বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে একের পর এক ম্যাচে গোলের পর গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তরুণ তারকা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিকসহ সাম্প্রতিক তিন ম্যাচে ছয় গোল ও দুটি অ্যাসিস্ট—সব মিলিয়ে এখন তিনি উড়ন্ত ফর্মে।
এই উচ্ছ্বাসের মাঝেই ইংল্যান্ডের বিখ্যাত ক্রীড়া মাধ্যম ইএসপিএন ইউকেকে দেওয়া এক মজার ‘পিং-পং’ সাক্ষাৎকারে আলভারেজ জানালেন, ফুটবলের প্রতিটি বিভাগের সর্বকালের সেরা কে, তা নিয়ে তার মতামত।
সাক্ষাৎকারে বেশ কয়েকটি প্রশ্নেই উত্তর এসেছে এক নাম—লিওনেল মেসি। ইতিহাসের সেরা খেলোয়াড় এবং সর্বোত্তম ফিনিশার—দুই বিভাগেই বিনা দ্বিধায় মেসিকেই বেছে নিয়েছেন আলভারেজ। লা লিগার ইতিহাসেও সেরার আসন তার কাছে মেসিরই।
তবে শুধুই মেসি নয়, সতীর্থদের প্রতিও আলভারেজের যথেষ্ট শ্রদ্ধা। সেরা গোলরক্ষক হিসেবে তিনি বেছে নিয়েছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে, আর সেরা ডিফেন্ডারের জায়গা দিয়েছেন ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোকে।
যখন প্রশ্ন করা হয়, কার ‘অরা’ বা উপস্থিতির প্রভাব সবচেয়ে বেশি—এক মুহূর্ত দেরি না করে উত্তর আসে, “গ্রিজি!”—অ্যাথলেটিকো সতীর্থ অঁতোয়ান গ্রিজমানের নাম উচ্চারণ করেন তিনি।
আর সেরা প্লেমেকারের জায়গা পেয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা, আর সেরা ড্রিবলার হিসেবে আলভারেজের পছন্দ নেইমার জুনিয়র।
এই ফর্ম বজায় রেখে এবার মাঠে ফিরছেন আলভারেজ। আগামী রোববার (৫ অক্টোবর) লা লিগার অষ্টম রাউন্ডে সেল্টা দে ভিগোর মাঠে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ। বার্সেলোনার থেকে সাত পয়েন্ট পিছিয়ে ষষ্ঠ স্থানে থাকা দলটির জন্য জয় পাওয়া এখন সময়ের দাবি।
এরপর জাতীয় দলের ডাকে দেশে ফিরবেন আলভারেজ। আসন্ন ফিফা উইন্ডোতে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুই প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা—২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে।
Julián Alvarez thinks Lionel Messi is the best ever in these categories pic.twitter.com/byflkJMY9i — ESPN UK (@ESPNUK) October 2, 2025
মন্তব্য করুন