স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল যে ১৮ দেশ

ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি : সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ এরই মধ্যে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই মহাযজ্ঞ আয়োজন করবে, যা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হিসেবে ইতিহাসের পাতায় জায়গা পাবে। এরই মধ্যে একঝাঁক দল নিশ্চিত করেছে তাদের উত্তর আমেরিকার যাত্রা, বাকি দলের ভাগ্য নির্ধারিত হতে অবশ্য এখনো সময় লাগবে।

নিশ্চিত হওয়া দলগুলো

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ১৮টি দল অংশগ্রহণ নিশ্চিত করেছে। আয়োজক দেশগুলো—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—স্বয়ংক্রিয়ভাবে অংশ নিচ্ছে। দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে নিশ্চিত করেছে তাদের টিকিট। এশিয়ার প্রতিনিধিত্ব করছে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া এবং প্রথমবারের মতো যোগ দিচ্ছে জর্ডান ও উজবেকিস্তান। আফ্রিকা থেকে মরক্কো ও তিউনিসিয়া যোগ করেছে নিজেদের নাম। এ ছাড়া নিউজিল্যান্ডও ওশেনিয়ার অংশগ্রহণকারী হিসেবে নিশ্চিত হয়েছে।

দক্ষিণ আমেরিকার উত্তাপ

কনমেবলের বাছাই পর্বে দক্ষিণ আমেরিকার ছয় দল নিজেদের স্থান নিশ্চিত করেছে। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন তকমার মান রেখে হাসিমুখে নিজের জায়গা নিশ্চিত করেছে। স্বাভাবিকভাবেই ফুটবলের আরেক পরাশক্তি ব্রাজিলও টানা ২৩তমবার খেলবে বিশ্বকাপে। কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর ও প্যারাগুয়ে তাদের অভিজ্ঞতা এবং নতুন তারকাদের সঙ্গে প্রস্তুত হয়ে উঠছে ২০২৬ সালের বিশ্বকাপের জন্য।

এশিয়ার নতুন চমক

এশিয়ার বাছাই পর্বে জর্ডান ও উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেল। জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান ও অস্ট্রেলিয়া তাদের অভিজ্ঞ দল এবং তারকাদের নিয়ে মাঠে নামবে। দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিন, উজবেকিস্তানের তরুণ তারকা, জাপানের কুবো ও মিতোমা, অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ফুটবলাররা বড় মঞ্চে ভালো করার চেষ্টা করবে।

আফ্রিকা ও ওশেনিয়া

মরক্কো ও তিউনিসিয়া আফ্রিকার প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। মরক্কোর লক্ষ্য ২০২২ সালের সেমিফাইনালের স্মৃতি পুনরায় জীবন্ত করা। নিউজিল্যান্ড তিনবারের ইতিহাসে তৃতীয়বারের জন্য বিশ্বকাপে অংশ নিচ্ছে, যা তাদের ১৬ বছরের অনুপস্থিতির পর বড় সুযোগ হিসেবে বিবেচিত।

বাকি দল ও অপেক্ষা

ইউরোপ (UEFA) থেকে মোট ১৬ দল অংশ নেবে, তবে বাছাই পর্ব শেষ না হওয়ায় এখনো কোনো দল নিশ্চিত হয়নি। আফ্রিকার কিছু দল, এশিয়ার আরও দুই দল, এবং কনকাকাফের বাকি বাছাই ম্যাচ শেষ না হওয়ায় উত্তেজনা এখনো চলমান রয়েছে।

নতুন ৪৮ দলের ফরম্যাটে গ্রুপ পর্যায়ের প্রতিযোগিতা আরও কঠিন হবে। লাতিন আমেরিকার ক্ল্যাসিক, এশিয়ার নতুন সম্ভাবনা এবং আফ্রিকার ক্রমবর্ধমান শক্তি—সব মিলিয়ে ২০২৬ সালের বিশ্বকাপ হবে এক নজিরবিহীন উৎসব।

ফুটবলপ্রেমীরা এখন কেবলই উত্তেজনার অপেক্ষায়। কারা ইতিহাস গড়ে দেবে, কোন নতুন তারকা আলো ছড়াবে, আর কোন দল চমক দেখাবে—সবই দেখার থাকবে উত্তর আমেরিকার মাঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামুদ্রিক শৈবালে সম্ভাবনার দিগন্ত উন্মোচন

৪১ ঘণ্টা পর রাজশাহী থেকে ঢাকার দিকে গড়াল বাসের চাকা

ক্ষমতায় এলে বিএনপি মানুষের জীবনমানোন্নয়নে কাজ করবে : জাহাঙ্গীর 

সবাইকে নিয়ে চলতে চাই, সেটিই আমার পথ : ঢাবি উপাচার্য

ডাকসু নির্বাচন: গ্রেপ্তার সেই ভুয়া সাংবাদিক কারাগারে

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব শফিকুল কারাগারে 

সিলেটে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

‘বাংলাদেশ প্রায় দুই দশক ধরে এমন উৎসবমুখর নির্বাচন দেখেনি’

প্রেমের সম্পর্ক নিয়ে বকা দেওয়ায় স্কুলে গিয়ে শিক্ষার্থীর কাণ্ড

জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

১০

আজকের পর থেকে অ্যাপলের ৮টি ডিভাইস বিক্রি বন্ধ

১১

যাকে দায়িত্বে নিতে বললেন নেপালের প্রধানমন্ত্রী

১২

এআই-তৈরি ভুয়া ছবিতে বিপাকে, আদালতে ঐশ্বরিয়া

১৩

নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা

১৪

ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৫

নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া দিয়ে রাস্তায় ফেলে মারধর

১৬

ক্যানসারে আক্রান্ত ভ্যানচালকের পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৭

আ.লীগ নেতা বিপ্লব ৭ দিনের রিমান্ডে

১৮

টিসিবি কার্ড কেলেঙ্কারি : তিনতলা বাড়ি, প্রাইভেটকারের মালিক হয়েও ‘দিনমজুর’

১৯

স্লোগানে উত্তাল মহাসড়ক

২০
X