শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

ট্রেবল স্বপ্নে বিভোর বার্সা, কোপা ফাইনালে রিয়াল চ্যালেঞ্জ

ফেরান তোরেসের একমাত্র গোলেই ফাইনাল নিশ্চিত করে বার্সা। ছবি : সংগৃহীত
ফেরান তোরেসের একমাত্র গোলেই ফাইনাল নিশ্চিত করে বার্সা। ছবি : সংগৃহীত

এক সময়ের দাপুটে বার্সেলোনা এখন আবারও সেই মহাকাব্যিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে। কোপা দেল রে’র এল ক্লাসিকো ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ের আগেই ট্রেবল জয়ের স্বপ্ন দেখছেন কোচ হানসি ফ্লিক। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলের জয়, অদম্য আত্মবিশ্বাস আর অতীতের মতো সাফল্যের স্বপ্ন এখন বার্সার চোখে।

বুধবার অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে কোচ হান্সি ফ্লিকের নেতৃত্বে বার্সেলোনা তাদের আধিপত্য যথারীতি বজায় রেখেছে। ফেরান তোরেসের একমাত্র গোলেই নিশ্চিত হয় ৫-৪ ব্যবধানে অ্যাগ্রিগেট জয়, যা বার্সাকে নিয়ে যায় কোপা দেল রের ফাইনালে। সেই সঙ্গে ট্রেবল জয়ের মিশনেও টিকে থাকল কাতালানরা।

বার্সেলোনার ইতিহাসে আগের দুটি ট্রেবল আসে ২০০৯ এবং ২০১৫ সালে। এবারও সেই ঐতিহাসিক মুহূর্তের পুনরাবৃত্তি ঘটানোর আশায় এগিয়ে চলেছে দলটি। লা লিগায় ৯ ম্যাচ বাকি থাকতেই তিন পয়েন্টের লিড নিয়ে শীর্ষে থাকা বার্সা এখন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষায়। এরই মধ্যে স্প্যানিশ সুপারকোপা নিজেদের করে নিয়েছে তারা।

জয়ের পর উচ্ছ্বসিত ফ্লিক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি একটি সুন্দর মুহূর্ত, তবে আমি জানি সময় কত দ্রুত বদলে যেতে পারে। স্বপ্ন দেখতে কোনো বাধা নেই, কিন্তু আমরা কঠোর পরিশ্রম করব এবং মনোযোগ ধরে রাখব।’

ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই হবে ২৬ এপ্রিল, সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে। তবে ফ্লিক এখনই সেই ম্যাচ নিয়ে ভাবছেন না। সামনের চারটি লিগ ম্যাচের দিকে মনোযোগ দিতে চান তিনি।

‘আমি বর্তমান নিয়ে বাঁচি, অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবি না,’ বলেন বার্সা কোচ। ‘এল ক্লাসিকো ফাইনাল অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এখনই সেই নিয়ে ভাবছি না। সামনে আমাদের বেতিস এবং ডর্টমুন্ডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।’

প্রথমার্ধে বার্সেলোনা আরও কয়েকটি গোল পেতে পারত, তবে জুলেস কুন্ডে, লামিন ইয়ামাল এবং রাফিনিয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে অ্যাথলেটিকো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বার্সার রক্ষণভাগ দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে।

ফ্লিক বলেন, ‘প্রথমার্ধে আমরা খুব সাহসী ছিলাম, কিন্তু দ্বিতীয়ার্ধে কিছুটা কষ্ট পেয়েছি। তবুও রক্ষণভাগ দুর্দান্ত পারফর্ম করেছে। এই মাঠে ক্লিন শিট রাখা সহজ নয়, কিন্তু আমরা তা করেছি।’

অ্যাথলেটিকোর বিপক্ষে গত ডিসেম্বরে লা লিগায় হারের পর থেকেই নতুন উদ্যমে ফিরেছে বার্সা। ফ্লিক জানান, সেই ম্যাচের পর থেকেই দলের মানসিকতা বদলে গেছে। ‘শীতকালীন বিরতির পর আমরা অনেক উন্নতি করেছি। প্রতিটি ম্যাচ এবং অনুশীলনে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস দেখা যাচ্ছে।’

বার্সেলোনার টানা ২১ ম্যাচ অপরাজিত থাকা নিঃসন্দেহে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা এবং কোপা দেল রের স্বপ্নকে আরও উজ্জ্বল করছে। তবে হানসি ফ্লিক জানেন, স্বপ্ন পূরণে এখনো অনেক পথ বাকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১০

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১২

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৩

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৪

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৫

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৬

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

১৭

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

১৮

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

১৯

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

২০
X