স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০২:২১ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

৭২ ঘণ্টার কম বিশ্রাম হলে ম্যাচ না খেলার হুমকি রিয়ালের

রিয়াল মাদ্রিদ এমবাপ্পের গোলে জিতলেও ক্লান্তি ছিল স্পষ্ট। ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদ এমবাপ্পের গোলে জিতলেও ক্লান্তি ছিল স্পষ্ট। ছবি : সংগৃহীত

লা লিগার সূচি নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি। চ্যাম্পিয়ন্স লিগের কঠিন লড়াইয়ের পর মাত্র ৬৬ ঘণ্টার মধ্যে দলকে মাঠে নামতে বাধ্য করায় স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। ম্যাচের পরপরই আনচেলোত্তি সাফ জানিয়ে দিলেন- এটাই শেষবার, এর পর থেকে ৭২ ঘণ্টার কম বিশ্রামে মাঠে নামবে না তার দল।

গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে অতিরিক্ত সময় ও টাইব্রেকারের উত্তেজনার পর রিয়ালকে শনিবার সন্ধ্যায় আবার মাঠে নামতে হয়েছে ভিয়ারিয়ালের বিপক্ষে। অথচ আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতামূলক ম্যাচের মাঝে অন্তত ৭২ ঘণ্টার বিরতি থাকা উচিত।

কিন্তু লা লিগার সম্প্রচার স্বত্ব ও বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়েই রিয়ালের অনুরোধ উপেক্ষা করা হয়েছে বলে দাবি আনচেলোত্তির। ম্যাচ শেষে স্পষ্ট বার্তা দিলেন তিনি, ‘এটাই শেষবার। এরপর আমরা ৭২ ঘণ্টার কম বিশ্রামে আর ম্যাচ খেলব না।’

তিনি আরও বলেন, ‘আমরা লা লিগাকে দু’বার অনুরোধ করেছিলাম ম্যাচের সময় পেছানোর জন্য, কিন্তু তারা কর্ণপাতই করেনি। টাকার জন্য, টিভি সম্প্রচারস্বত্বের জন্য খেলোয়াড়দের বিশ্রামকে উপেক্ষা করা হচ্ছে।’

রিয়াল মাদ্রিদের নিজস্ব মিডিয়া চ্যানেল জানিয়ে দিয়েছে, তারা আর লা লিগার এই আচরণ মেনে নেবে না। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে ক্লাবটি। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসকে দায়ী করে তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘তেবাসের লিগের এই অপব্যবহার আর বরদাশত করা হবে না।’

যদিও শারীরিক ক্লান্তির মাঝেও মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে লা লিগায় শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে বার্সেলোনার ব্যবধান সাময়িকভাবে তিন পয়েন্টে বেড়েছে, যদিও বার্সার হাতে দুটি ম্যাচ বাকি।

মৌসুমের ঠাসা সূচি নিয়ে অনেক দিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছেন কোচ ও খেলোয়াড়রা। ২০২৪-২৫ মৌসুমে বিষয়টি আরও জটিল হবে, কারণ আগামী বছরই প্রথমবারের মতো ৩২ দলের নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ, যা জুন ১৫ থেকে জুলাই ১৩ পর্যন্ত চলবে। এর ফলে সূচির চাপ আরও বাড়বে, যা নিয়ে আগেই সতর্ক করেছে রিয়াল মাদ্রিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

সুমনার গাড়ি ঘিরে বিক্ষোভ

জুতার মধ্যে লুকিয়ে থাকা সাপের কামড়ে যুবকের মৃত্যু

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিবিরের লিখিত অভিযোগ

সাংবাদিক বুলুর মৃত্যু ঘিরে সামনে এলো ‘ভিডিও’, বাড়ছে রহস্য

শোবিজে হেনস্তার শিকার, অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিজাহ

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত আজ

চাকরি দিচ্ছে ওয়ান ব্যাংক, থাকছে না বয়সসীমা

তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত, খুশি জেলে-দর্শনার্থী

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুতিনের মন্তব্য

১০

সুদানে এক গ্রামে ভূমিধসে প্রাণহানি ১ হাজার, বেঁচে রইলেন মাত্র একজন

১১

ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ

১২

আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যে জেলায়

১৩

আজ সাত দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

১৪

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৫

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

২ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৭

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থেকে ৩৫ ব্যক্তি অব্যাহতি পাচ্ছেন 

১৮

সকাল ৯টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব জেলায় 

১৯

‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি

২০
X