স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিকেলে মাঠে নামছে আফগানিস্তান-বাংলাদেশ

প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দলের ফটবলাররা। ছবি : সংগৃহীত
প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দলের ফটবলাররা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে রয়েছে আফগানিস্তান। ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা আফগানদের সঙ্গে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে দ্বিতীয় ও শেষ ম্যাচে সফরকারীদের হারিয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সিরিজের শেষ ম্যাচে বিকেল ৫টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল দল। বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩২ ধাপ এগিয়ে আফগানিস্তানের অবস্থান ১৫৭তম। ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার ফুটবল প্রতিযোগিতা সাফ থেকে বেড়িয়ে গিয়ে মধ্য এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে নাম লিখিয়েছে আফগানরা। ফুটবলে আরও ওপরে অবস্থানের লক্ষ্যে দলটি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কুয়েতের সাবেক ফুটবলার আব্দুল্লাহ আল মুতাইরিকে।

মধ্য এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলা আফগানদের গত ম্যাচে হারানোর দারুণ এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে দুই টাইগার ফরোয়ার্ড রাকিব হোসেন ও শেখ মোরসালিনের গোল ব্যর্থতায় ঘরের মাঠে বাগে পেয়েও হারাতে পারেনি হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। তিন তিনটি গোলের সহজ সুযোগ নষ্ট করায় কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল না বাংলাদেশ।

আজ আরেকবার সুযোগ থাকছে আফগানদের বিপক্ষে জয় ছিনিয়ে নেয়ার। প্রীতি ম্যাচ হলেও জিততে পারলে রেটিং পয়েন্ট বাড়বে স্বাগতিকদের ঝুলিতে। তবে বাংলাদেশর কাছে র‌্যাংকিং থেকেও গুরুত্ব ভালো ফুটবল খেলা। কারণ আগামী অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে দুই লেগের বিশ্বকাপ বাছাই পর্ব খেলবে জামাল ভূঁইয়ার দল। সেই লড়াইয়ে হারলেই এক বছর আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে যাবে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবেই আফগানদের সঙ্গে সিরিজ খেলছে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল দলের কোচ কাবরেরা বলেন, ‘মালদ্বীপ ম্যাচ দুটিকে সামনে রেখে আমরা একটি প্রস্তুতি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। যতটুকু সময় আছে সেটা কাজে লাগিয়ে আমরা প্রস্তুতির সেরা পর্যায়ে পৌঁছাতে চাই। অবশ্যই আমাদের চোখ উন্নতিতে এবং একই সঙ্গে ম্যাচটা জেতার আশাও করছি।’

এশিয়া কাপে বাংলাদেশের কাছে আফগানিস্তানের হারের প্রতিশোধ নিতে চান আফগান কোচ মুতাইরি। অধিনায়ক জামাল ভুঁইয়া আফগান কোচের ইচ্ছে পূরণ হতে দেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ আফগানিস্তানকে ক্রিকেটে হারানোর জন্য আমি সত্যিই আনন্দিত। তবে গতম্যাচে আমরাও জিততে পারতাম। তবে গোলের সুযোগ কাজে লাগাতে পারিনি বলে হয়নি। আবার একটা সুযোগ আমরা পাচ্ছি। এবার গোলের সুযোগগুলো কাজে লাগাতে হবে। তিনি (আফগানিস্তানের কোচ) যা চান, তা আমরা হতে দেব না।’

এর আগে ১০ বার ফুটবলে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। আফগানদের দুই জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে একবার। বাকি ছয়টি ম্যাচ ড্র করেছে দুদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‍‌‌‘রক্তচক্ষু উপেক্ষা করে নির্ভয়ে সংবাদ প্রকাশ করছে কালবেলা’

‘বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে কালবেলা জনগণের মুখপত্র হিসেবে কাজ করছে’

চমক রেখে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

যশোর বোর্ডে ২০ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

সাদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রেপ্তার

স্ত্রীসহ সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে দুদকের ২ মামলা 

উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির কাছে থাকাটা ‘বেআইনি ও ব্লাকমেইলিং’ : রিজভী

জাতীয় বেতন স্কেল কবে থেকে, জানালেন শিক্ষা সচিব

ময়মনসিংহে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১০

আবারও একসঙ্গে রাজ-মানজুর-রুমি

১১

রাকসু নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

১২

আর্জেন্টিনা-মরক্কো ফাইনাল কবে কোথায়

১৩

চট্টগ্রামে ফল বিপর্যয়, পাসের হার কমেছে ১৮ শতাংশ

১৪

এইচএসসির ফলাফল খারাপ হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

১৫

জুলাই জাতীয় সনদে যা রয়েছে

১৬

শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৭

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন

১৮

বদলির পর সরকারি কোয়ার্টারের ‘দরজা-জানালা’ খুলে নিলেন গণপূর্ত কর্মকর্তা

১৯

কুড়িগ্রামে ৯ কলেজে শতভাগ অকৃতকার্য

২০
X