স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৬:৫০ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
কোপা আমেরিকা

ব্রাজিল নয় সম্মিলিত একাদশে আর্জেন্টিনার প্রাধান্য

আর্জেন্টিনা ও ব্রাজিলের ‍ফুটবলাররা। ছবি : সংগৃতীত
আর্জেন্টিনা ও ব্রাজিলের ‍ফুটবলাররা। ছবি : সংগৃতীত

আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা কাপ। লিওনেল মেসি এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন। আর তা ধরে রাখতে হলে আলবিসেলেস্তাদের লড়তে হবে ব্রাজিল, উরুগুয়ে এবং এমনকি আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কঠিন প্রতিযোগীর বিরুদ্ধে।

গ্রীষ্মকালীন এ টুর্নামেন্টকে সামনে রেখে প্রতিভা, সদ্য শেষ হওয়ার মৌসুমের পারফরম্যান্স পর্যালোচনা করে কোপার সম্মিলিত একাদশ তৈরি করেছে ফুটবলবিষয়ক ওয়েবসাইট নাইনটিমিন। ৪-৩-৩ ফরমেশনের এ একাদশে আর্জেন্টাইন ফুটবলারদের আধিপত্য।

কোপা আমেরিকার সেরা একাদশ

গোলকিপার : এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা/অ্যাস্টন ভিলা)

বিশ্বকাপের সেরা গোলকিপারের গল্পটা বেশ সুন্দর। আর্সেনালের ব্যাকআপ গোলকিপার থেকে তিনি এখন অ্যাস্টন ভিলার প্রথম পছন্দ। ইংলিশ প্রিমিয়ার লিগের আট ম্যাচে কোনো গোল হজম (ক্লিন শিট) করেননি তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে দীর্ঘদিন পর অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলবে।

লেফট ব্যাট : আলফনসো ডেভিস (কানাডা/বায়ার্ন মিউনিখ)

সদ্য শেষ হওয়ার মৌসুমে বায়ার্ন মিউনিখ কোনো ট্রফি না জিতলেও বুন্দেসলিগার সেরা লেফট ব্যাক তিনি। কানাডার সাফল্যের অবিচ্ছেদ্য অংশও এ তারকা। দেশটি প্রতিযোগিতায় কত দূর যেতে পারবে তা নির্ভর করবে ডেভিসের পারফরম্যান্সের ওপর।

সেন্ট্রাল ব্যাক : গ্যাব্রিয়েল (ব্রাজিল/আর্সেনাল)

সদ্য শেষ হওয়ার মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে আর্সেনালের গ্যাব্রিয়েলকে একাদশে রাখতেই হবে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিততে না পারলেও গানারদের ১৩টি ক্লিনশিটে বড় ভূমিকা রাখেন তিনি। ক্লাব ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করা গ্যাব্রিয়েলের সামনে এখন ব্রাজিলের জার্সিতে মেলে ধরার পালা।

সেন্ট্রাল ব্যাক : ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা/টটেনহ্যাম)

টটেনহ্যামের জার্সি প্রথমবারের মতে ইংলিশ প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েছেন তিনি। এরই মধ্যে তার ওপর নজর পড়েছে রিয়াল মাদ্রিদের। শিরোপা ধরে রাখার মিশনে তিনি আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ফুটবলার। আরও একটি কোপা আমেরিকা ট্রফি জিততে তার পারফরম্যান্সে নজর থাকবে আর্জেন্টিনার।

রাইট ব্যাক : রোনাল্ড আরাউজো (উরুগুয়ে/বার্সেলোনা)

রোনাল্ড সেন্ট্রাল ব্যাট বা রাইট ব্যাক দুই পজিশনের ভালো খেলতে পারেন। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ট্রফি বঞ্চিত হলেও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

মিডফিল্ড : ব্রুনো গুইমারেস (ব্রাজিল/নিউক্যাসল)

