স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

সোমারের অদৃশ্য প্রাচীরেই আটকে গেল বার্সা আক্রমণ

ইয়ান সোমার। ছবি : সংগৃহীত
ইয়ান সোমার। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সার বিপক্ষে সান সিরো যেন জ্বলে উঠেছিল নতুন ইতিহাসের সাক্ষী হতে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের নাটকীয় লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইন্টার মিলান। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে একজনই—ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার।

ম্যাচের ১১৪তম মিনিট। স্কোরলাইন তখন ৪-৩। বার্সার বিস্ময়বালক লামিন ইয়ামাল বাঁ দিক দিয়ে কেটে ঢুকে গোল বরাবর একটি বাঁকানো শট নেন। সবার চোখ তখন জালে বল ছোঁয়ার অপেক্ষায়। কিন্তু অবিশ্বাস্য এক ডাইভে বলটি পোস্টের বাইরে ঠেলে দেন ইন্টার কিপার ইয়ান সোমার। সেটিই ছিল ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত।

অবিশ্বাস্য সেই সেভটি

‘সেই সেভটা ছিল সত্যিই বিশেষ,’ ম্যাচ শেষে স্কাই ইতালিয়াকে বলেন সোমার। ‘লামিন দারুণ খেলোয়াড়, সব সময় ভেতরে ঢুকে শট নেয়। আমি খুশি যে বলটা জালে যায়নি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রেখেছিলাম। ফ্রাতেসি যা করলো, তারাই প্রমাণ—এই দল কখনো হারে না।’

সেই বিশ্বাসই যেন ফ্রাতেসির পায়ে ফুটে উঠেছিল অতিরিক্ত সময়ে। তার গোলেই ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে তারা হারায় বার্সাকে এবং ২০২৩ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নেয়।

এর আগে ম্যাচের প্রথমার্ধে লাওতারো মার্টিনেজ ও হাকান চালহানওগলুর গোলে এগিয়ে যায় ইন্টার। কিন্তু দ্বিতীয়ার্ধে এরিক গার্সিয়া ও দানি ওলমোর গোলে সমতায় ফেরে বার্সা। এরপর ৮৭তম মিনিটে রাফিনিয়ার গোলে বার্সা প্রথমবারের মতো লিড নেয়।

মনে হচ্ছিল, দশ বছর পর ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন বুঝি এবার পূরণ হতে যাচ্ছে কাতালানদের। কিন্তু অভিজ্ঞ ডিফেন্ডার ফ্রানসেসকো আচেরবির ৯৩ মিনিটের গোলে আবারও সমতায় ফেরে ইন্টার। অতিরিক্ত সময়ে ফ্রাতেসি রচনা করেন জয়গাঁথা।

‘আমাদের খেলোয়াড়দের আমি কেবল ধন্যবাদ দিতে পারি,’ বলেন ইন্টার কোচ সিমোনে ইনজাগি। ‘এটা বার্সার মতো দলকে হারিয়ে পাওয়া জয়। তারা ইউরোপের অন্যতম সেরা দল। এই জয় আমাদের পরিপক্কতা এবং মানসিক শক্তির প্রমাণ।’

ইনজাগি আরও বলেন, ‘আমরা ফাইনালে আর্সেনাল কিংবা পিএসজির মুখোমুখি হব। যারা-ই আসুক, ম্যাচটা হবে মহারণ। তবে বায়ার্ন ও বার্সাকে হারিয়ে আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি। এখন শুধু শেষ ধাপে পৌঁছে ট্রফিটা তুলে ধরা বাকি।’

৩১ মে মিউনিখে হবে এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এর আগে সিরি আ-তে শিরোপা দৌড়ে নাপোলিকে টপকানোর চেষ্টা করবে ইন্টার। সবমিলিয়ে, সোমারের সেই ‘বিশেষ’ সেভ হয়তো শুধু একটি গোলই বাঁচায়নি, বরং ইন্টারের জন্য একটি ট্রফির পথ খুলে দিলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রেতা দেখলেই মরার ভান ভেড়ার, দামে রেকর্ড

‘রাজনীতি আমার ইবাদত, এটা দিয়ে ব্যবসা করার সুযোগ নেই’

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

দেশে ফিরে কোন ব্যাটে খেলবেন সাকিব, জানালেন তারই বন্ধু

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

৫ দফা দাবিতে বারির শ্রমিকদের বিক্ষোভ 

গণভোট নিয়ে মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

বিএনপির ১৮ নেতাকর্মী বহিষ্কার

ফোনের ইন্টারনেট স্লো, সহজ ৯ কৌশলে হুহু করে বাড়বে স্পিড

মধ্যপ্রাচ্যে বহুদিনব্যাপী মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১০

গণসংযোগকালে জামায়াতের নারী কর্মীর মাথায় কোপ

১১

জামায়াতে ইসলামী নিয়ে যুবদল নেতার বিস্ফোরক অভিযোগ

১২

তাসমিয়া কসমেটিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

১৩

ডাকসুর ‘নাগরিক সেবা’ নিয়ে বিতর্ক, চাপ প্রয়োগ করে কক্ষ বরাদ্দের অভিযোগ 

১৪

ঋণ নিয়ে আত্মসাৎ / এস আলম-পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

১৫

মাদক কারবার নিয়ে সংঘর্ষ, অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

১৬

এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু

১৭

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত মতামত দেওয়ার অধিকার রাখে না : রিজওয়ানা

১৮

ক্রিকেট দলকে ‘না’ তবে শুটিং দলকে ভারতে যেতে অনুমতি দিল সরকার

১৯

জবিতে ‘আইকিউএসি সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২০
X