

আসন্ন প্রথম নারী ফুটসাল বিশ্বকাপের জন্য ১৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ইউরোপীয় প্রশিক্ষণ সফর শেষ করে দেশটির নারী ফুটসাল দলের প্রধান কোচ নিকোলাস নরিয়েগা ও তার সহকারী কোচরা এই দল ঘোষণা করেন। আগামী ২১ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ফিলিপাইনে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী আসর।
নারী ফুটসাল বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ফিলিপাইন, পোল্যান্ড ও মরক্কো। মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। চারটি গ্রুপে বিভক্ত প্রতিটি গ্রুপে থাকদবে চারটি করে দল। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে। এরপর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল।
ফুটসাল বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দল: ত্রিনিদাদ দ্রান্দিয়া, সিলভিনা এস্পিনাজো, ম্যাকারিনা এস্পিনোজা, লুচিয়া রোজ্জি, লারা ভিল্লালবা, জুলিয়া দৌপুও, ম্যারিনা কুয়েভেদো, লুসিয়ানা নাট্টা, ক্যারিয়ানা নুনজে, আনা অন্টিভেরজ, সিলভিনা নাভা, অগাস্টিনা চিজা, মাইলেন রুমেরো এবং মেলানি ওরিলানা।
মন্তব্য করুন