স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

ম্যাগুয়েরের গোলে চ্যাম্পিয়নস লিগে প্রথম জয় ম্যান ইউর

হ্যারি মাগুয়েরের গোলে চ্যাম্পিয়নস লিগে প্রথম জয় পেয়েছে ম্যান ইউ। ছবি: সংগৃহীত
হ্যারি মাগুয়েরের গোলে চ্যাম্পিয়নস লিগে প্রথম জয় পেয়েছে ম্যান ইউ। ছবি: সংগৃহীত

যে কোনো ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থককে আপনি যদি প্রশ্ন করেন দল থেকে কোন খেলোয়াড়কে আপনি বাদ দিতে চান তাহলে বেশিরভাগ বলবে হ্যারি ম্যাগুয়েরের নাম। এই ইংলিশ ডিফেন্ডারকে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফলতম ক্লাবের সবচেয়ে বিতর্কিত খেলোয়াড় বললে খুব বেশি বাড়িয়ে বলা হবে না। তবে এই ব্রাত্য হয়ে পড়া খেলোয়াড়ের গোলেই এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রথম জয় তুলে নিয়েছে এরিক টেন হাগের দল। অবশ্য ম্যাগুয়েরের গোল ছাড়াও এই ম্যাচে একেবারে শেষে দুর্দান্ত একটি পেনাল্টি সেভ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানা।

এই মৌসুমের প্রথম দুই ম্যাচে পরাজয় চ্যাম্পিয়নস লিগে অনেকটাই কোনঠাসা করে ফেলেছিল ইউনাইটেডকে। পরের ধাপে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে তাই মঙ্গলবারের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার উপায় ছিল না ব্রুনো ফার্নান্দেজ-মার্কাস রাশফোর্ডদের। এই কঠিন সমীকরণ মাথায় নিয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ডেনমার্কের দল এফসি কোপেনহেগেনের মুখোমুখি হয় ম্যান ইউ। সেই ম্যাচে ১-০ গোলে কষ্টার্জিত জয় পেয়েছে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের।

কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে বেশকিছু বড় ভুল করে বসে ইউনাইটেড। যে ভুলের কারণে ম্যাচের শুরুতেই গোল খেতে বসেছিল তারা। তবে কোপেনহেগেনের ফুটবলার দিয়োগো গনসালভেসের শট পোস্টে লাগায় বেঁচে যায় স্বাগতিকরা। মিডফিল্ডেও ছিল না কোনো নিয়ন্ত্রণ কোপেনহেগেন অবশ্য ইউনাইটেডের বাজে খেলার সুযোগ নিতে পারেনি। তাই গোলশুণ্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে সোফিয়ান আমারাবাতের জায়গায় ক্রিস্টিয়ান এরিকসেনকে নামায় এরিক টেন হাগ এতে করে ম্যাচটি অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে পাল্টা আক্রমণে ইউনাইটেডকে চাপে রাখে ডেনমার্কের ক্লাবটি। তবে ইউনাইটেডের গোলরক্ষক ওনানা রক্ষা করে তাদের। ম্যাচের ৭২তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইউনাইটেড। কর্নার থেকে বল ক্লিয়ার করতে না পারায় সেই বল চলে যায় এরিকসেনের পায়ে। এরিকসেন তা ক্রস করে ডি-বক্সে, যা হেড করে জালে জড়ান ম্যাগুয়ের।

পরে আরো সুযোগ পেলেও গোল করতে পারেনি স্বাগতিকরা। উল্টো ম্যাচের একেবারে শেষ মিনিটে তিন পয়েন্ট হারাতে বসে তারা। শেষ মুহূর্তের কর্নারে ডি-বক্সে ম্যাকটমিনের ভুলে পেনাল্টি পেয়ে যায় সফরকারীরা। তবে ওনানা কোপেনহেগেন স্ট্রাইকার জর্ডান লারসনের পেনাল্টি সেভ করে দলকে রক্ষা করেন। শেষ পর্যন্ত চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের দেখা পায় ম্যানইউ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, কারাগারে জেষ্ঠ্য সহকারী সচিব

বিএনপি ও জামায়াতের নেতাকে শোকজ

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যদণ্ড কার্যকর

সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে মুখোমুখি জায়েদ-তানিয়া

দেশে ফিরতে চান সালাউদ্দিন

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হাবিব ওয়াহিদ

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ 

১০

২৫ বছরের কৃষি পরিকল্পনা ঠিক করেছে সরকার

১১

ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হামলার শিকার কংগ্রেসের মুসলিম নারী সদস্য

১২

ঘুমের মধ্যে পায়ের রগে টান লাগলে যে দোয়া পড়বেন

১৩

অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

১৪

৪ বছর পর চেয়ারম্যান হিসেবে ফিরলেন জামায়াত নেতা

১৫

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে অবাক উদিত নারায়ণ

১৬

এবার দুদকের মামলায় গ্রেপ্তার আনিস আলমগীর

১৭

হাওরে পাখি শিকারের সময় আটক ৩

১৮

মুম্বাইয়ের জৌলুস যাকে বাঁধতে পারেনি!

১৯

দেশের ১৩ কোটিই মানুষই আমার ফ্যান: অপু বিশ্বাস

২০
X