স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৬:৩৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মেসির আগমন কি বদলে দেবে যুক্তরাষ্ট্রের ফুটবল?

লিওনেল মেসি। ছবি : সংগ্রহীত
লিওনেল মেসি। ছবি : সংগ্রহীত

কজন চিনতেন ফ্লোরিডার ফোর্ট লডারডেল ফুটবলপাড়া। ২০১৪ সালে এই অঞ্চলে গড়ে ওঠে নতুন এক ফুটবল ক্লাব। ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের হাত ধরে গড়ে ওঠে ইন্টার মায়ামি ফুটবল ক্লাব। ২০১৮ সালে হয় ১৮ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়াম, তবুও গত মৌসুমে চেনা যায়নি ইন্টার মায়ামিকে। ১৫ দলের লিগে দলটির অবস্থান ছিল সবার তলানিতে। এই অবস্থা থেকে উত্তোলনের একমাত্র উপায় ছিল এমন কাউকে নিয়ে আসা যার দ্যুতি ছড়িয়ে আছে বিশ্বব্যাপী। যিনি মুহূর্তেই পাল্টে দিতে পারে সব। ঠিক সেই কাজটাই করে ফেললেন ডেভিড বেকহাম। নিজের দলকে বিশ্বজোড়া আলোচনায় নিয়ে আসতে দলে ভেড়ালেন সর্বকালের সেরা ফুটবলারের একজন লিওনেল মেসিকে। বিশ্ব রাজনীতির একক আধিপত্য যুক্তরাষ্ট্রের। কিন্তু ফুটবলে খুব বড় কিছু হয়ে উঠতে ব্যর্থ তারা। প্রতি বিশ্বকাপে মুখ থুবড়ে পড়ে দলটি। বিশ্বজয়ী মেসির আগমনের প্রভাবে এই দশা দূর হবে তো! বেকহাম বা ইন্টার মায়ামির মেসিকে নেওয়ার চেষ্টা নতুন নয়। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে ক্লাবের পথচলা শুরু। ২০২১ সালে মেসির বার্সেলোনা ছাড়ার খবরে সবার আগে মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসিকে ফোন করেছিলেন বেকহাম। কিন্তু ওই সময় পরিস্থিতির কারণেই বেকহামের প্রস্তাব নিতে পারেননি মেসি। তবে ইন্টার মায়ামি ধরে নিয়েছিল মেসি একদিন তাদের হবেন। হলোও তাই। মেসিকে ঘিরে দল সাজাতে শুরু করেছে তারা। সম্প্রতি খবর ছড়িয়েছে সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনা কোচ টাটা মার্টিনেজকে কোচ হওয়ার প্রস্তাব দেবে ইন্টার মায়ামি। এ ছাড়া সবচেয়ে আলোচনার খবর সার্জিও বুসকেতস, জর্দি আলবা ও লুইস সুয়ারেজদের টানার চেষ্টায় অনেক দূর এগিয়েছে। যা সবশেষে মেসি ও তার বন্ধু একাদশে রূপ নিতেই পারে! মেসিকে আনতে একাট্টা হয়েছিল মেজর লিগ সকারের সব ক্লাব। এই চুক্তি সম্পাদনে বড় ভূমিকা রেখেছে লিগটির কর্তৃপক্ষ। তাদের বিশ্বাস ১৬ বছর আগে লিগে যে শুরুটা এনে দিয়েছিলেন বেকহাম। তার ক্লাবের মাধ্যমে মেসির পায়ে নতুন দিগন্তের শুরু হবে যুক্তরাষ্ট্রের ফুটবলে। কানাডা, মেক্সিকোকে সঙ্গে নিয়ে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। মেসি এমএলএসে যোগ দেওয়ার সবচেয়ে বড় লাভটা হলো মার্কিনিদের। মেসিকে টেনে একেবারে লাইমলাইটে চলে কজন চিনতেন ফ্লোরিডার ফোর্ট লডারডেল ফুটবলপাড়া। ২০১৪ সালে এই অঞ্চলে গড়ে ওঠে নতুন এক ফুটবল ক্লাব। ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের হাত ধরে গড়ে ওঠে ইন্টার মায়ামি ফুটবল ক্লাব। ২০১৮ সালে হয় ১৮ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়াম, তবুও গত মৌসুমে চেনা যায়নি ইন্টার মায়ামিকে। ১৫ দলের লিগে দলটির অবস্থান ছিল সবার তলানিতে। এই অবস্থা থেকে উত্তোলনের একমাত্র উপায় ছিল এমন কাউকে নিয়ে আসা যার দ্যুতি ছড়িয়ে আছে বিশ্বব্যাপী। যিনি মুহূর্তেই পাল্টে দিতে পারে সব। ঠিক সেই কাজটাই করে ফেললেন ডেভিড বেকহাম। নিজের দলকে বিশ্বজোড়া আলোচনায় নিয়ে আসতে দলে ভেড়ালেন সর্বকালের সেরা ফুটবলারের একজন লিওনেল মেসিকে। বিশ্ব রাজনীতির একক আধিপত্য যুক্তরাষ্ট্রের। কিন্তু ফুটবলে খুব বড় কিছু হয়ে উঠতে ব্যর্থ তারা। প্রতি বিশ্বকাপে মুখ থুবড়ে পড়ে দলটি। বিশ্বজয়ী মেসির আগমনের প্রভাবে এই দশা দূর হবে তো! বেকহাম বা ইন্টার মায়ামির মেসিকে নেওয়ার চেষ্টা নতুন নয়। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে ক্লাবের পথচলা শুরু। ২০২১ সালে মেসির বার্সেলোনা ছাড়ার খবরে সবার আগে মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসিকে ফোন করেছিলেন বেকহাম। কিন্তু ওই সময় পরিস্থিতির কারণেই বেকহামের প্রস্তাব নিতে পারেননি মেসি। তবে ইন্টার মায়ামি ধরে নিয়েছিল মেসি একদিন তাদের হবেন। হলোও তাই। মেসিকে ঘিরে দল সাজাতে শুরু করেছে তারা। সম্প্রতি খবর ছড়িয়েছে সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনা কোচ টাটা মার্টিনেজকে কোচ হওয়ার প্রস্তাব দেবে ইন্টার মায়ামি। এ ছাড়া সবচেয়ে আলোচনার খবর সার্জিও বুসকেতস, জর্দি আলবা ও লুইস সুয়ারেজদের টানার চেষ্টায় অনেক দূর এগিয়েছে। যা সবশেষে মেসি ও তার বন্ধু একাদশে রূপ নিতেই পারে! মেসিকে আনতে একাট্টা হয়েছিল মেজর লিগ সকারের সব ক্লাব। এই চুক্তি সম্পাদনে বড় ভূমিকা রেখেছে লিগটির কর্তৃপক্ষ। তাদের বিশ্বাস ১৬ বছর আগে লিগে যে শুরুটা এনে দিয়েছিলেন বেকহাম। তার ক্লাবের মাধ্যমে মেসির পায়ে নতুন দিগন্তের শুরু হবে যুক্তরাষ্ট্রের ফুটবলে। কানাডা, মেক্সিকোকে সঙ্গে নিয়ে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। মেসি এমএলএসে যোগ দেওয়ার সবচেয়ে বড় লাভটা হলো মার্কিনিদের। মেসিকে টেনে একেবারে লাইমলাইটে চলে এল তারা। এখন মেসিও ইন্টার মিয়ামিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের মতো ২০২৬ বিশ্বকাপে মাঠে নামার প্রস্তুতি সেরে রাখতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে নাহিদ

দেশেজুড়ে কবে হতে পারে বৃষ্টি জানাল আবহাওয়া অফিস

বিকেলে জুলাই ঐক্য’র জরুরি বৈঠক, আসতে পারে নতুন সিদ্ধান্ত

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলাই যোদ্ধা দুর্জয়

চাঁদা না পেয়ে শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা

মেসির গোলের পরও মায়ামির বড় পরাজয়

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না : ডিআইজি রেজা 

ছোট ভাইয়ের বাসায় ৪ ঘণ্টা কাটালেন খালেদা জিয়া

পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

১০

আমরা কোনো প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না : প্রেস সচিব

১১

সীমান্তে পুশ ইন ঠেকাতে সতর্ক বিজিবি, নিরাপত্তা জোরদার

১২

খরায় বীজতলা ফেটে চৌচির, দুশ্চিন্তায় কৃষক

১৩

নাম্বার ওয়ান বিটিএস

১৪

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা কিশোর গ্রেপ্তার 

১৫

আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত কবে, জানালেন সিইসি

১৬

বটগাছের ডাল কাটা নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

১৭

ভারত-পাকিস্তানকে ওআইসির বার্তায় ফের কাশ্মীর প্রসঙ্গ

১৮

গাছ কাটার প্রমাণ তদন্তে মিললেও প্রতিবেদনে নেই

১৯

বিশ্লেষণ / কাশ্মীরের কী লাভটা হলো

২০
X