চেলসি বনাম পিএসজির মধ্যকার ক্লাব বিশ্বকাপ ফাইনালে নাটকীয়তার কোনো কমতি ছিল না- তবে ম্যাচ শেষে যা ঘটল, তা যেন ফুটবলের বাইরের আরেকটি নাটকের পর্ব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী দলের একজনের মতোই বিজয়ী পদক পকেটে পুরে নেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
চেলসির ৩-০ গোলের জয় নিশ্চিত হওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্প উঠে আসেন পুরস্কার বিতরণ মঞ্চে। কোল পামারের জোড়া গোল এবং সাম্প্রতিক চুক্তিভুক্ত জোয়াও পেদ্রোর এক গোল চেলসিকে এনে দেয় কাঙ্ক্ষিত শিরোপা। ইনফান্তিনোর সঙ্গে দাঁড়িয়ে ট্রাম্প নিজেই চেলসির অধিনায়ক রিস জেমসকে ‘ট্রফি’ প্রদান করেন- যেটি পরে জানা যায় ছিল ‘প্রতীকী ট্রফি’।
বিষয়টি আরও চমকপ্রদ হয়ে ওঠে যখন দেখা যায়, ট্রাম্প নিজের হাতে পাওয়া বিজয়ী পদকটি সরাসরি পকেটে ঢুকিয়ে ফেলেন। এ নিয়ে ইনফান্তিনো কোনো আপত্তি করেননি। মুহূর্তেই ঘটনাটি ভাইরাল হয়ে যায়। এক ভক্ত লেখেন, “ডোনাল্ড ট্রাম্প কি একটা পদক চুরি করলেন?” আরেকজন টুইট করেন, “The Art of The Steal! ট্রাম্প বিজয়ী পদক চুরি করেছেন!”
অবাক করা ব্যাপার এখানেই শেষ নয়। ট্রাম্প পরে জানান, আসল ক্লাব বিশ্বকাপ ট্রফিটি এখন হোয়াইট হাউসে রাখা আছে এবং তিনি সেটি ‘চিরদিনের জন্য’ রেখে দিতে পারবেন বলে ফিফা তাকে জানিয়েছে।
ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি জিজ্ঞেস করেছিলাম, ‘তোমরা কখন ট্রফি নিয়ে যাবে?’ ওরা বলল, ‘আমরা এটা কখনো নিয়ে যাব না। এটি চিরতরে তোমার, আমরা নতুন একটা বানাচ্ছি।’”
এই অদ্ভুত কাণ্ডে ফুটবলের এক ঐতিহাসিক মুহূর্ত যেন রাজনৈতিক নাটকে পরিণত হয়ে যায়। মঞ্চে এমন আচরণ এবং ফিফার নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে- বিশেষ করে যখন এটি এমন একটি মঞ্চ, যেখানে খেলোয়াড়দের পারফরম্যান্সই সবচেয়ে বড় আলোচনার বিষয় হওয়া উচিত।
চেলসির পক্ষে এ জয় যেমন ছিল গৌরবের, তেমনি ট্রাম্পের উপস্থিতি ও আচরণ যুক্তরাষ্ট্রে ফুটবলপ্রেমীদের মধ্যে বিভ্রান্তি ও কৌতুকের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ফিফা এ ঘটনাকে কীভাবে বিবেচনা করে- মজার কাণ্ড হিসেবে, নাকি ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যায়।
The US President Donald Trump took home a #FIFACWC gold medal ! First rumoured as he stole it - later confirmed it was a gift from Gianni Infantino video credits: AS TV pic.twitter.com/LcBRrUjshw
— tether.bet (@tether_bet) July 15, 2025
মন্তব্য করুন