স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

সোমারের অদৃশ্য প্রাচীরেই আটকে গেল বার্সা আক্রমণ

ইয়ান সোমার। ছবি : সংগৃহীত
ইয়ান সোমার। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সার বিপক্ষে সান সিরো যেন জ্বলে উঠেছিল নতুন ইতিহাসের সাক্ষী হতে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের নাটকীয় লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইন্টার মিলান। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে একজনই—ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার।

ম্যাচের ১১৪তম মিনিট। স্কোরলাইন তখন ৪-৩। বার্সার বিস্ময়বালক লামিন ইয়ামাল বাঁ দিক দিয়ে কেটে ঢুকে গোল বরাবর একটি বাঁকানো শট নেন। সবার চোখ তখন জালে বল ছোঁয়ার অপেক্ষায়। কিন্তু অবিশ্বাস্য এক ডাইভে বলটি পোস্টের বাইরে ঠেলে দেন ইন্টার কিপার ইয়ান সোমার। সেটিই ছিল ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত।

অবিশ্বাস্য সেই সেভটি

‘সেই সেভটা ছিল সত্যিই বিশেষ,’ ম্যাচ শেষে স্কাই ইতালিয়াকে বলেন সোমার। ‘লামিন দারুণ খেলোয়াড়, সব সময় ভেতরে ঢুকে শট নেয়। আমি খুশি যে বলটা জালে যায়নি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রেখেছিলাম। ফ্রাতেসি যা করলো, তারাই প্রমাণ—এই দল কখনো হারে না।’

সেই বিশ্বাসই যেন ফ্রাতেসির পায়ে ফুটে উঠেছিল অতিরিক্ত সময়ে। তার গোলেই ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে তারা হারায় বার্সাকে এবং ২০২৩ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নেয়।

এর আগে ম্যাচের প্রথমার্ধে লাওতারো মার্টিনেজ ও হাকান চালহানওগলুর গোলে এগিয়ে যায় ইন্টার। কিন্তু দ্বিতীয়ার্ধে এরিক গার্সিয়া ও দানি ওলমোর গোলে সমতায় ফেরে বার্সা। এরপর ৮৭তম মিনিটে রাফিনিয়ার গোলে বার্সা প্রথমবারের মতো লিড নেয়।

মনে হচ্ছিল, দশ বছর পর ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন বুঝি এবার পূরণ হতে যাচ্ছে কাতালানদের। কিন্তু অভিজ্ঞ ডিফেন্ডার ফ্রানসেসকো আচেরবির ৯৩ মিনিটের গোলে আবারও সমতায় ফেরে ইন্টার। অতিরিক্ত সময়ে ফ্রাতেসি রচনা করেন জয়গাঁথা।

‘আমাদের খেলোয়াড়দের আমি কেবল ধন্যবাদ দিতে পারি,’ বলেন ইন্টার কোচ সিমোনে ইনজাগি। ‘এটা বার্সার মতো দলকে হারিয়ে পাওয়া জয়। তারা ইউরোপের অন্যতম সেরা দল। এই জয় আমাদের পরিপক্কতা এবং মানসিক শক্তির প্রমাণ।’

ইনজাগি আরও বলেন, ‘আমরা ফাইনালে আর্সেনাল কিংবা পিএসজির মুখোমুখি হব। যারা-ই আসুক, ম্যাচটা হবে মহারণ। তবে বায়ার্ন ও বার্সাকে হারিয়ে আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি। এখন শুধু শেষ ধাপে পৌঁছে ট্রফিটা তুলে ধরা বাকি।’

৩১ মে মিউনিখে হবে এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এর আগে সিরি আ-তে শিরোপা দৌড়ে নাপোলিকে টপকানোর চেষ্টা করবে ইন্টার। সবমিলিয়ে, সোমারের সেই ‘বিশেষ’ সেভ হয়তো শুধু একটি গোলই বাঁচায়নি, বরং ইন্টারের জন্য একটি ট্রফির পথ খুলে দিলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

১০

দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

১১

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

১২

বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ১৬ বছর পর মামলা

১৩

১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

১৪

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৫

জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত

১৬

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

১৭

পশ্চিম দিকে থুথু ফেলা কি জায়েজ আছে?

১৮

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

১৯

ই-কারের ভাড়া ৫ টাকা করার দাবি চবি ছাত্রশিবিরের

২০
X