ব্রুনো গুইমারেস নিজেকে নিউক্যাসলে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি শক্তিশালী ট্যাকল এবং প্রয়োজনে তীক্ষ্ণ পাস দিতে পারদর্শী। ব্রাজিলের শিরোপা পুনরূদ্ধারে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

মিডফিল্ড : ফেদেরিকো ভালভার্দে (উরুগুয়ে/রিয়াল মাদ্রিদ)

ভালভার্দে কম সময়ের মধ্যে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হয়ে উঠেছেন। কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ দলের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। উরুগুয়ের জার্সিতে তার দায়িত্ব থাকবে একই।

মিডফিল্ড : অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (আর্জেন্টিনা/লিভারপুল)

সদ্য শেষ হওয়া মৌসুমে লিভারপুলের জার্সিতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ৫টি করে গোল এবং অ্যাসিস্ট করেন। পুরো মৌসুমজুড়ে অল রেডদের এগিয়ে নিতে বড় ভূমিকা রাখেন তিনি।

লেফট উইং : ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)

লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে অনেকখানি এগিয়ে তিনি। ব্রাজিলিয়ান উইঙ্গার বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভাবান ফুটবলার। সদ্য শেষ হওয়া মৌসুমে গোল করেছেন ২১টি।

স্ট্রাইকার : লাউতারো মার্তিনেজ (আর্জেন্টিনা/ইন্টার মিলান)

স্ট্রাইকারের জায়গা নির্ধারণ করা বেশ কঠিন। তবে কাজটি সহজ করে দিয়েছেন লাউতারো। জাতীয় দলের সতীর্থ জুলিয়ান আলভারেজ এবং ডারউইন নুনেজ পেছনে ফেলে তাকে এগিয়ে রাখা কারণ, সদ্য শেষ হওয়া মৌসুমে ইন্টার মিলানের হয়ে ২৪ গোল।

রাইট উইং : লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মায়ামি)

সেরা একাদশ তৈরিতে মেসির নাম আসবেই। আরও একটি কোপা আমেরিকার ট্রফি জিততে চান তিনি। এই উইঙ্গার বর্তমানে ১৬ অ্যাসিস্ট আর ১২ গোলে মেজর লিগ সকারের সর্বোচ্চ গোলদাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে অভিযান দেখে পালালেন জেলেরা, জব্দ ৮৫০ কেজি কাঁকড়া  

শরীফুল এম খানকে মার্কিন দূতাবাসের শুভেচ্ছা

চোখে চোখ রেখে কথা বলা কেন জরুরি, জেনে নিন

নতুন একটি নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প, থাকছে কঠোর শাস্তি

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারি, ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার

ফুলবাড়ী ট্র্যাজেডি : দিবসেই শুধু কদর বাড়ে নিহতদের পরিবারের

৩৫ বছর ধরে বেদখলে থাকা জমি ঢাকঢোল পিটিয়ে উদ্ধার

ঘোষিত দলে কেন জায়গা হয়নি নেইমারের, জানালেন আনচেলত্তি

মাছের মাথার ‘সোনার মণি’ বিক্রি করে লাখ টাকা আয় নেওয়াজের

১০

পার্লামেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক রাতেই সব পুড়ে ছাই

১১

থালাপতির মতো কেন জনতার নায়ক হতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা?

১২

সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সদস্য আহত

১৩

ইরানের সঙ্গে বসছে ইউরোপের তিন শক্তি

১৪

নিউইয়র্কে কনস্যুলেটের ঘটনায় মিশনের ব্যাখ্যা

১৫

আজকে স্বর্ণের বাজার দর

১৬

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিরুদ্ধে রিভিউ শুনানি শুরু

১৭

বোলিং করতে না দেওয়ায় অধিনায়ককে গুলি করে হত্যা

১৮

জেনে নিন উচ্চ রক্তচাপের ১২ কারণ

১৯

১৬ বছর বয়সী কিশোরের ইতিহাস গড়া ম্যাচে লিভারপুলের শ্বাসরুদ্ধকর জয়

২০
X