স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৯:১৬ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাব বিশ্বকাপ জয়ীদের মেডেল পকেটে পুরলেন ডোনাল্ড ট্রাম্প!

চেলসি ফুটবলারদের সঙ্গে ট্রফি মঞ্চে ট্রাম্প। ছবি : সংগৃহীত
চেলসি ফুটবলারদের সঙ্গে ট্রফি মঞ্চে ট্রাম্প। ছবি : সংগৃহীত

চেলসি বনাম পিএসজির মধ্যকার ক্লাব বিশ্বকাপ ফাইনালে নাটকীয়তার কোনো কমতি ছিল না- তবে ম্যাচ শেষে যা ঘটল, তা যেন ফুটবলের বাইরের আরেকটি নাটকের পর্ব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী দলের একজনের মতোই বিজয়ী পদক পকেটে পুরে নেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

চেলসির ৩-০ গোলের জয় নিশ্চিত হওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্প উঠে আসেন পুরস্কার বিতরণ মঞ্চে। কোল পামারের জোড়া গোল এবং সাম্প্রতিক চুক্তিভুক্ত জোয়াও পেদ্রোর এক গোল চেলসিকে এনে দেয় কাঙ্ক্ষিত শিরোপা। ইনফান্তিনোর সঙ্গে দাঁড়িয়ে ট্রাম্প নিজেই চেলসির অধিনায়ক রিস জেমসকে ‘ট্রফি’ প্রদান করেন- যেটি পরে জানা যায় ছিল ‘প্রতীকী ট্রফি’।

বিষয়টি আরও চমকপ্রদ হয়ে ওঠে যখন দেখা যায়, ট্রাম্প নিজের হাতে পাওয়া বিজয়ী পদকটি সরাসরি পকেটে ঢুকিয়ে ফেলেন। এ নিয়ে ইনফান্তিনো কোনো আপত্তি করেননি। মুহূর্তেই ঘটনাটি ভাইরাল হয়ে যায়। এক ভক্ত লেখেন, “ডোনাল্ড ট্রাম্প কি একটা পদক চুরি করলেন?” আরেকজন টুইট করেন, “The Art of The Steal! ট্রাম্প বিজয়ী পদক চুরি করেছেন!”

অবাক করা ব্যাপার এখানেই শেষ নয়। ট্রাম্প পরে জানান, আসল ক্লাব বিশ্বকাপ ট্রফিটি এখন হোয়াইট হাউসে রাখা আছে এবং তিনি সেটি ‘চিরদিনের জন্য’ রেখে দিতে পারবেন বলে ফিফা তাকে জানিয়েছে।

ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি জিজ্ঞেস করেছিলাম, ‘তোমরা কখন ট্রফি নিয়ে যাবে?’ ওরা বলল, ‘আমরা এটা কখনো নিয়ে যাব না। এটি চিরতরে তোমার, আমরা নতুন একটা বানাচ্ছি।’”

এই অদ্ভুত কাণ্ডে ফুটবলের এক ঐতিহাসিক মুহূর্ত যেন রাজনৈতিক নাটকে পরিণত হয়ে যায়। মঞ্চে এমন আচরণ এবং ফিফার নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে- বিশেষ করে যখন এটি এমন একটি মঞ্চ, যেখানে খেলোয়াড়দের পারফরম্যান্সই সবচেয়ে বড় আলোচনার বিষয় হওয়া উচিত।

চেলসির পক্ষে এ জয় যেমন ছিল গৌরবের, তেমনি ট্রাম্পের উপস্থিতি ও আচরণ যুক্তরাষ্ট্রে ফুটবলপ্রেমীদের মধ্যে বিভ্রান্তি ও কৌতুকের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ফিফা এ ঘটনাকে কীভাবে বিবেচনা করে- মজার কাণ্ড হিসেবে, নাকি ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ / চ্যাম্পিয়নকে বিদায় করলেন সিবগাত উল্লাহ

আবাহনীতে মোরসালিন-আল আমিন অধ্যায় শুরু

বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতির সভাপতি সবুর খান, সেক্রেটারি ইশতিয়াক

‘তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা স্বৈরাচারের দোসর’

১৮ জুলাই স্মৃতিচারণ করে নাছিরের ফেসবুক স্ট্যাটাস

জিয়ার মাজার এলাকায় বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ পরিদর্শককে গোপালগঞ্জে বদলি

মতিঝিল সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাত জেগে মারাত্মক যেসব ক্ষতি করছেন

সংস্কারের পরেই নির্বাচন করতে হবে : নাহিদ ইসলাম

১০

র‍্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

১১

‘গণঅভ্যুত্থানের ফসল কাদের হাতে তুলে দিয়েছি, ভাবতে হচ্ছে আমাদেরই’

১২

‘জুলাই আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিপক্ষে জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ’

১৩

মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন

১৪

নেতাকর্মীদের অসুস্থ স্বজনের খোঁজ নিতে হাসপাতালে মীর হেলাল

১৫

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত প্রত্যাহার করতে হবে : ডা. তাহের

১৭

বগুড়ায় বিভীষিকাময় দুই হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

১৮

অনার্স-মাস্টার্সে প্রথম হয়েও নিয়োগের ভাইভাতে ডাক পাননি আজমল

১৯

শহীদ তাহমিদের মৃত্যুর পরেই ফুঁসে ওঠে নরসিংদী

২০
X