স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০:৫২ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বেতনের দাবি নিয়ে বিপাকে ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে সতর্ক করেছেন অ্যাথলেটিক বিলবাওয়ের ক্রীড়া পরিচালক ও রিয়ালের সাবেক খেলোয়াড় রাফায়েল আলকোর্তা। তার মতে, বেতনের জন্য এখন ‘চাপ সৃষ্টি’ করলে তা ভিনিসিয়ুসের জন্য ‘বুমেরাং’-এর মতো ফিরে আসতে পারে এবং রিয়ালের মতো ক্লাবের সঙ্গে এটি হয়ে উঠতে পারে এক ‘বিষাক্ত সংঘাত’।

বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা থমকে আছে ভিনিসিয়ুসের বেতন চাওয়াকে ঘিরে। শোনা যাচ্ছে, কিলিয়ান এমবাপ্পের থেকেও বেশি পারিশ্রমিক দাবি করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড, যা মাদ্রিদ বোর্ডের মধ্যে বিরক্তি সৃষ্টি করেছে।

এমন প্রেক্ষাপটে স্প্যানিশ রেডিও ক্যাডেনা এসইআর-কে দেওয়া সাক্ষাৎকারে আলকোর্তা বলেন, ‘ভিনিসিয়ুস বিশ্বের সেরাদের একজন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজের ওপর চাপ সৃষ্টি করলে তা উল্টো ফল বয়ে আনতে পারে। আমরা ভুলে গেলে চলবে না, সার্জিও রামোসের সঙ্গে এমনই কিছু হয়েছিল।’

গত মৌসুমে ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন আলকোর্তা। ২০২৪-২৫ মৌসুমে ৫৮ ম্যাচে ২২ গোল ও ১৯ অ্যাসিস্ট করলেও আগের মৌসুমের তুলনায় (৩৯ ম্যাচে ২৪ গোল, ১১ অ্যাসিস্ট) তা ছিল কিছুটা পিছিয়ে।

‘গত মৌসুমে তাকে ও এমবাপ্পেকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি। ওদের দুজনই তরুণ, উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু ঠিক পরামর্শ দেওয়া দরকার, যাতে তারা বুঝতে পারে—এখন নিজেদের প্রমাণ করার সময়, দাবি তোলার নয়। পারফর্ম করো, রিয়াল পুরস্কার দিতে জানে,’ বলেন আলকোর্তা।

আলোকর্তা আরো বলেন, ‘বেতন নিয়ে এই ধরনের সংঘাত বিষাক্ত হয়ে উঠতে পারে। পেরেজ আবেগী হতে পারেন, তবে কঠিন সিদ্ধান্ত নিতে তার জুড়ি নেই। এখন শান্ত থাকা দরকার। ভালো একটা মৌসুম কাটালে ভিনিসিয়ুস নিজেই শক্ত অবস্থানে যাবে।’

ভিনিসিয়ুসের প্রতি নজর রাখছে সৌদি ক্লাব আল-আহলি। সংবাদমাধ্যমের দাবি, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে টানতে তারা ৩০০ মিলিয়ন ইউরোর বিশাল বাজেট রেখেছে। তবে ভিনিসিয়ুস এখনও পর্যন্ত প্রকাশ্যে জানিয়েছেন, তিনি রিয়ালেই থাকতে চান।

আগামী ১৯ আগস্ট লা লিগার প্রথম ম্যাচে ওসাসুনার বিপক্ষে মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। তার আগে ক্লাব ও খেলোয়াড়—উভয়ের জন্যই এই চুক্তি বিতর্ক একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, ভিনিসিয়ুস মাঠের পারফরম্যান্স দিয়ে আবারও নিজেকে মাদ্রিদের অবিচ্ছেদ্য অংশ প্রমাণ করতে পারেন কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ারফাইটার নূরুল হুদার জানাজা সহকর্মীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন

ব্যাংক–বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বাড়ছেই

সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

তামিম-ফারুককে নিয়ে রহস্যে ঘেরা অভিযোগপত্রে তোলপাড় বিসিবি নির্বাচন

পাকিস্তানের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে লিটন খেলবেন কি?

কালবেলার নামে ভুয়া ফটোকার্ড 

ভারতের বিপক্ষে হারের পর যা বললেন জাকের

পরিত্যক্ত বাথরুমে মিলল চার বালতি ককটেল

দুদকে ৯১ কনস্টেবল পদের বিপরীতে আবেদন দেড় লাখ

ইসরায়েলে সরাসরি ড্রোন হামলা, ডজনের বেশি আহত

১০

৪৮ ঘণ্টা আটকে থাকার পর যেভাবে উদ্ধার হলো বিড়াল

১১

ব্যর্থ সাইফের লড়াই, ভারতের দাপটে বাংলাদেশের বড় হার

১২

ভারতের বিরুদ্ধে খেলছে ১৮ কোটি মানুষ: ভিপি সাদিক

১৩

ইইউভুক্ত দেশে প্রবেশে নতুন পদ্ধতি অক্টোবর থেকে

১৪

ডিএমপির ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার রদবদল

১৫

৮৭ রানে নেই ৫ উইকেট, দুবাইয়ে হারের পথে বাংলাদেশ

১৬

এক লাখ মানুষের ছানির চিকিৎসা দেবে পিকেএসএফ-অরবিস

১৭

লেক পুনঃখনন ও সবুজায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান

১৮

পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তৈরি হতো ভুয়া রিপোর্ট, অতঃপর...

১৯

এসপি ও তথ্য কর্মকর্তার বৈঠকে চাঁদাবাজি মামলার আসামি

২০
X