বিশ্বকাপের সেরা খেলোয়াড় বা গোল্ডেন বল জিতেছেন স্পেনের আতিয়ানা বোনমাতি। সুইস নারীদের বিপক্ষে জোড়া গোল ও জোড়া অ্যাসিস্টে একাই দলকে নকআউট পর্বে তোলেন বার্সেলোনা নারী দলের এই তারকা। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচেও কোস্টারিকার বিপক্ষে একটি গোল করেন মিডফিল্ডার বোনমাতি।
গোল্ডেন বুট
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বা গোল্ডেন বুট জিতেছেন জাপানিজ মিডফিল্ডার হিনাতা মিয়াজাওয়া। সুইডিশ মেয়েদের কাছে হারলেও প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হন এই জাপানিজ। এবারের আসরে পাঁচ ম্যাচে ৫টি গোল করেন মিয়াজাওয়া।
গোল্ডেন গ্লোভস
নারীদের বিশ্বকাপের সেরা গোলকিপার হয়েছেন ইংলিশ তারকা মেরি ইয়ার্পস। পুরো আসরজুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ইংল্যান্ড গোলকিপার। ফাইনালেও স্পেনের জেনিফার হারমোসোর পেনাল্টি ফিরিয়েছেন। স্পটকিক ছাড়াও ছাড়াও লা রোজাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ৫-৭টা গোল সেইভ করেন মেরি। পুরো টুর্নামেন্টজুড়ে ফাইনালের প্রতিচ্ছবি ছিলেন এই ইংলিশ গোলকিপার। তাই তো বিশ্বকাপের সেরা গোলকিপার বা গোল্ডেন গ্লাভস পুরস্কার উঠেছে মেরি ইয়ার্পসের হাতে।
উদীয়মান ফুটবলার
২০২৩ সালের নারী ফুটবল বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ স্ট্রাইকার সালমা পারাল্লুয়েলো। ডাচদের বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল করে স্পেনকে জেতানো ছাড়াও সেমিফাইনালে দলের প্রথম গোলটি করেছিলেন ১৯ বছর বয়সী সালমা। নারী বিশ্বকাপের উদীয়মান খেলোয়াড় ছাড়াও ২০১৮ ও ২০২২ সালে যথাক্রমে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছেন বার্সা নারী দলের স্ট্রাইকার।
মন্তব্য করুন