স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০:৫২ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বেতনের দাবি নিয়ে বিপাকে ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে সতর্ক করেছেন অ্যাথলেটিক বিলবাওয়ের ক্রীড়া পরিচালক ও রিয়ালের সাবেক খেলোয়াড় রাফায়েল আলকোর্তা। তার মতে, বেতনের জন্য এখন ‘চাপ সৃষ্টি’ করলে তা ভিনিসিয়ুসের জন্য ‘বুমেরাং’-এর মতো ফিরে আসতে পারে এবং রিয়ালের মতো ক্লাবের সঙ্গে এটি হয়ে উঠতে পারে এক ‘বিষাক্ত সংঘাত’।

বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা থমকে আছে ভিনিসিয়ুসের বেতন চাওয়াকে ঘিরে। শোনা যাচ্ছে, কিলিয়ান এমবাপ্পের থেকেও বেশি পারিশ্রমিক দাবি করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড, যা মাদ্রিদ বোর্ডের মধ্যে বিরক্তি সৃষ্টি করেছে।

এমন প্রেক্ষাপটে স্প্যানিশ রেডিও ক্যাডেনা এসইআর-কে দেওয়া সাক্ষাৎকারে আলকোর্তা বলেন, ‘ভিনিসিয়ুস বিশ্বের সেরাদের একজন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজের ওপর চাপ সৃষ্টি করলে তা উল্টো ফল বয়ে আনতে পারে। আমরা ভুলে গেলে চলবে না, সার্জিও রামোসের সঙ্গে এমনই কিছু হয়েছিল।’

গত মৌসুমে ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন আলকোর্তা। ২০২৪-২৫ মৌসুমে ৫৮ ম্যাচে ২২ গোল ও ১৯ অ্যাসিস্ট করলেও আগের মৌসুমের তুলনায় (৩৯ ম্যাচে ২৪ গোল, ১১ অ্যাসিস্ট) তা ছিল কিছুটা পিছিয়ে।

‘গত মৌসুমে তাকে ও এমবাপ্পেকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি। ওদের দুজনই তরুণ, উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু ঠিক পরামর্শ দেওয়া দরকার, যাতে তারা বুঝতে পারে—এখন নিজেদের প্রমাণ করার সময়, দাবি তোলার নয়। পারফর্ম করো, রিয়াল পুরস্কার দিতে জানে,’ বলেন আলকোর্তা।

আলোকর্তা আরো বলেন, ‘বেতন নিয়ে এই ধরনের সংঘাত বিষাক্ত হয়ে উঠতে পারে। পেরেজ আবেগী হতে পারেন, তবে কঠিন সিদ্ধান্ত নিতে তার জুড়ি নেই। এখন শান্ত থাকা দরকার। ভালো একটা মৌসুম কাটালে ভিনিসিয়ুস নিজেই শক্ত অবস্থানে যাবে।’

ভিনিসিয়ুসের প্রতি নজর রাখছে সৌদি ক্লাব আল-আহলি। সংবাদমাধ্যমের দাবি, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে টানতে তারা ৩০০ মিলিয়ন ইউরোর বিশাল বাজেট রেখেছে। তবে ভিনিসিয়ুস এখনও পর্যন্ত প্রকাশ্যে জানিয়েছেন, তিনি রিয়ালেই থাকতে চান।

আগামী ১৯ আগস্ট লা লিগার প্রথম ম্যাচে ওসাসুনার বিপক্ষে মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। তার আগে ক্লাব ও খেলোয়াড়—উভয়ের জন্যই এই চুক্তি বিতর্ক একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, ভিনিসিয়ুস মাঠের পারফরম্যান্স দিয়ে আবারও নিজেকে মাদ্রিদের অবিচ্ছেদ্য অংশ প্রমাণ করতে পারেন কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির সাবেক উপকমিশনার কাজী মনিরুজ্জামান বরখাস্ত

ইরানের মৃত পরমাণু বিজ্ঞানীরা হেঁটে বেড়াচ্ছেন : ইসরায়েল

আটাবে প্রশাসক নিয়োগের প্রতিবাদে সাধারণ সদস্যদের বিক্ষোভ

বগুড়ায় দুদকের গণশুনানি মঞ্চে জুতা নিক্ষেপ

এস এম সুলতান : তুলির রেখায় গ্রামীণ মহাকাব্যের রূপকার

জাল রায় তৈরি  / জামিন মেলেনি খায়রুল হকের 

পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতে ইসলামীর 

ফের ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ইসির প্রাথমিক বাছাইয়ে ১৬ দল উত্তীর্ণ

৪০ হাজার টাকা বেতনে ভিভো-তে কাজের সুযোগ

১০

ঋতুপর্ণাদের পর এবার সাগরিকারাও খেলবে এশিয়ান কাপে

১১

সচিবালয় কর্মচারীদের পদের নাম পরিবর্তনে ৯ যৌক্তিকতা

১২

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে ‘প্রস্তুত হ রাজাকার’ লিখে হুমকি

১৩

যেসব আমলে দ্রুত বিয়ে হয়

১৪

ভিসা হলেও যুক্তরাষ্ট্রে ঢুকতে যাদের ১৫ হাজার ডলার লাগবে

১৫

দৃষ্টিভঙ্গি সংস্কারের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব : সালাহউদ্দিন

১৬

হাসিনা-ইউনূস দ্বন্দ্বে আমি ‘বলির পাঁঠা’ হয়েছি : টিউলিপ

১৭

গাজীপুরে যেভাবে হানিট্র্যাপের শিকার হন যাত্রীরা

১৮

সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

১৯

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে নিশোর, শুটিং বন্ধ 

২০
X