স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

আলভারেজ নৈপুন্যে অ্যাথলেটিকোর মাঠে বিধ্বস্ত রিয়াল

আলভারেজের সেই দুর্দান্ত ফ্রি-কিক। ছবি : সংগৃহীত
আলভারেজের সেই দুর্দান্ত ফ্রি-কিক। ছবি : সংগৃহীত

মাদ্রিদ ডার্বি মানেই উত্তেজনা, গ্যালারিভর্তি আবেগ আর মাঠে দমবন্ধ করা লড়াই। তবে শনিবারের ডার্বি যেন ফিরিয়ে নিয়ে গেল ৫০-এর দশকের অ্যাথলেটিকোকে—যেখানে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেওয়া হলো না। কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলারের জোড়া আঘাত সামলেই অ্যাথলেটিকো মাদ্রিদ ঘুরে দাঁড়ায় দুর্দান্তভাবে। আলভারেজের ডাবল, সোরলথের হেড আর গ্রিজম্যানের শেষ মুহূর্তের গোল মেট্রোপলিটানোকে পরিণত করে উন্মাদের মিছিলে। ফলাফল—অ্যাথলেটিকো ৫, রিয়াল মাদ্রিদ ২।

ডিয়েগো সিমিওনে চমক রেখে সোরলথকে একাদশে নামান। মাঠে নেমেই নরওয়েজিয়ান স্ট্রাইকার অ্যাথলেটিকোর আক্রমণে ধার বাড়ান। ম্যাচে প্রথম আঘাত হানে স্বাগতিকরাই। ডিফেন্ডার লি নরমাদের গোলে লিড নেয় তারা তবে ২৫ মিনিটে এমবাপ্পের গোল রিয়াল সমতায় ফেরে। অ্যাথলেটিকোর তীব্র চাপ অবশ্য গোল হজমের পরও কমেনি। বরং বারবার উড়ে আসতে থাকে ক্রস, যার মোকাবিলায় রিয়ালের রক্ষণ দাঁড়াতে পারেনি।

প্রথমে এমবাপ্পে আর পরে গুলারের গোলে ১-২ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। মনে হচ্ছিল খেলার মোড় ঘুরতে শুরু করেছে। কিন্তু বিরতির আগেই সোরলথের হেডে আবার সমতায় ফেরে অ্যাথলেটিকো। বিরতির পর শুরু হয় অ্যাথলেটিকোর ‘পূর্ণ আধিপত্যের’ গল্প।

দ্বিতীয়ার্ধে নিকো গনসালেসকে ফাউল করে গুলারের ভুলে পেনাল্টি পায় অ্যাথলেটিকো। সেখান থেকে নিশ্চিত গোল করেন জুলিয়ান আলভারেজ। এর পরেই ফ্রি-কিক থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড অসাধারণ শটে করেন নিজের দ্বিতীয় গোল, অ্যাথলেটিকোর চতুর্থ।

শেষ মুহূর্তে ভ্যালভার্দের মারাত্মক ভুলে বল কেড়ে নিয়ে সুযোগ তৈরি হয় অ্যাথলেটিকোর। বদলি খেলোয়াড় বাইয়েনা বাড়িয়ে দেন বল, আর গ্রিজম্যান নিশ্চিত করেন এক ঐতিহাসিক ৫-২ জয়।

জাবি আলোনসোর রিয়াল যেন এই ম্যাচে ছিল ছায়াময় এক দল। না ছিল আগ্রাসন, না ছিল শৃঙ্খলা। ক্রস আটকাতে ব্যর্থতা, রক্ষণে অস্থিরতা আর আক্রমণে ধারহীনতা—সব মিলিয়ে সাদা শিবিরকে দিল অপমানজনক এক সন্ধ্যা।

এই জয়ে চতুর্থ স্থানে উঠে এল অ্যাথলেটিকো। সোরলথ, আলভারেজ ও গ্রিজম্যানের ত্রিমুখী আক্রমণে তারা শুধু ম্যাচ জেতেনি, বরং বার্তা দিয়ে রেখেছে—লা লিগার শিরোপা দৌড়ে তারাও থাকছে।

মেট্রোপলিটানোর গ্যালারি বলছে, এ এক রাত যা লাল-সাদা সমর্থকরা বহু বছর মনে রাখবে। আর রিয়ালের জন্য, প্রথম বড় পরীক্ষায় ভয়াবহ ব্যর্থতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহ-৪ আসনে একের পর এক আচরণবিধি লঙ্ঘন, নির্বিকার প্রশাসন

জয়ার সাফল্যের আরেক অধ্যায়

হঠাৎ যশোর আইটি পার্ক রিসোর্ট বন্ধে দিশাহারা ৬৪ কর্মী

বুর্কিনা ফাসোর সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা

শুক্রবার ছড়ানো গুজবে স্বর্ণের দামে বড় পতন

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে আটকা শত শত যানবাহন

বিমানবন্দরে তল্লাশির মুখে শাহরুখ খান

মিমির পাশে শুভশ্রী

৫০তম বিসিএসের প্রিলি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন

১০

বুয়েট ভর্তি পরীক্ষায় দেশসেরা গজারিয়ার আকিফ

১১

৭ ফেব্রুয়ারি জন্মভূমি সিলেটে যাবেন জামায়াত আমির

১২

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অত্যাধুনিক থার্মাল ড্রোন ব্যবহার শুরু

১৩

শেষ সপ্তাহের হলিউড

১৪

আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন তারেক রহমান

১৫

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন অনিশ্চয়তা

১৬

ইরান সংকট / ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন বাহিনী প্রস্তুত

১৭

বিয়ের দুই মাসের মাথায় স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে, ঘটকও প্রাণ হারালেন

১৮

ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে বাংলাদেশ বিমানকে বরণ করে নিল পাকিস্তান

১৯

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বড় ব্যবধানে জয়

২০
X