আর্জেন্টিনার সহিংস ফুটবল সমর্থকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে যাতে এসব দাঙ্গাবাজ সমর্থক যুক্তরাষ্ট্রে গিয়ে মাঠে প্রবেশ করতে না পারেন, সে লক্ষ্যে ১৫,০০০ ব্যক্তির একটি নিষিদ্ধ তালিকা সোমবার হস্তান্তর করা হয়েছে যুক্তরাষ্ট্রের বুয়েনোস আইরেস দূতাবাসে।
আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ সংবাদমাধ্যমকে জানান, ‘তালিকায় থাকা ১৫,০০০ ব্যক্তি বিশ্বকাপ চলাকালীন কোনো স্টেডিয়ামে ঢুকতে পারবে না। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ যারা আর্জেন্টিনার মাঠে সহিংসতা চালিয়েছে বা অপরাধ করেছে, তারা যেন এই আন্তর্জাতিক আসরে কোনোভাবেই ঢুকতে না পারে তা নিশ্চিত করা হচ্ছে।’
২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত। এবারকার টুর্নামেন্টে আর্জেন্টিনার বিখ্যাত দুই ক্লাব- বোকা জুনিয়র্স ও রিভার প্লেট অংশ নিচ্ছে। বিশ্বের আরও ৩০টি দলের সঙ্গে তারা লড়বে চ্যাম্পিয়নশিপের জন্য।
বোকা জুনিয়র্স পড়েছে গ্রুপ ‘সি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি এবং বেনফিকা। অন্যদিকে, রিভার প্লেট খেলবে গ্রুপ ‘ই’-তে, যেখানে আছে উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরে এবং ইন্টার মিলান।
এই তালিকা প্রস্তুত করা হয়েছে আর্জেন্টিনার ‘ত্রিবুনা সেগুরা’ (Tribuna Segura) নামক একটি নজরদারি প্রোগ্রামের মাধ্যমে, যা মূলত দেশের স্টেডিয়ামগুলোতে প্রবেশ নিষিদ্ধ ব্যক্তিদের শনাক্ত করে থাকে।
মন্ত্রী বুলরিচ বলেন, ‘এই সরকারের মেয়াদে এখন পর্যন্ত আমরা ১,৩২৮টি ম্যাচে প্রায় ৪ মিলিয়নেরও বেশি মানুষকে পর্যবেক্ষণ করেছি। এর মধ্যে ১,১৬৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং ৪০টিরও বেশি প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের মাঠে প্রবেশ ঠেকাতে।’
এই উদ্যোগ ফুটবলে সহিংসতা রোধে আর্জেন্টিনা সরকারের এক দৃঢ় অবস্থান এবং বিশ্বব্যাপী ফুটবল নিরাপত্তা নিশ্চিতকরণের এক গুরুত্বপূর্ণ বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন