আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে আগমন ঘটেছে নতুন এক ফুটবল তারকার। দেশটির ঘরোয়া টুর্নামেন্ট কোপা আর্জেন্টিনায় দারুণ রেকর্ড গড়েছেন ১৬ বছর ১৭৭ দিন বয়সী ফ্রাঙ্কো মাস্টানটুনো। ঐতিহ্যবাহী রিভার প্লেটের জার্সিতে সর্বকনিষ্ট ফুটবলার হিসেবে গোল করার নজির গড়লেন এই আর্জেন্টাইন বিষ্ময়বালক।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কোপা আর্জেন্টিনায় এক্সার্শনিস্তাকে ৩-০ গোলে হারিয়েছে রিভার প্লেট। প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ম্যাচে ফ্রাঙ্কো মাস্টানটুনো ছাড়াও গোল করেন মিগুয়েল বোরজা ও অগাস্টিন রবার্তো।
ফ্রাঙ্কো মাস্টানটুনো এদিন গোল করে ভেঙে দিয়েছেন রিভার প্লেট কিংবদন্তি হ্যাভিয়ের স্যাভিওলার রেকর্ড। এর আগে ১৬ বছর ৩১১ দিন বয়সে রিভার প্লেটের সিনিয়র দলের হয়ে গোল করেন স্যাভিওলা। আর্জেন্টাইন কিংবদন্তির চেয়ে ১৩৪ দিন কম বয়সে গোলের দেখা পেলেন মাস্টানটুনো। অর্থাৎ রিভার প্লেটের ফুটবলারদের মধ্যে তিনিই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা।
SEÑORAS Y SEÑORES LES PRESENTAMOS AL GOLEADOR MÁS JOVEN DE LA HISTORIA DE RIVER pic.twitter.com/aGyCbT34Nc— La Página Millonaria (@RiverLPM) February 8, 2024
২০০৭ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের আজুলে জন্মগ্রহণ করেন ফ্রাঙ্কো। নিজ শহরের স্থানীয় আজুল ক্লাবের মাধ্যমেই ফুটবলের হাতেখড়ি ১৬ বছর বয়সী ফুটবলারের। এরপর যোগ দেন আরেক আর্জেন্টাইন ক্লাব ক্লেমেন্তোতে। সেখানে থেকে ২০১৯ সালে নাম লেখান দেশটির ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে।
মার্টিন ডেমিচেলিসের রিভার প্লেটে চমক দেখিয়ে ডাক পান আর্জেন্টিনার বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৭ দলে। এমনকি দেশটির অনূর্ধ্ব-২০ দলের কোচ হ্যাভিয়ের মাশ্চেরানোর নজরও কাড়তে সক্ষম হয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।
মন্তব্য করুন