স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসির মায়ামিতেই অনুষ্ঠিত হবে কোপার ফাইনাল

নিজের শহর মায়ামিতেই কোপা আমেরিকার ফাইনাল খেলার লক্ষ্য থাকবে মেসির আর্জেন্টিনার। ছবি : সংগৃহীত
নিজের শহর মায়ামিতেই কোপা আমেরিকার ফাইনাল খেলার লক্ষ্য থাকবে মেসির আর্জেন্টিনার। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের পর ফুটবল বিশ্বের বড় যে কয়টি আসর রয়েছে তার মধ্যে অন্যতম দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। আগামী বছরের জুনে কোপার ৪৮তম আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রে। টুর্নামেন্ট শুরুর এখনো সাত মাসের বেশি বাকি থাকলেও জানা গেছে আসরের ভেন্যুগুলোর নাম। মার্কিন মূলকের ১০ রাজ্যের ১৪ ভেন্যুতে আয়োজিত হবে এবারের আসরের ম্যাচগুলো তবে এতে চমক হিসেবে থাকছে ফাইনালের ভেন্যু। শিরোপা নির্ধারণী খেলাটি হবে লিওনেল মেসির শহর মায়ামিতে।

আয়োজকরা বৃহস্পতিবারের কোপার ড্রর আগে সোমবার এই তথ্য জানিয়েছে। এবারের কোপায় অংশ নেবে দক্ষিণ আমেরিকার ১০টি দেশ ও উত্তর আমেরিকা থেকে ৬টি দেশ।

কোপা আমেরিকার আয়োজক দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) এরই মধ্যে জানিয়েছে আসরের উদ্বোধনী ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে। আর ১৪ জুলাই ফাইনাল হবে মেসির শহর ফ্লোরিডার মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে।

সোমবার কনমেবল আরও জানায়, টেক্সাসের আরলিংটনের বিখ্যাত এটিঅ্যান্ডটি স্টেডিয়াম ও এনআরজি স্টেডিয়াম হিউস্টন, আরিজোনার গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়াম, নেভাদার লাসভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো।

সেমিফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ও নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। টুর্নামেন্টের অন্য ভেন্যুগুলো হলো—অস্টিনের কিউ২ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, সান্তা ক্লারার লেভিস স্টেডিয়াম, অরল্যান্ডোর এক্সপোলোরিয়া, ফ্লোরিডা ও ক্যানসাস সিটির চিলড্রেনস মারসি পার্ক গ্রাউন্ড।

টুর্নামেন্টের গ্রুপপর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই।

কোপা আমেরিকা মূলত দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট হলেও এর আগেও উত্তর আমেরিকায় এই আসরের আয়োজন করা হয়েছে। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে কোপা আমেরিকার আয়োজক করা হয়েছে যুক্তরাষ্ট্ররকে।

কনবেমল সভাপতি ও ফিফার সহসভাপতি আলেহান্দ্রো দমনিগেজ বলেন, ‘ফুটবলের আবেগ এই দুর্দান্ত দেশের মধ্য দিয়ে পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে বয়ে যাবে, যা ভেন্যুতে উপস্থিত থাকা হাজার হাজার ভক্ত এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শকের জন্য উত্তেজনা এবং রোমাঞ্চ নিয়ে আসবে।’

উল্লেখ্য, কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রভিডেন্ট ফান্ডসহ চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ

ইসলাম কায়েমের জন্য তোমাদের প্রয়োজন নেই, জামায়াতের উদ্দেশে টুকু

শাটডাউন এড়াতে মার্কিন কংগ্রেসে বিল পাস

১৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

জালনোটসহ তিন কিশোর আটক

ঢাকায় শীত অনুভব, সকালে তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রিতে

চলতি বছর ভূমধ্যসাগরে রেকর্ড অভিবাসীর মৃত্যু

রাজধানীতে আজ কোথায় কী

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১০

গভীর রাতে চলন্ত বাসে আগুন

১১

বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই : মান্না

১২

মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

১৩

জামালপুরে একাধিক পয়েন্টে চেকপোস্ট

১৪

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১৫

ইভ্যালির রাসেলের কারাদণ্ডসহ অর্থদণ্ড

১৬

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৪

১৭

ঝুঁকি নিয়ে খেয়া পারাপার

১৮

আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে ছিল ৯ রাউন্ড গুলির খোসা

১৯

উত্তরায় যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান

২০
X