শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৯:১৬ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাব বিশ্বকাপ জয়ীদের মেডেল পকেটে পুরলেন ডোনাল্ড ট্রাম্প!

চেলসি ফুটবলারদের সঙ্গে ট্রফি মঞ্চে ট্রাম্প। ছবি : সংগৃহীত
চেলসি ফুটবলারদের সঙ্গে ট্রফি মঞ্চে ট্রাম্প। ছবি : সংগৃহীত

চেলসি বনাম পিএসজির মধ্যকার ক্লাব বিশ্বকাপ ফাইনালে নাটকীয়তার কোনো কমতি ছিল না- তবে ম্যাচ শেষে যা ঘটল, তা যেন ফুটবলের বাইরের আরেকটি নাটকের পর্ব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী দলের একজনের মতোই বিজয়ী পদক পকেটে পুরে নেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

চেলসির ৩-০ গোলের জয় নিশ্চিত হওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্প উঠে আসেন পুরস্কার বিতরণ মঞ্চে। কোল পামারের জোড়া গোল এবং সাম্প্রতিক চুক্তিভুক্ত জোয়াও পেদ্রোর এক গোল চেলসিকে এনে দেয় কাঙ্ক্ষিত শিরোপা। ইনফান্তিনোর সঙ্গে দাঁড়িয়ে ট্রাম্প নিজেই চেলসির অধিনায়ক রিস জেমসকে ‘ট্রফি’ প্রদান করেন- যেটি পরে জানা যায় ছিল ‘প্রতীকী ট্রফি’।

বিষয়টি আরও চমকপ্রদ হয়ে ওঠে যখন দেখা যায়, ট্রাম্প নিজের হাতে পাওয়া বিজয়ী পদকটি সরাসরি পকেটে ঢুকিয়ে ফেলেন। এ নিয়ে ইনফান্তিনো কোনো আপত্তি করেননি। মুহূর্তেই ঘটনাটি ভাইরাল হয়ে যায়। এক ভক্ত লেখেন, “ডোনাল্ড ট্রাম্প কি একটা পদক চুরি করলেন?” আরেকজন টুইট করেন, “The Art of The Steal! ট্রাম্প বিজয়ী পদক চুরি করেছেন!”

অবাক করা ব্যাপার এখানেই শেষ নয়। ট্রাম্প পরে জানান, আসল ক্লাব বিশ্বকাপ ট্রফিটি এখন হোয়াইট হাউসে রাখা আছে এবং তিনি সেটি ‘চিরদিনের জন্য’ রেখে দিতে পারবেন বলে ফিফা তাকে জানিয়েছে।

ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি জিজ্ঞেস করেছিলাম, ‘তোমরা কখন ট্রফি নিয়ে যাবে?’ ওরা বলল, ‘আমরা এটা কখনো নিয়ে যাব না। এটি চিরতরে তোমার, আমরা নতুন একটা বানাচ্ছি।’”

এই অদ্ভুত কাণ্ডে ফুটবলের এক ঐতিহাসিক মুহূর্ত যেন রাজনৈতিক নাটকে পরিণত হয়ে যায়। মঞ্চে এমন আচরণ এবং ফিফার নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে- বিশেষ করে যখন এটি এমন একটি মঞ্চ, যেখানে খেলোয়াড়দের পারফরম্যান্সই সবচেয়ে বড় আলোচনার বিষয় হওয়া উচিত।

চেলসির পক্ষে এ জয় যেমন ছিল গৌরবের, তেমনি ট্রাম্পের উপস্থিতি ও আচরণ যুক্তরাষ্ট্রে ফুটবলপ্রেমীদের মধ্যে বিভ্রান্তি ও কৌতুকের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ফিফা এ ঘটনাকে কীভাবে বিবেচনা করে- মজার কাণ্ড হিসেবে, নাকি ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১০

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১১

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১২

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৩

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৪

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৫

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১৬

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৭

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

১৮

এই আলো কি সেই মেয়েটিই

১৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল ও আফরান নিশো

২০
X